করোনাভাইরাস: শনাক্ত রোগী ২ লাখ ৯০ হাজার ছাড়াল
নিজস্ব প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Aug 2020 03:33 PM BdST Updated: 21 Aug 2020 04:26 PM BdST
-
মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে একটি বেসরকারি সংগঠনের সহায়তায় বুধবার করোনাভাইরাস পরীক্ষা করানোর আগে চিকিৎসকের সঙ্গে অনলাইনে কথা বলছেন এক ব্যক্তি। ছবি: মাহমুদ জামান অভি
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে, নতুন রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ৪০১ জন।
শুক্রবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়, সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ২ হাজার ৪০১ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯০ হাজার ৩৬০ জন হল।
আর গত এক দিনে মারা যাওয়া ৩৯ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৩ হাজার ৮৬১ জনে দাঁড়াল।
আইইডিসিআরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩ হাজার ৬২৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ১ লাখ ৭২ হাজার ৬১৫ জন হয়েছে।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে ৮ মার্চ, তা আড়াই লাখ পেরিয়ে যায় গত ৭ অগাস্ট। এর মধ্যে ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।
প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ১২ অগাস্ট সেই সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৯১টি ল্যাবে ১২ হাজার ৯৪৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত সর্বমোট নমুনা পরীক্ষা হয়েছে ১৪ লাখ ২০ হাজার ৪৯৯টি।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ৫৫ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ২০ দশমিক ৪৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৯ দশমিক ৪৫ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৩ শতাংশ।
গত এক দিনে যারা মারা গেছেন তাদের ২৭ জন পুরুষ, ১২ জন নারী। ৩৬ জন হাসপাতালে এবং ৩ জন বাড়িতে মারা গেছেন।
তাদের মধ্যে ২৫ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি। ৫ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ৪ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, ৪ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এবং ১ জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে ছিল।
২৩ জন ঢাকা বিভাগের, ৫ জন চট্টগ্রাম বিভাগের, ১ জন রাজশাহী বিভাগের, ৩ জন খুলনা বিভাগের, ২ জন বরিশাল বিভাগের, ৪ জন সিলেট বিভাগের এবং ১ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন।
দেশে এ পর্যন্ত মারা যাওয়া ৩ হাজার ৮৬১ জনের মধ্যে ৩ হাজার ৪৬ জনই পুরুষ এবং ৮১৫ জন নারী।
