কোভিড-১৯: শনাক্ত রোগী অর্ধ লক্ষ ছাড়াল, মৃত্যু বেড়ে ৭০৯
নিজস্ব প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Jun 2020 02:55 PM BdST Updated: 02 Jun 2020 03:34 PM BdST
-
করোনাভাইরাস সঙ্কটে দুই মাস বন্ধ থাকার পর বাস চলাচল শুরু হয়েছে স্বাস্থ্যবিধি মানার শর্তে; তাই ঢাকার মহাখালী বাস টার্মিনালে যাত্রার আগে একটি বাসে জীবাণুনাশক ছিটাতে দেখা যায়। ছবি: মাহমুদ জামান অভি
-
-
ঢাকার শাহজালাল বিমানবন্দরে টার্মিনালের টিকিট কাউন্টারে প্রত্যেক যাত্রীকে জিজ্ঞাসা করা হচ্ছে, কয়েক দিনের মধ্যে তাদের জ্বর ছিল কি না? ছবি: মাহমুদ জামান অভি
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ার ১২ সপ্তাহের মাথায় শনাক্ত রোগীর সংখ্যা ৫২ হাজার ছাড়িয়ে গেল, মৃত্যু ছাড়াল সাতশ।
Related Stories
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রেকর্ড ২ হাজার ৯১১ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। তাতে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫২ হাজার ৪৪৫ জনে।
এই এক দিনে আরও ৩৭ জনের মৃত্যুর মধ্য দিয়ে দেশে নতুন করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭০৯ জন।
সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সুস্থ হয়েছেন আরও ৫২৩ জন। সব মিলে এ পর্যন্ত মোট ১১ হাজার ১২০ জন সুস্থ হয়ে উঠলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা মঙ্গলবার দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।
তিনি বলেন, গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ৩৩ জন পুরুষ এবং ৪ জন নারী। তাদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ২৮ জন, আর ৯ জনের মৃত্যু হয়েছে বাড়িতে।
মৃতদের মধ্যে ১০ জন ঢাকা বিভাগের, ১৫ জন চট্টগ্রামের, ৩ জন বরিশালের, ৪ জন সিলেট, ২ জন রাজশাহী, ২ জন রংপুর এবং ১ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন।
তাদের মধ্যে ২ জনের বয়স ছিল ৮০ বছরের বেশি। এছাড়া ১০ জনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে, ৯ জনের বয়স ৬১ থেকে ৭০ বছর, ১০ জনের বয়স ৫১ থেকে ৬০ বছর, ১ জনের বয়স ৪১ থেকে ৫০ বছর, ৪ জন ৩১ থেকে ৪০ বছর এবং ১ জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে ছিল।
অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ৩৮৮ জনকে। বর্তমানে সারা দেশে আইসোলেশনে রয়েছেন ৬ হাজার ২৪০ জন রোগী।
বুলেটিনে জানানো হয়, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের ৫২টি পরীক্ষাগারে ১২ হাজার ৭০৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২২ দশমিক ৯১ শতাংশ। আর শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ২১ শতাংশ, মৃত্যুর হার ১ দশমিক ৩৫ শতাংশ।
