দেশে করোনাভাইরাসে মৃত্যু ৫ হাজার ছাড়াল
নিজস্ব প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Sep 2020 03:28 PM BdST Updated: 22 Sep 2020 03:58 PM BdST
-
করোনাভাইরাস মহামারীতে মারা গেছেন যাত্রাবাড়ীর বাসিন্দা মহিউদ্দিন। ঢাকার রায়েরবাজার কবরস্থানে তার কবর জিয়ারতে ছেলে রাব্বানী। সেপ্টেম্বরের শুরুতে তোলা ছবি।
দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ার ১৯৯ দিনের মাথায় সরকারি হিসাবে মৃতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে গেল।
Related Stories
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। তাতে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫ হাজার ৭ জন।
গত এক দিনে আরও ১ হাজার ৫৫৭ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। তাতে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৫২ হাজার ১৭৮ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ হাজার ৭৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ২ লাখ ৬০ হাজার ৭৯০ জন হয়েছে।
মঙ্গলবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ, তার ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।
প্রায় এক মাস পর ২০ এপ্রিল মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছিল। তা ৫০০ ছাড়ায় গত ২৫ মে। এরপর ১০ জুন মৃতের সংখ্যা হাজার ছাড়ায়। তা দেড় হাজার পেরিয়ে যায় ২২ জুন।
করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ৮৫ দিন পর ৫ জুলাই মৃতের সংখ্যা দুই হাজারের ঘর ছাড়িয়ে যায়। এরপর তা আড়াই হাজারের ঘর ছাড়িয়ে যায় ১৭ জুলাই।
২৮ জুলাই সেই সংখ্যা তিন হাজার স্পর্শ করে; ১২ অগাস্ট পৌঁছায় সাড়ে তিন হাজারে। তারপর ১৩ দিনের মাথায় ২৫ অগাস্ট মৃতের সংখ্যা ৪ হাজার এবং তার ১৩ দিন পর ৭ সেপ্টেম্বর তা সাড়ে ৪ হাজার ছাড়িয়ে যায়। এই তালিকায় আরও ৫০০ নাম যোগ হতে ১৫ দিন লাগল।
এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয় স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।
বাংলাদেশে শনাক্ত রোগীর সংখ্যা তিন লাখ পেরিয়েছিল গত ২৬ অগাস্ট। সোমবার তা সাড়ে তিন লাখে পৌঁছায়। এর মধ্যে ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।
বিশ্বে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ইতোমধ্যে ৩ কোটি ১৩ লাখ পেরিয়েছে; মৃতের সংখ্যা পৌঁছেছে ৯ লাখ ৬৫ হাজারে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় বিশ্বে বাংলাদেশের অবস্থান এখন ১৫তম স্থানে। তার মৃতের সংখ্যায় বাংলাদেশ রয়েছে ২৯তম অবস্থানে।
মৃত্যুর সংখ্যায় বৃদ্ধি | সময় লেগেছে |
০-৫০০ জন | ২ মাস ৭ দিন |