তাদের মধ্যে ১ হাজার ৮৭৩ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি। এছাড়া ১ হাজার ৮১ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ৫১৬ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, ২৪৩ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে, ৯৪ জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে, ৩৫ জনের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে এবং ১৯ জনের বয়স ছিল ১০ বছরের কম।
এর মধ্যে ১ হাজার ৮৫৪ জন ঢাকা বিভাগের, ৮৬৩ জন চট্টগ্রাম বিভাগের, ২৫১ জন রাজশাহী বিভাগের, ৩১৬ জন খুলনা বিভাগের, ১৫১ জন বরিশাল বিভাগের, ১৮৩ জন সিলেট বিভাগের, ১৬০ জন রংপুর বিভাগের এবং ৮৩ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন।
কোভিড হাসপাতালে শয্যার তথ্য
ঢাকা মহানগরী | |||
শয্যা সংখ্যা | ভর্তিকৃত | খালি আছে | |
ঢাকা মহানগরীতে সাধারণ | ৭,০৩৭ টি | ২,২৪৩ জন | ৪,৭৯৪ টি |
ঢাকা মহানগরীতে আইসিইউ | ৩০৭ টি | ২১৫ জন | ৯২ টি |
চট্টগ্রাম মহানগরী | |||
চট্টগ্রাম মহানগরীতে সাধারণ | ৭৮২ টি | ২৩২ জন | ৫৫০ টি |
চট্টগ্রাম মহানগরীতে আইসিইউ | ৩৯ টি | ২২ জন | ১৭ টি |
অন্যান্য হাসপাতাল | |||
সারা দেশে সাধারণ | ৭,৪৩৬ টি | ১,৮১৪ জন | ৫,৬২২ টি |
সারা দেশে আইসিইউ | ১৯৯ টি | ১০৫ জন | ৯৪ টি |
সারা দেশ | |||
সারা দেশে সাধারণ | ১৫,২৫৫ টি | ৪,.২৮৯ জন | ১০,৯৬৬ টি |
সারা দেশে আইসিইউ | ৫৪৫ টি | ৩৪২ জন | ২০৩ টি |
সূত্র: হেলথ ইমারজেন্সি অ্যান্ড অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম, স্বাস্থ্য অধিদপ্তর
পুরনো খবর
করোনাভাইরাস: আরও ৪১ মৃত্যু, শনাক্ত ২৮৬৮
কোভিড-১৯: দেশে ২৪ ঘণ্টায় আক্রান্তের চেয়ে সুস্থ বেশি
করোনাভাইরাস: আরও ৩৭ মৃত্যু, শনাক্ত ২৫৯৫
করোনাভাইরাস: শনাক্ত রোগী ছাড়াল পৌনে ৩ লাখ
কোভিড-১৯: দেশে আরও ৩৪ জনের মৃত্যু, আক্রান্ত ২৬৪৪
করোনাভাইরাস: শনাক্ত রোগী ২ লাখ ৭০ হাজার ছাড়াল
করোনাভাইরাস: আরও ৪৪ মৃত্যু, শনাক্ত ২৬১৭
করোনাভাইরাস: দেশে মৃত্যু ছাড়াল সাড়ে ৩ হাজার
করোনাভাইরাস: আরও ৩৩ মৃত্যু, শনাক্ত ২৯৯৬
করোনাভাইরাস: শনাক্ত রোগী ২ লাখ ৬০ হাজার ছাড়াল
করোনাভাইরাস: আরও ৩৪ মৃত্যু, শনাক্ত ২৪৮৭
করোনাভাইরাসে দেশে আরও ৩২ মৃত্যু
বিশ দিনে আরও ৫০ হাজার কোভিড-১৯ রোগী শনাক্ত
করোনাভাইরাস: শনাক্ত রোগী আড়াই লাখ ছুঁইছুঁই
করোনাভাইরাস: দেশে আরও অর্ধশত মৃত্যু
করোনাভাইরাস: আরও ৩০ মৃত্যু, শনাক্ত ১৩৫৬
৩ মাসের সর্বনিম্ন নমুনা পরীক্ষা, নতুন রোগী হাজারের নিচে
করোনাভাইরাস: ঈদের দিন এল ২১ মৃত্যুর খবর
করোনাভাইরাস: আরও ২৮ মৃত্যু, শনাক্ত ২৭৭২
করোনাভাইরাস: আরও ৩৫ মৃত্যু, শনাক্ত ৩০০৯
করোনাভাইরাস: শনাক্ত রোগী সোয়া ২ লাখ ছাড়াল
করোনাভাইরাসে দেশে আরও ৫৪ মৃত্যু
করোনাভাইরাস: শনাক্ত রোগী ২ লাখ ২১ হাজার ছাড়াল
করোনাভাইরাসে দেশে আরও ৩৫ জনের মৃত্যু
করোনাভাইরাস: মৃত্যু ছাড়াল ২৮০০
