কোভিড-১৯: এক দিনে রেকর্ড আড়াই হাজার রোগী শনাক্ত
নিজস্ব প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 29 May 2020 02:41 PM BdST Updated: 29 May 2020 07:03 PM BdST
-
কোভিড-১৯ রোগীদের জন্য বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে ২ হাজার শয্যার অস্থায়ী হাসপাতাল
এক দিনে রেকর্ড ২ হাজার ৫২৩ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় দেশে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪২ হাজার ৮৪৪ জন।
Related Stories
শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এ রোগে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে; বাংলাদেশে নতুন করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৮২ জন।
সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সুস্থ হয়েছেন আরও ৫৯০ জন। সব মিলে এ পর্যন্ত মোট ৯ হাজার ১৫ জন সুস্থ হয়ে উঠলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা শুক্রবার দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।
তিনি বলেন, গত একদিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ১৯ জন পুরুষ, ৪ জন নারী।
তাদের মধ্যে ৪ জন ঢাকা মহানগরীর, ১ জন ঢাকা জেলার, ২ জন নারায়ণগঞ্জের, ১ জন মুন্সিগঞ্জের, ১ জন মানিকগঞ্জের, ১ জন কিশোরগঞ্জের, ৬ জন চট্টগ্রাম সিটি করপোরেশনের, ১ জন কুমিল্লার, ১ জন ব্রাহ্মণবাড়িয়ার, ১ জন ফেনীর, ২ জন রংপুর জেলার; ১ জন ভোলার এবং ১ জন সিলেট জেলার বাসিন্দা ছিলেন।
এই ২৩ জনের মধ্যে একজনের বয়স ছিল ৮০ বছরের বেশি। এছাড়া ২ জনের বয়স ছিল ৭১ থেকে ৮০ বছরের মধ্যে, ৬ জনের বয়স ছিল ৬১ থেকে ৭০ বছরের মধ্যে, ৫ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ৫ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, ২ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে, ১ জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে এবং ১ জনের বয়স ছিল ১১ থেকে ২০ বছরের মধ্যে।
অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ০৪ শতাংশ, মৃত্যুর হার ১ দশমিক ৩৬ শতাংশ।
গত এক দিনে আইসোলেশনে নেওয়া হয়েছে ৩২৮ জনকে। বর্তমানে সারা দেশে আইসোলেশনে রয়েছেন ৫ হাজার ১৪০ জন।
গত ২৪ ঘণ্টায় হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আনা হয়েছে ৪ হাজার ৯০০ জনকে। সারা দেশে এখন ৬০ হাজার ২৭৫ জন কোয়ারেন্টিনে আছেন।
বুলেটিনে জানানো হয়, দেশের ৪৯টি ল্যাবে গত এক দিনে ১১ হাজার ৩০১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত দেশে নমুনা পরীক্ষা হয়েছে ২ লাখ ৭৫ হাজার ৭৭৬টি।
তবে এর বাইরেও আক্রান্ত অনেকে পরীক্ষার বাইরে রয়েছেন বলে স্বাস্থ্য বিশেষজ্ঞদের ধারণা।
পুরনো খবর