৫০০-১০০০ জন | ১৬ দিন |
১০০০-১৫০০ জন | ১২ দিন |
১৫০০-২০০০ জন | ১৩ দিন |
২০০০-২৫০০ জন | ১২ দিন |
২৫০০-৩০০০ জন | ১১ দিন |
৩০০০-৩৫০০ জন | ১৫ দিন |
৩৫০০-৪০০০ জন | ১৩ দিন |
৪০০০-৪৫০০ জন | ১৩ দিন |
৪৫০০-৫০০০ জন | ১৫ দিন |
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১০২টি ল্যাবে ১৪ হাজার ১৬৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১৮ লাখ ৪৮ হাজার ৪৮৭টি নমুনা।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১০ দশমিক ৯৯ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৯ দশমিক ০৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৪ দশমিক ০৫ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪২ শতাংশ।
গত এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৭ জন, নারী ১১ জন। তাদের সবাই হাসপাতালে মারা গেছেন।
তাদের মধ্যে ১৩ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি। ৬ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ৭ জনের বয়স ৪১ থেকে ৫০, ১ জন করে মোট ২ জন ২১ থেকে ৩০ বছরের মধ্যে ও ১০ বছরের কম ছিল।
১৮ জন ঢাকা বিভাগের, ৪ জন চট্টগ্রাম বিভাগের, ৩ জন খুলনা বিভাগের এবং ১ জন করে মোট ৩ জন রাজশাহী, সিলেট ও রংপুর বিভাগের বাসিন্দা ছিলেন।
দেশে এ পর্যন্ত মারা যাওয়া ৫ হাজার ৭ জনের মধ্যে ৩ হাজার ৮৯০ জনই পুরুষ এবং ১ হাজার ১১৭ জন নারী।
তাদের মধ্যে ২ হাজার ৫২৭ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি। এছাড়া ১ হাজার ৩৫৯ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ৬৪৮ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, ২৯১ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে, ১১৭ জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে, ৪২ জনের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে এবং ২৩ জনের বয়স ছিল ১০ বছরের কম।
এর মধ্যে ২ হাজার ৪৬৭ জন ঢাকা বিভাগের, ১ হাজার ৩৯ জন চট্টগ্রাম বিভাগের, ৩৩২ জন রাজশাহী বিভাগের, ৪২০ জন খুলনা বিভাগের, ১৮৫ জন বরিশাল বিভাগের, ২২২ জন সিলেট বিভাগের, ২৩৫ জন রংপুর বিভাগের এবং ১০৭ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন।
পুরনো খবর
করোনাভাইরাস: দেশে শনাক্ত রোগী সাড়ে তিন লাখ ছাড়াল
করোনাভাইরাস: শনাক্ত রোগী সাড়ে তিন লাখ ছুঁইছুঁই
কোভিড-১৯: দেশে আরও ৩২ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৬৭
করোনাভাইরাসে আরও ২২ মৃত্যু, শনাক্ত ১৫৪১
করোনাভাইরাসে আরও ৩৬ মৃত্যু, শনাক্ত ১৫৯৩
করোনাভাইরাস: এক দিনে ২১ মৃত্যু, দেড় মাসে সবচেয়ে কম
করোনাভাইরাস: মৃতের সংখ্যায় চীনকে ছাড়ালো বাংলাদেশ
করোনাভাইরাসে আরও ৩১ মৃত্যু, শনাক্ত ১৪৭৬