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে গত ৮ মার্চ; তার দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু।
শুরুতে কেবল আইইডিসিআরে পরীক্ষা করার সুযোগ ছিল বলে ভাইরাসের বিস্তারের প্রকৃত চিত্র আসছিল না। এপিলের শুরুতে পরীক্ষার আওতা বাড়ার পর দেশে আক্রান্তের সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে।
১৪ এপ্রিল ২০৯ জন নতুন রোগী শনাক্তের তথ্য দেওয়া হয় স্বাস্থ্য অধিদপ্তর বুলেটিনে, আক্রান্তের সংখ্যা বেড়ে হয় ১ হাজার ১২ জন। আর আক্রান্তের সংখ্যা ১০ হাজারে পৌঁছায় ৪ মে। সেদিন ৬৮৮ জনের সংক্রমণ ধরা পড়ায় শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১০ হাজার ১৪৩ জন হয়।
অর্থাৎ, দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ার পর ৫৭ দিনের মাথায় শনাক্ত মোট রোগীর সংখ্যা দশ হাজারের ঘরে পৌঁছায়।
এরপর ১১ দিনে শনাক্ত রোগীর সংখ্যা ২০ হাজার, তার পরের সাত দিনে ৩০ হাজার এবং তার ছয় দিনের মাথায় ২৮ মে শনাক্ত রোগীর সংখ্যা ৪০ হাজার ছাড়ায়।
পরের দশ হাজার রোগী শনাক্ত হতে সময় লাগল আরও কম, চার দিন। মঙ্গলবার দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫০ হাজার পেরিয়ে গেল।
এ পর্যন্ত দেশে মোট তিন লাখ ৩৩ হাজার ৭৩টি নমুনা পরীক্ষা করার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ১৭ কোটি মানুষের দেশে আরও অনেকে পরীক্ষার বাইরে থেকে যাওয়ায় আক্রান্ত বা মৃত্যুর প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞদের ধারণা।
পুরনো খবর
কোভিড-১৯: এক দিনে সর্বাধিক মৃত্যু
কোভিড-১৯: এক দিনে রেকর্ড আড়াই হাজার রোগী শনাক্ত
করোনাভাইরাস: এক দিনেই শনাক্ত দুই হাজারের বেশি রোগী
করোনাভাইরাস: দেশে আরও ২২ মৃত্যু, নতুন শনাক্ত দেড় হাজার রোগী
করোনাভাইরাস: মৃত্যু বেড়ে ৫২২, আক্রান্ত ৩৬,৭৫১
কোভিড-১৯: ঈদের আগের দিন এল সর্বোচ্চ মৃত্যুর খবর
কোভিড-১৯: দেশে রেকর্ড সংক্রমণের মধ্যে আরও ২০ মৃত্যু
রেকর্ড মৃত্যুর দিনে শনাক্ত রোগীর সংখ্যা ছাড়াল ৩০ হাজার
করোনাভাইরাস: শনাক্ত রোগী বেড়ে ২৬৭৩৮, মৃত্যু ৩৮৬
কোভিড-১৯: শনাক্ত রোগী ২৫ হাজার ছাড়াল
কোভিড-১৯: রেকর্ড রোগী শনাক্তের দিনে মৃত্যুও সর্বাধিক
করোনাভাইরাস: এক দিনে রেকর্ড ১২৭৩ রোগী শনাক্ত
করোনাভাইরাস: মৃত্যু ছাড়ালো তিনশ, আক্রান্ত প্রায় ২১ হাজার
রেকর্ড রোগী শনাক্তের দিনে আক্রান্ত ছাড়াল ২০ হাজার
কোভিড-১৯: রেকর্ড মৃত্যুর দিনে সর্বাধিক রোগী শনাক্ত
কোভিড-১৯: দেশে মৃত্যু বেড়ে ২৫০
কোভিড-১৯: এক দিনেই শনাক্ত হাজারের বেশি রোগী
এক দিনে ১৪ মৃত্যু, রেকর্ড ৮৮৭ রোগী শনাক্ত