করোনাভাইরাস: আরও ৪২ জনের মৃত্যু, ২৭৪৪ রোগী শনাক্ত
করোনাভাইরাস: শনাক্ত রোগী ২ লাখ ১০ হাজার ছাড়াল
করোনাভাইরাস: আরও অর্ধশত মৃত্যু
করোনাভাইরাস: আরও ৩৭ জনের মৃত্যু, ২৪৫৯ রোগী শনাক্ত
দেশে এক মাসে আরও এক লাখ কোভিড-১৯ রোগী শনাক্ত
করোনাভাইরাস: মৃত্যু ছাড়াল আড়াই হাজার, শনাক্ত দুই লাখ ছুঁইছুঁই
করোনাভাইরাসে মৃত্যু আড়াই হাজার ছুঁইছুঁই
করোনাভাইরাসে দেশে আরও ৩৩ মৃত্যু
করোনাভাইরাস: দেশে শনাক্ত রোগী ১ লাখ ৯০ হাজার ছাড়াল
করোনাভাইরাস: আরও ৩৯ জনের মৃত্যু, ৩০৯৯ রোগী শনাক্ত
করোনাভাইরাস: দেশে মৃত্যু বেড়ে ২৩৫২
করোনাভাইরাসে দেশে আরও ৩০ জনের মৃত্যু
করোনাভাইরাস: আরও ৩৭ জনের মৃত্যু, ২৯৪৯ রোগী শনাক্ত
করোনাভাইরাস: শনাক্ত রোগী পৌনে ২ লাখ ছাড়াল
করোনাভাইরাস: আরও ৪৬ জনের মৃত্যু, ৩৪৮৯ নতুন রোগী শনাক্ত
করোনাভাইরাস: আরও ৫৫ জনের মৃত্যু
করোনাভাইরাস: দেশে শনাক্ত রোগী ১ লাখ ৬৫ হাজার ছাড়াল
দেশে করোনাভাইরাসে মৃত্যু বেড়ে ২০৫২
দেশে করোনাভাইরাসে মৃত্যু ২ হাজার ছুঁইছুঁই
করোনাভাইরাস: আরও ৪২ জনের মৃত্যু
করোনাভাইরাস: শনাক্ত রোগী দেড় লাখ ছাড়াল
করোনাভাইরাস: এক দিনে রেকর্ড ৬৪ মৃত্যু
করোনাভাইরাস: এক দিনে রেকর্ড ৪০১৪ রোগী শনাক্ত
করোনাভাইরাস: মৃতের সংখ্যা বেড়ে ১৭৩৮
কোভিড-১৯: দেশে আরও ৩৪ জনের মৃত্যু
করোনাভাইরাস: আরও ৪০ জনের মৃত্যু, ৩৮৬৮ নতুন রোগী শনাক্ত
করোনাভাইরাস: দেশে মৃত্যু ছাড়াল ১৬ শ
করোনাভাইরাস: দেশে শনাক্ত রোগী বেড়ে ১,২২,৬৬০
করোনাভাইরাস: আরও ৪৩ জনের মৃত্যু, ৩৪১২ নতুন রোগী শনাক্ত
কোভিড-১৯: মৃত্যু ছাড়াল দেড় হাজার
করোনাভাইরাস: দেশে মৃত্যু বেড়ে ১৪৬৪
কোভিড-১৯: দেশে আরও ৩২৪০ রোগী শনাক্ত, মৃত্যু ৩৭ জনের
করোনাভাইরাস: আরও ৪৫ জনের মৃত্যু, ৩২৪৩ নতুন রোগী শনাক্ত
করোনাভাইরাস: বাংলাদেশে শনাক্ত রোগী লাখ ছাড়াল
করোনাভাইরাস: এক দিনে ৪ হাজারের বেশি রোগী শনাক্ত
করোনাভাইরাস: এক দিনেই অর্ধশত মৃত্যু
করোনাভাইরাস: শনাক্ত ছাড়াল ৯০ হাজার, মৃত্যু ১২০৯
করোনাভাইরাস: শনাক্ত ছাড়াল ৮৭ হাজার, মৃত্যু ১১৭১
করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় চীনকে ছাড়াল বাংলাদেশ
কোভিড-১৯: এক দিনে সর্বোচ্চ শনাক্ত, সর্বাধিক মৃত্যু
করোনাভাইরাস: শনাক্ত ছাড়াল ৭৮ হাজার, মৃত্যু ১০৪৯
করোনাভাইরাসে মৃত্যু হাজার ছাড়াল
করোনাভাইরাস: রেকর্ড মৃত্যুর দিনে শনাক্ত সর্বাধিক রোগী
করোনাভাইরাস: শনাক্ত ছাড়াল ৬৮ হাজার, মৃত্যু ৯৩০
করোনাভাইরাস: এক দিনে সর্বাধিক মৃত্যু
কোভিড-১৯: দেশে আরও ২৬৩৫ রোগী শনাক্ত, মৃত্যু ৩৫
করোনাভাইরাস: মৃত্যু ছাড়াল ৮০০, শনাক্ত রোগী ৬০৩৯১
কোভিড-১৯: শনাক্ত রোগী ৫৫ হাজার ছাড়াল
কোভিড-১৯: শনাক্ত রোগী অর্ধ লক্ষ ছাড়াল, মৃত্যু বেড়ে ৭০৯
কোভিড-১৯: এক দিনে সর্বাধিক মৃত্যু
কোভিড-১৯: এক দিনে রেকর্ড আড়াই হাজার রোগী শনাক্ত
করোনাভাইরাস: এক দিনেই শনাক্ত দুই হাজারের বেশি রোগী
