একদিনে সর্বোচ্চ সংক্রমণ, আক্রান্ত বেড়ে ৬৪৬২

দেশে এক দিনে আরও ৫৪৯ জনের মধ্যে নতুন করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬ হাজার ৪৬২ জন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 April 2020, 08:49 AM
Updated : 28 April 2020, 10:14 AM

মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যুর মধ্য দিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৫৫ জন হয়েছে।

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে গত ৮ মার্চ; তার দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু। একদিনে এত বেশি নতুন রোগী আর কখনও বাংলাদেশে শনাক্ত হয়নি।

গত এক দিনে আরও ৮ জন সুস্থ হয়ে ওঠায় এ পর্যন্ত মোট ১৩৯ জন সুস্থ হয়ে উঠেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা মঙ্গলবার দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

তিনি জানান, যারা মারা গেছেন, তাদের সবার বয়স ৬০ বছরের বেশি। তারা সবাই ঢাকার বাসিন্দা।

নতুন করে আর কোনো জেলা বা এলাকায় সংক্রমণের খবর না আসায় সর্বশেষ তথ্য অনুযায়ী এ পর্যন্ত দেশের ৬০টি জেলায় কোভিড-১৯ রোগীর সন্ধান মিলেছে।

সাতক্ষীরা, খাগড়াছড়ি, রাঙামাটি ও নাটোর জেলায় এখনও কারও মধ্যে নতুন রোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েনি বলে আগের দিনের বুলেটিনে জানানো হয়েছিল।

নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ৪ হাজার ৩৩২টি নমুনা পরীক্ষা হয়েছে। আইসোলেশনে নেওয়া হয়েছে ১১ জনকে। এখন আইসোলেশনে রয়েছেন ১ হাজার ২৪৮ জন।

সারা দেশে হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন রয়েছেন সব মিলিয়ে ১ লাখ ৮১ হাজার ৭৯৩ জন।

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য এ পর্যন্ত ৩ লাখ ৪১ হাজার ৪৪টি পিপিই মজুদ করা হয়েছে বলেও অতিরিক্ত মহাপরিচালক জানান।

 

পুরনো খবর