করোনাভাইরাস: মৃত্যু বেড়ে ২১৪, আক্রান্ত ১৩৭৭০
আক্রান্ত ছাড়াল ১৩ হাজার, মৃত্যু বেড়ে ২০৬
করোনাভাইরাসে এক দিনেই ১৩ জনের মৃত্যু
করোনাভাইরাস: আক্রান্ত প্রায় সাড়ে ১২ হাজার
করোনাভাইরাস: আক্রান্ত বেড়ে ১১,৭১৯
একদিনেই ৭৮৬ রোগী শনাক্ত, আক্রান্ত প্রায় ১১ হাজার
করোনাভাইরাস: আক্রান্ত ছাড়াল ১০ হাজার
একদিনে রেকর্ড ৬৬৫ রোগী শনাক্ত, আক্রান্ত বেড়ে ৯৪৫৫
করোনাভাইরাস: আক্রান্ত বেড়ে ৮৭৯০, মৃত্যু ১৭৫ জনের
আক্রান্ত আট হাজার ছাড়ালো, মৃত্যু বেড়ে ১৭০
করোনাভাইরাস: আক্রান্ত বেড়ে ৭৬৬৭, মৃত্যু বেড়ে ১৬৮
কোভিড-১৯: রেকর্ড সংক্রমণের দিনে আক্রান্ত ছাড়ালো ৭ হাজার
একদিনে সর্বোচ্চ সংক্রমণ, আক্রান্ত বেড়ে ৬৪৬২
কোভিড-১৯: মৃত্যু ছাড়ালো দেড়শ, আক্রান্ত বেড়ে ৫৯১৩
করোনাভাইরাস: মৃত্যু বেড়ে ১৪৫, আক্রান্ত মোট ৫৪১৬
করোনাভাইরাস: বাংলাদেশে আক্রান্ত প্রায় পাঁচ হাজার
একদিনেই ৫ শতাধিক নতুন রোগী, মৃত্যু বেড়ে ১৩১
কোভিড-১৯: আক্রান্ত বেড়ে ৪১৮৬, মৃত্যু ১২৭ জনের
-
আন্তর্জাতিক সমুদ্র তলদেশ কর্তৃপক্ষের পর্ষদ সদস্য হল বাংলাদেশ
-
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে শাহবাগে বিক্ষোভ
-
ডিজিটাল নিরাপত্তা আইন: সংসদ ঘেরাওয়ের হুঁশিয়ারি নূরদের
-
ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের চিন্তাভাবনা নেই: আইনমন্ত্রী
-
বার্নিকাটের গাড়িবহরে হামলার অভিযোগপত্র আদালতে
-
হুজি অপারেশন শাখার প্রধানসহ গ্রেপ্তার ৩ সদস্য রিমান্ডে
-
মিত্র বাহিনীর শহীদ স্মরণে স্মৃতিস্তম্ভ: ভিত্তি স্থাপন করতে পারেন দুই প্রধানমন্ত্রী
-
কেমন আছেন কিশোর
-
আন্তর্জাতিক সমুদ্র তলদেশ কর্তৃপক্ষের পর্ষদ সদস্য হল বাংলাদেশ
-
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে শাহবাগে বিক্ষোভ
-
ডিজিটাল নিরাপত্তা আইন: সংসদ ঘেরাওয়ের হুঁশিয়ারি নূরদের
-
ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের চিন্তাভাবনা নেই: আইনমন্ত্রী
-
বার্নিকাটের গাড়িবহরে হামলা: আড়াই বছর পর আদালতে অভিযোগপত্র
-
হুজি ‘অপারেশন শাখার প্রধানসহ’ গ্রেপ্তার ৩ সদস্য রিমান্ডে
সর্বাধিক পঠিত
- স্টোকসের ‘গালি’ শুনে কোহলিকে বললেন সিরাজ
- নিউ ইয়র্ক ফেড থেকে মিয়ানমারের জান্তার টাকা সরানোর চেষ্টা আটকেছে যুক্তরাষ্ট্র
- ফাইনালে বার্সার প্রতিপক্ষ বিলবাও
- ভিসি কলিমউল্লাহ দুষলেন শিক্ষামন্ত্রীকে; ‘রুচিহীন’ বলল শিক্ষা মন্ত্রণালয়
- লিভারপুলকে হারিয়ে চারে চেলসি
- ৬ ওয়ানডে খেলেই অধিনায়ক বাভুমা, টেস্টের নেতৃত্বে এলগার
- আরেকটি শূন্য, ধোনি-সৌরভের পাশে কোহলি
- ভারতে ‘প্রেম করায়’ বাবার হাতে মেয়ের শিরশ্ছেদ
- দলের ওপর চাপ কমাতে বললেন মাশরাফি
- টিভি সূচি (শুক্রবার, ০৫ মার্চ ২০২১)