কোভিড-১৯: দেশে আরও ১২৮২ রোগী শনাক্ত, মৃত্যু ৩৪ জনের
করোনাভাইরাসে আরও ৩৪ মৃত্যু, শনাক্ত ১৭৯২
করোনাভাইরাস: আরও ৪১ মৃত্যু, ১৮৯২ রোগী শনাক্ত
করোনাভাইরাস: দেশে আরও ৪১ মৃত্যু
করোনাভাইরাস: আরও ৩৬ মৃত্যু, শনাক্ত ১৮৯২
করোনাভাইরাস: মৃত্যু ছাড়াল সাড়ে ৪ হাজার
করোনাভাইরাস: শনাক্ত রোগী সোয়া ৩ লাখ ছাড়াল
দেশে করোনাভাইরাসে আরও ৩৫ মৃত্যু
করোনাভাইরাস: এক দিনে ২৯ মৃত্যু, এক মাসে সবচেয়ে কম
করোনাভাইরাসে দেশে আরও ৩২ মৃত্যু
করোনাভাইরাস: দেশে আরও ৩৫ মৃত্যু, শনাক্ত ২৫৮২
করোনাভাইরাসে আরও ৩৫ মৃত্যু, শনাক্ত ১৯৫০
করোনাভাইরাস: দেশে মৃত্যু বেড়ে সোয়া চার হাজার
করোনাভাইরাস: দেশে আরও ৪২ মৃত্যু
করোনাভাইরাসে আরও ৩২ মৃত্যু, শনাক্ত ২১৩১
করোনাভাইরাস: ৪১৭৪ মৃত্যুর অর্ধেকই ঢাকা বিভাগের
করোনাভাইরাসে দেশে আরও ৪৫ মৃত্যু
কোভিড-১৯: দেশে শনাক্ত রোগী ৩ লাখ ছাড়াল
করোনাভাইরাস: মৃত্যু ছাড়াল ৪ হাজার, শনাক্ত রোগী ৩ লাখ ছুঁইছুঁই
করোনাভাইরাসে মৃত্যু চার হাজার ছুঁইছুঁই
করোনাভাইরাস: আরও ৩৪ মৃত্যু, শনাক্ত ১৯৭৩
করোনাভাইরাসে দেশে আরও ৪৬ জনের মৃত্যু
করোনাভাইরাস: শনাক্ত রোগী ২ লাখ ৯০ হাজার ছাড়াল
করোনাভাইরাস: আরও ৪১ মৃত্যু, শনাক্ত ২৮৬৮
কোভিড-১৯: দেশে ২৪ ঘণ্টায় আক্রান্তের চেয়ে সুস্থ বেশি
করোনাভাইরাস: আরও ৩৭ মৃত্যু, শনাক্ত ২৫৯৫
করোনাভাইরাস: শনাক্ত রোগী ছাড়াল পৌনে ৩ লাখ
কোভিড-১৯: দেশে আরও ৩৪ জনের মৃত্যু, আক্রান্ত ২৬৪৪
করোনাভাইরাস: শনাক্ত রোগী ২ লাখ ৭০ হাজার ছাড়াল
করোনাভাইরাস: আরও ৪৪ মৃত্যু, শনাক্ত ২৬১৭
করোনাভাইরাস: দেশে মৃত্যু ছাড়াল সাড়ে ৩ হাজার
করোনাভাইরাস: আরও ৩৩ মৃত্যু, শনাক্ত ২৯৯৬
করোনাভাইরাস: শনাক্ত রোগী ২ লাখ ৬০ হাজার ছাড়াল
করোনাভাইরাস: আরও ৩৪ মৃত্যু, শনাক্ত ২৪৮৭
করোনাভাইরাসে দেশে আরও ৩২ মৃত্যু
বিশ দিনে আরও ৫০ হাজার কোভিড-১৯ রোগী শনাক্ত
করোনাভাইরাস: শনাক্ত রোগী আড়াই লাখ ছুঁইছুঁই
করোনাভাইরাস: দেশে আরও অর্ধশত মৃত্যু
করোনাভাইরাস: আরও ৩০ মৃত্যু, শনাক্ত ১৩৫৬
৩ মাসের সর্বনিম্ন নমুনা পরীক্ষা, নতুন রোগী হাজারের নিচে
করোনাভাইরাস: ঈদের দিন এল ২১ মৃত্যুর খবর
করোনাভাইরাস: আরও ২৮ মৃত্যু, শনাক্ত ২৭৭২
করোনাভাইরাস: আরও ৩৫ মৃত্যু, শনাক্ত ৩০০৯
করোনাভাইরাস: শনাক্ত রোগী সোয়া ২ লাখ ছাড়াল
করোনাভাইরাসে দেশে আরও ৫৪ মৃত্যু
করোনাভাইরাস: শনাক্ত রোগী ২ লাখ ২১ হাজার ছাড়াল
করোনাভাইরাসে দেশে আরও ৩৫ জনের মৃত্যু
করোনাভাইরাস: মৃত্যু ছাড়াল ২৮০০
করোনাভাইরাস: আরও ৪২ জনের মৃত্যু, ২৭৪৪ রোগী শনাক্ত
করোনাভাইরাস: শনাক্ত রোগী ২ লাখ ১০ হাজার ছাড়াল
করোনাভাইরাস: আরও অর্ধশত মৃত্যু
করোনাভাইরাস: আরও ৩৭ জনের মৃত্যু, ২৪৫৯ রোগী শনাক্ত
দেশে এক মাসে আরও এক লাখ কোভিড-১৯ রোগী শনাক্ত
