একদিনেই ৫ শতাধিক নতুন রোগী, মৃত্যু বেড়ে ১৩১

দেশে এক দিনে আরও ৫০৩ জনের মধ্যে নতুন করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪৬৮৯ জন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2020, 08:46 AM
Updated : 25 April 2020, 07:11 AM

শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যুর মধ্য দিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৩১ জন হয়েছে।

গত এক দিনে আরও ৪ জন সুস্থ হয়ে ওঠায় এ পর্যন্ত মোট ১১২ জন সুস্থ হয়ে উঠেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা শুক্রবার দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, “আমরা একটু আশার আলো দেখছি যে মৃত্যুর সংখ্যা কমেছে। চারজন মারা গেছেন, যাদের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে। তাদের সবাই ঢাকার।”

গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৮৬টি নমুনা পরীক্ষা হয়েছে জানিয়ে তিনি বলেন, এটি আগের দিনের চেয়ে ৭ দশমিক ৯ শতাংশ বেশি। এখন পর্যন্ত দেশে ৩৯ হাজার ৭৭৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ১২৩ জনকে আইসোলেশনে নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, বর্তমানে আইসোলেশনে আছেন ৯৯৫ জন। ২৪ ঘণ্টায় ২৮ জন এবং এখন পর্যন্ত ৬৬২ জন আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন।

গত এক দিনে কোয়ারেন্টিনে গেছেন ৩ হাজার ৬৯৬ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে ১ লাখ ৭১ হাজার ৮৪৬ জনকে। কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ৮৯ হাজার ১১২ জন। বর্তমানে হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৮২ হাজার ৭৩৪ জন।

সারাদেশের ৬০১টি প্রতিষ্ঠানকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য তৈরি রাখা হয়েছে বলে সংবাদ বুলেটিনে জানান অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

 

পুরনো খবর