কোভিড-১৯: দেশে আরও ২৮ মৃত্যু

দেশে নতুন করোনাভাইরাসে আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৭৬৪ জন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2020, 08:44 AM
Updated : 31 May 2020, 02:32 AM

কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে শনিবার নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা সবশেষ এই তথ্য তুলে ধরেন।

শুক্রবার একদিনে রেকর্ড ২ হাজার ৫২৩ রোগী শনাক্তের খবর দিয়েছিলেন তিনি। সেদিন মৃত্যু হয়েছিল ২৩ জনের।

শনিবার ২৮ জনের মৃত্যুর দেশে একদিনের হিসেবে সর্বাধিক। দেশে একদিনে ২৮ জন কোভিড-১৯ রোগীর মৃত্যু আগেও একবার ঘটেছিল।

বুলেটিনে জানানো হয়, গত এক দিনে দেশের ৫০টি ল্যাবে ৯ হাজার ৯৮৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

আগের দিন ৪৯টি ল্যাবে ১১ হাজার ৩০১টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। অর্থাৎ শনিবার নমুনা পরীক্ষা দেড় হাজারের মতো কম হয়েছে।

শনিবার পর্যন্ত দেশে নমুনা পরীক্ষা হয়েছে ২ লাখ ৯৭ হাজার ৫৪টি।

নতুন করে ১ হাজার ৭৬৪ রোগী শনাক্ত হওয়ার মধ্য দিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ হাজার ৬০৮ জনে।

আর মৃতের সংখ্যায় ২৮ জন যোগ হওয়ায় মোট মৃত্যু বেড়ে হয়েছে ৬১০ জন। গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে ২৫ জন পুরুষ এবং তিনজন নারী।

সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৬০ জন। সব মিলিয়ে এ পর্যন্ত মোট ৯ হাজার ৩৭৫ জন সুস্থ হয়ে উঠলেন।

নাসিমা সুলতানা জানান, শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ০২ শতাংশ, মৃত্যুর হার ১ দশমিক ৩৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে দুজনের বয়স ছিল ৮০ বছরের বেশি। এছাড়া ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৬ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৯ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৪ জন মারা যান।

এলাকাভিত্তিক বিশ্লেষণে নাসিমা সুলতানা জানান, মৃতদের মধ্যে ঢাকা মহানগরীর ১০ জন, ঢাকা মহানগরীর বাইরে ঢাকা জেলার বিভিন্ন এলাকার ১ জন, নারায়ণগঞ্জের ১ জন, মুন্সিগঞ্জের ১ জন, গাজীপুরের ১ জন, ফরিদপুরের ২ জন, নরসিংদীর ২ জন, চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার ২ জন, সিটি করপোরেশনের বাইরে চট্টগ্রাম জেলায় ১ জন, কক্সবাজারের ২ জন, কুমিল্লার ২ জন, রংপুরের ১ জন, পঞ্চগড়ের ১ জন ও সিলেটের ১ জন।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে আনা হয়েছে ৪৬৯ জনকে। বর্তমানে সারা দেশে আইসোলেশনে রয়েছেন ৫ হাজার ৫২৯ জন রোগী।

পুরনো খবর