একদিনে সর্বোচ্চ সংক্রমণ, আক্রান্ত বেড়ে ৬৪৬২
নিজস্ব প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Apr 2020 02:49 PM BdST Updated: 28 Apr 2020 04:14 PM BdST
-
নভেল করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ঢাকার মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তররে নিয়ন্ত্রণ কক্ষ।
-
দেশে এক দিনে আরও ৫৪৯ জনের মধ্যে নতুন করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬ হাজার ৪৬২ জন।
মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যুর মধ্য দিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৫৫ জন হয়েছে।
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে গত ৮ মার্চ; তার দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু। একদিনে এত বেশি নতুন রোগী আর কখনও বাংলাদেশে শনাক্ত হয়নি।
গত এক দিনে আরও ৮ জন সুস্থ হয়ে ওঠায় এ পর্যন্ত মোট ১৩৯ জন সুস্থ হয়ে উঠেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা মঙ্গলবার দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।
তিনি জানান, যারা মারা গেছেন, তাদের সবার বয়স ৬০ বছরের বেশি। তারা সবাই ঢাকার বাসিন্দা।
নতুন করে আর কোনো জেলা বা এলাকায় সংক্রমণের খবর না আসায় সর্বশেষ তথ্য অনুযায়ী এ পর্যন্ত দেশের ৬০টি জেলায় কোভিড-১৯ রোগীর সন্ধান মিলেছে।
সাতক্ষীরা, খাগড়াছড়ি, রাঙামাটি ও নাটোর জেলায় এখনও কারও মধ্যে নতুন রোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েনি বলে আগের দিনের বুলেটিনে জানানো হয়েছিল।
নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ৪ হাজার ৩৩২টি নমুনা পরীক্ষা হয়েছে। আইসোলেশনে নেওয়া হয়েছে ১১ জনকে। এখন আইসোলেশনে রয়েছেন ১ হাজার ২৪৮ জন।
সারা দেশে হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন রয়েছেন সব মিলিয়ে ১ লাখ ৮১ হাজার ৭৯৩ জন।
চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য এ পর্যন্ত ৩ লাখ ৪১ হাজার ৪৪টি পিপিই মজুদ করা হয়েছে বলেও অতিরিক্ত মহাপরিচালক জানান।
পুরনো খবর
কোভিড-১৯: মৃত্যু ছাড়ালো দেড়শ, আক্রান্ত বেড়ে ৫৯১৩
করোনাভাইরাস: মৃত্যু বেড়ে ১৪৫, আক্রান্ত মোট ৫৪১৬
করোনাভাইরাস: বাংলাদেশে আক্রান্ত প্রায় পাঁচ হাজার
-
গ্রাহকের স্বর্ণ আত্মসাৎ: সমবায় ব্যাংকের দুই কর্মকর্তা কারাগারে
-
‘বঙ্গবন্ধু: সমাজ ও রাষ্ট্রভাবনা’ গ্রন্থের মোড়ক উন্মোচন
-
সম্পদের মিথ্যা তথ্য: এসআইর ছয় বছরের কারাদণ্ড
-
ওয়ারীতে নিজেদের ঘরে শিশুর গলাকাটা লাশ
-
বিমানের ১৭ সিবিএ নেতার বিরুদ্ধে তদন্তের নথি দেখবে হাই কোর্ট
-
কোভিড-১৯: সিএমএইচকে স্বাধীনতা পদক দেওয়ার সুপারিশ
-
আসল দলিলের লেখা মুছে তৈরি হয় জাল দলিল
-
রেলে বড় নিয়োগ আসছে: মন্ত্রী
সর্বাধিক পঠিত
- বদলি করা হল চট্টগ্রামের মানবিক পুলিশ ইউনিটের শওকতকে
- ছক্কার রেকর্ডে রোহিতকে ছাড়িয়ে গাপটিল
- পৃথ্বী ১৫২ বলে ২২৭, রেকর্ডের ছড়াছড়ি
- যেভাবে গ্রাহকের টাকা হাতিয়েছিলেন এক ব্যাংক কর্মকর্তা
- ‘ওভারনাইট বান্দরবান পাঠিয়ে দেব’ বন্ধ চায় সংসদীয় কমিটি
- দেশে ফিরে হুইল চেয়ারে চড়ে গাড়িতে উঠলেন ফখরুল
- পদ্মায় রেল সংযোগ: চীনা ঠিকাদারের কথা উড়িয়ে দিলেন রেলমন্ত্রী
- স্পিন স্বর্গে ২ দিনেই ইংল্যান্ডকে হারাল ভারত
- মেসির সিদ্ধান্তকে স্বাগত জানাব: মাসচেরানো
- ইংল্যান্ড বাদ, ড্র করলেই ফাইনালে ভারত