করোনাভাইরাস: দেশে আরও ২২ মৃত্যু, নতুন শনাক্ত দেড় হাজার রোগী
করোনাভাইরাস: মৃত্যু বেড়ে ৫২২, আক্রান্ত ৩৬,৭৫১
কোভিড-১৯: ঈদের আগের দিন এল সর্বোচ্চ মৃত্যুর খবর
কোভিড-১৯: দেশে রেকর্ড সংক্রমণের মধ্যে আরও ২০ মৃত্যু
রেকর্ড মৃত্যুর দিনে শনাক্ত রোগীর সংখ্যা ছাড়াল ৩০ হাজার
করোনাভাইরাস: শনাক্ত রোগী বেড়ে ২৬৭৩৮, মৃত্যু ৩৮৬
কোভিড-১৯: শনাক্ত রোগী ২৫ হাজার ছাড়াল
কোভিড-১৯: রেকর্ড রোগী শনাক্তের দিনে মৃত্যুও সর্বাধিক
করোনাভাইরাস: এক দিনে রেকর্ড ১২৭৩ রোগী শনাক্ত
করোনাভাইরাস: মৃত্যু ছাড়ালো তিনশ, আক্রান্ত প্রায় ২১ হাজার
রেকর্ড রোগী শনাক্তের দিনে আক্রান্ত ছাড়াল ২০ হাজার
কোভিড-১৯: রেকর্ড মৃত্যুর দিনে সর্বাধিক রোগী শনাক্ত
কোভিড-১৯: দেশে মৃত্যু বেড়ে ২৫০
কোভিড-১৯: এক দিনেই শনাক্ত হাজারের বেশি রোগী
এক দিনে ১৪ মৃত্যু, রেকর্ড ৮৮৭ রোগী শনাক্ত
করোনাভাইরাস: মৃত্যু বেড়ে ২১৪, আক্রান্ত ১৩৭৭০
আক্রান্ত ছাড়াল ১৩ হাজার, মৃত্যু বেড়ে ২০৬
করোনাভাইরাসে এক দিনেই ১৩ জনের মৃত্যু
করোনাভাইরাস: আক্রান্ত প্রায় সাড়ে ১২ হাজার
করোনাভাইরাস: আক্রান্ত বেড়ে ১১,৭১৯
একদিনেই ৭৮৬ রোগী শনাক্ত, আক্রান্ত প্রায় ১১ হাজার
করোনাভাইরাস: আক্রান্ত ছাড়াল ১০ হাজার
একদিনে রেকর্ড ৬৬৫ রোগী শনাক্ত, আক্রান্ত বেড়ে ৯৪৫৫
করোনাভাইরাস: আক্রান্ত বেড়ে ৮৭৯০, মৃত্যু ১৭৫ জনের
আক্রান্ত আট হাজার ছাড়ালো, মৃত্যু বেড়ে ১৭০
করোনাভাইরাস: আক্রান্ত বেড়ে ৭৬৬৭, মৃত্যু বেড়ে ১৬৮
কোভিড-১৯: রেকর্ড সংক্রমণের দিনে আক্রান্ত ছাড়ালো ৭ হাজার
একদিনে সর্বোচ্চ সংক্রমণ, আক্রান্ত বেড়ে ৬৪৬২
কোভিড-১৯: মৃত্যু ছাড়ালো দেড়শ, আক্রান্ত বেড়ে ৫৯১৩
করোনাভাইরাস: মৃত্যু বেড়ে ১৪৫, আক্রান্ত মোট ৫৪১৬
করোনাভাইরাস: বাংলাদেশে আক্রান্ত প্রায় পাঁচ হাজার
-
জঙ্গিদের স্বাভাবিক জীবনে ফেরাতে র্যাবের ‘হটলাইন’
-
দণ্ডিত জেএমবি সদস্যের জামিন প্রত্যাহার করল হাই কোর্ট
-
কোভিড-১৯: ঘোষণার সেই টাকা চান ১০ হাজার পুলিশ সদস্য
-
চকবাজারে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
-
বছরের প্রথম অধিবেশনে বসেছে সংসদ
-
উপহার হিসেবেও টিকা পাঠাবে ভারত: স্বাস্থ্যমন্ত্রী
-
পৌর ভোট: চতুর্থ ধাপে ৩২৯০ জনের মনোনয়নপত্র জমা
-
ওটিটি নীতিমালার খসড়া তৈরির নির্দেশ
সর্বাধিক পঠিত
- শ্বাসরুদ্ধকর ফাইনালে বার্সাকে হারিয়ে বিলবাওয়ের উৎসব
- ঢাকার বিমানবন্দর সড়কে দুর্ঘটনায় দম্পতির মৃত্যু
- ইউভেন্তুসকে উড়িয়ে দিল ইন্টার
- প্রিয় ৩ নম্বর হারাচ্ছেন সাকিব
- তাৎক্ষণিক সিদ্ধান্তে তামিমের ডেপুটি
- রোমাঞ্চকর শেষের অপেক্ষায় ব্রিজবেন টেস্ট
- যুক্তরাষ্ট্রের রাজ্যপরিষদগুলো ঘিরে সশস্ত্র ট্রাম্প সমর্থকদের বিক্ষিপ্ত বিক্ষোভ
- দলবেঁধে ধর্ষণ করিয়েছে স্বামী, অভিযোগ নারীর
- ‘উদযাপন ও বিয়ের কারণে চোট’, জবাব দিলেন হাসান
- লাল কার্ড পাওয়া মেসির পাশেই কোচ