করোনাভাইরাস: মৃত্যু ছাড়াল আড়াই হাজার, শনাক্ত দুই লাখ ছুঁইছুঁই
করোনাভাইরাসে মৃত্যু আড়াই হাজার ছুঁইছুঁই
করোনাভাইরাসে দেশে আরও ৩৩ মৃত্যু
করোনাভাইরাস: দেশে শনাক্ত রোগী ১ লাখ ৯০ হাজার ছাড়াল
করোনাভাইরাস: আরও ৩৯ জনের মৃত্যু, ৩০৯৯ রোগী শনাক্ত
করোনাভাইরাস: দেশে মৃত্যু বেড়ে ২৩৫২
করোনাভাইরাসে দেশে আরও ৩০ জনের মৃত্যু
করোনাভাইরাস: আরও ৩৭ জনের মৃত্যু, ২৯৪৯ রোগী শনাক্ত
করোনাভাইরাস: শনাক্ত রোগী পৌনে ২ লাখ ছাড়াল
করোনাভাইরাস: আরও ৪৬ জনের মৃত্যু, ৩৪৮৯ নতুন রোগী শনাক্ত
করোনাভাইরাস: আরও ৫৫ জনের মৃত্যু
করোনাভাইরাস: দেশে শনাক্ত রোগী ১ লাখ ৬৫ হাজার ছাড়াল
দেশে করোনাভাইরাসে মৃত্যু বেড়ে ২০৫২
দেশে করোনাভাইরাসে মৃত্যু ২ হাজার ছুঁইছুঁই
করোনাভাইরাস: আরও ৪২ জনের মৃত্যু
করোনাভাইরাস: শনাক্ত রোগী দেড় লাখ ছাড়াল
করোনাভাইরাস: এক দিনে রেকর্ড ৬৪ মৃত্যু
করোনাভাইরাস: এক দিনে রেকর্ড ৪০১৪ রোগী শনাক্ত
করোনাভাইরাস: মৃতের সংখ্যা বেড়ে ১৭৩৮
কোভিড-১৯: দেশে আরও ৩৪ জনের মৃত্যু
করোনাভাইরাস: আরও ৪০ জনের মৃত্যু, ৩৮৬৮ নতুন রোগী শনাক্ত
করোনাভাইরাস: দেশে মৃত্যু ছাড়াল ১৬ শ
করোনাভাইরাস: দেশে শনাক্ত রোগী বেড়ে ১,২২,৬৬০
করোনাভাইরাস: আরও ৪৩ জনের মৃত্যু, ৩৪১২ নতুন রোগী শনাক্ত
কোভিড-১৯: মৃত্যু ছাড়াল দেড় হাজার
করোনাভাইরাস: দেশে মৃত্যু বেড়ে ১৪৬৪
কোভিড-১৯: দেশে আরও ৩২৪০ রোগী শনাক্ত, মৃত্যু ৩৭ জনের
করোনাভাইরাস: আরও ৪৫ জনের মৃত্যু, ৩২৪৩ নতুন রোগী শনাক্ত
করোনাভাইরাস: বাংলাদেশে শনাক্ত রোগী লাখ ছাড়াল
করোনাভাইরাস: এক দিনে ৪ হাজারের বেশি রোগী শনাক্ত
করোনাভাইরাস: এক দিনেই অর্ধশত মৃত্যু
করোনাভাইরাস: শনাক্ত ছাড়াল ৯০ হাজার, মৃত্যু ১২০৯
করোনাভাইরাস: শনাক্ত ছাড়াল ৮৭ হাজার, মৃত্যু ১১৭১
করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় চীনকে ছাড়াল বাংলাদেশ
কোভিড-১৯: এক দিনে সর্বোচ্চ শনাক্ত, সর্বাধিক মৃত্যু
করোনাভাইরাস: শনাক্ত ছাড়াল ৭৮ হাজার, মৃত্যু ১০৪৯
করোনাভাইরাসে মৃত্যু হাজার ছাড়াল
করোনাভাইরাস: রেকর্ড মৃত্যুর দিনে শনাক্ত সর্বাধিক রোগী
করোনাভাইরাস: শনাক্ত ছাড়াল ৬৮ হাজার, মৃত্যু ৯৩০
করোনাভাইরাস: এক দিনে সর্বাধিক মৃত্যু
কোভিড-১৯: দেশে আরও ২৬৩৫ রোগী শনাক্ত, মৃত্যু ৩৫
করোনাভাইরাস: মৃত্যু ছাড়াল ৮০০, শনাক্ত রোগী ৬০৩৯১
কোভিড-১৯: শনাক্ত রোগী ৫৫ হাজার ছাড়াল
কোভিড-১৯: শনাক্ত রোগী অর্ধ লক্ষ ছাড়াল, মৃত্যু বেড়ে ৭০৯
কোভিড-১৯: এক দিনে সর্বাধিক মৃত্যু
কোভিড-১৯: এক দিনে রেকর্ড আড়াই হাজার রোগী শনাক্ত
করোনাভাইরাস: এক দিনেই শনাক্ত দুই হাজারের বেশি রোগী
করোনাভাইরাস: দেশে আরও ২২ মৃত্যু, নতুন শনাক্ত দেড় হাজার রোগী
করোনাভাইরাস: মৃত্যু বেড়ে ৫২২, আক্রান্ত ৩৬,৭৫১
কোভিড-১৯: ঈদের আগের দিন এল সর্বোচ্চ মৃত্যুর খবর
কোভিড-১৯: দেশে রেকর্ড সংক্রমণের মধ্যে আরও ২০ মৃত্যু
রেকর্ড মৃত্যুর দিনে শনাক্ত রোগীর সংখ্যা ছাড়াল ৩০ হাজার
করোনাভাইরাস: শনাক্ত রোগী বেড়ে ২৬৭৩৮, মৃত্যু ৩৮৬
কোভিড-১৯: শনাক্ত রোগী ২৫ হাজার ছাড়াল
কোভিড-১৯: রেকর্ড রোগী শনাক্তের দিনে মৃত্যুও সর্বাধিক
করোনাভাইরাস: এক দিনে রেকর্ড ১২৭৩ রোগী শনাক্ত
করোনাভাইরাস: মৃত্যু ছাড়ালো তিনশ, আক্রান্ত প্রায় ২১ হাজার
রেকর্ড রোগী শনাক্তের দিনে আক্রান্ত ছাড়াল ২০ হাজার
কোভিড-১৯: রেকর্ড মৃত্যুর দিনে সর্বাধিক রোগী শনাক্ত
কোভিড-১৯: দেশে মৃত্যু বেড়ে ২৫০
কোভিড-১৯: এক দিনেই শনাক্ত হাজারের বেশি রোগী
এক দিনে ১৪ মৃত্যু, রেকর্ড ৮৮৭ রোগী শনাক্ত
করোনাভাইরাস: মৃত্যু বেড়ে ২১৪, আক্রান্ত ১৩৭৭০
আক্রান্ত ছাড়াল ১৩ হাজার, মৃত্যু বেড়ে ২০৬
করোনাভাইরাসে এক দিনেই ১৩ জনের মৃত্যু
করোনাভাইরাস: আক্রান্ত প্রায় সাড়ে ১২ হাজার
করোনাভাইরাস: আক্রান্ত বেড়ে ১১,৭১৯
একদিনেই ৭৮৬ রোগী শনাক্ত, আক্রান্ত প্রায় ১১ হাজার
করোনাভাইরাস: আক্রান্ত ছাড়াল ১০ হাজার
একদিনে রেকর্ড ৬৬৫ রোগী শনাক্ত, আক্রান্ত বেড়ে ৯৪৫৫
করোনাভাইরাস: আক্রান্ত বেড়ে ৮৭৯০, মৃত্যু ১৭৫ জনের
আক্রান্ত আট হাজার ছাড়ালো, মৃত্যু বেড়ে ১৭০
করোনাভাইরাস: আক্রান্ত বেড়ে ৭৬৬৭, মৃত্যু বেড়ে ১৬৮
কোভিড-১৯: রেকর্ড সংক্রমণের দিনে আক্রান্ত ছাড়ালো ৭ হাজার
একদিনে সর্বোচ্চ সংক্রমণ, আক্রান্ত বেড়ে ৬৪৬২
কোভিড-১৯: মৃত্যু ছাড়ালো দেড়শ, আক্রান্ত বেড়ে ৫৯১৩
করোনাভাইরাস: মৃত্যু বেড়ে ১৪৫, আক্রান্ত মোট ৫৪১৬
করোনাভাইরাস: বাংলাদেশে আক্রান্ত প্রায় পাঁচ হাজার
-
ভোটের হারে ‘অশনি সংকেত’ দেখছেন মাহবুব তালুকদার
-
জন্মতারিখ বদলের ‘অযৌক্তিক’ আবেদনে জটিলতা বাড়ে: আইনমন্ত্রী
-
৯ জেলায় নতুন ডিসি
-
৬২ কেজি সোনার জন্য ১৪ বছর করে সাজা তিন বিমানকর্মীর
-
বিমানের ১৭ সিবিএ নেতার বিষয়ে কী ব্যবস্থা, জানতে চায় হাই কোর্ট
-
কুয়াশায় বিমানবন্দরে সূচি গড়বড়
-
দুর্নীতির ধারণা সূচকে দুই ধাপ অবনমন বাংলাদেশের
-
কোভিড-১৯: ঢাকার পাঁচ হাসপাতালে টিকা নিলেন ৫৪১ জন
সর্বাধিক পঠিত
- চট্টগ্রামের মেয়র পদে বিজয়ী রেজাউল
- মেসি-ডি ইয়ংয়ের গোলে শেষ আটে বার্সা
- নতুন জাতীয় নির্বাচক রাজ্জাক
- বিদায়ের আগে কাঁপিয়ে যাবে শীত
- এইচএসসির ফল প্রকাশ, সনদ বিতরণের ক্ষমতা পেল সব শিক্ষাবোর্ড
- গবেষণায় চৌর্যবৃত্তি: সামিয়া রহমানের পদাবনতি
- ইচ্ছে হচ্ছে আমরাও গিয়ে নিয়ে আসি: প্রধানমন্ত্রী
- পান্তের পথে হেঁটে বাংলাদেশে সাফল্যের খোঁজে ব্ল্যাকউড
- কোভিড-১৯: নার্স রুনুর জয়বাংলা ধ্বনিতে বাংলাদেশে টিকাযজ্ঞ শুরু
- ফাওয়াদের দুর্দান্ত সেঞ্চুরিতে পাকিস্তানের লিড