করোনাভাইরাস: দেশে আরও ২২ মৃত্যু, নতুন শনাক্ত দেড় হাজার রোগী
করোনাভাইরাস: মৃত্যু বেড়ে ৫২২, আক্রান্ত ৩৬,৭৫১
কোভিড-১৯: ঈদের আগের দিন এল সর্বোচ্চ মৃত্যুর খবর
কোভিড-১৯: দেশে রেকর্ড সংক্রমণের মধ্যে আরও ২০ মৃত্যু
রেকর্ড মৃত্যুর দিনে শনাক্ত রোগীর সংখ্যা ছাড়াল ৩০ হাজার
করোনাভাইরাস: শনাক্ত রোগী বেড়ে ২৬৭৩৮, মৃত্যু ৩৮৬
কোভিড-১৯: শনাক্ত রোগী ২৫ হাজার ছাড়াল
কোভিড-১৯: রেকর্ড রোগী শনাক্তের দিনে মৃত্যুও সর্বাধিক
করোনাভাইরাস: এক দিনে রেকর্ড ১২৭৩ রোগী শনাক্ত
করোনাভাইরাস: মৃত্যু ছাড়ালো তিনশ, আক্রান্ত প্রায় ২১ হাজার
রেকর্ড রোগী শনাক্তের দিনে আক্রান্ত ছাড়াল ২০ হাজার
কোভিড-১৯: রেকর্ড মৃত্যুর দিনে সর্বাধিক রোগী শনাক্ত
কোভিড-১৯: দেশে মৃত্যু বেড়ে ২৫০
কোভিড-১৯: এক দিনেই শনাক্ত হাজারের বেশি রোগী
এক দিনে ১৪ মৃত্যু, রেকর্ড ৮৮৭ রোগী শনাক্ত
করোনাভাইরাস: মৃত্যু বেড়ে ২১৪, আক্রান্ত ১৩৭৭০
আক্রান্ত ছাড়াল ১৩ হাজার, মৃত্যু বেড়ে ২০৬
করোনাভাইরাসে এক দিনেই ১৩ জনের মৃত্যু
করোনাভাইরাস: আক্রান্ত প্রায় সাড়ে ১২ হাজার
করোনাভাইরাস: আক্রান্ত বেড়ে ১১,৭১৯
একদিনেই ৭৮৬ রোগী শনাক্ত, আক্রান্ত প্রায় ১১ হাজার
করোনাভাইরাস: আক্রান্ত ছাড়াল ১০ হাজার
একদিনে রেকর্ড ৬৬৫ রোগী শনাক্ত, আক্রান্ত বেড়ে ৯৪৫৫
করোনাভাইরাস: আক্রান্ত বেড়ে ৮৭৯০, মৃত্যু ১৭৫ জনের
আক্রান্ত আট হাজার ছাড়ালো, মৃত্যু বেড়ে ১৭০
করোনাভাইরাস: আক্রান্ত বেড়ে ৭৬৬৭, মৃত্যু বেড়ে ১৬৮
কোভিড-১৯: রেকর্ড সংক্রমণের দিনে আক্রান্ত ছাড়ালো ৭ হাজার
একদিনে সর্বোচ্চ সংক্রমণ, আক্রান্ত বেড়ে ৬৪৬২
কোভিড-১৯: মৃত্যু ছাড়ালো দেড়শ, আক্রান্ত বেড়ে ৫৯১৩
করোনাভাইরাস: মৃত্যু বেড়ে ১৪৫, আক্রান্ত মোট ৫৪১৬
করোনাভাইরাস: বাংলাদেশে আক্রান্ত প্রায় পাঁচ হাজার
একদিনেই ৫ শতাধিক নতুন রোগী, মৃত্যু বেড়ে ১৩১
কোভিড-১৯: আক্রান্ত বেড়ে ৪১৮৬, মৃত্যু ১২৭ জনের
-
বিমানবন্দরে চাকরি দেওয়ার নামে প্রতারণায় ৩ জন গ্রেপ্তার
-
পি কে হালদারের আইনজীবী ও তার মেয়ে রিমান্ডে
-
ভারতের উপহারের টিকা বুঝে নিলেন দুই মন্ত্রী
-
আদালতে নিরাপত্তা চাইলেন ভেড়ামারার সেই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা
-
চুরি-ডাকাতি রোধে ঢাকায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩৪
-
পিএসসির নতুন সদস্য অধ্যাপক উত্তম কুমার
-
৪৩তম বিসিএস: আবেদনের সময় বাড়াতে ইউজিসির চিঠি
-
বৃদ্ধাকে নির্যাতন: সেই গৃহকর্মী গ্রেপ্তার
-
করোনাভাইরাসে সাংবাদিকের মৃত্যু
-
অর্থপাচার ঠেকানোর দায়িত্বে কেন্দ্রীয় ব্যাংকের কারা কারা ছিল, তালিকা চাইল হাই কোর্ট
-
সম্ভব হলে সবার আগেই টিকা নেব: অর্থমন্ত্রী
-
টিকা উপহার ভারতের সঙ্গে শক্তিশালী সম্পর্কের পরিচয়: পররাষ্ট্রমন্ত্রী
-
কামরাঙ্গীরচরে উচ্ছেদ অভিযানে ভাঙা পড়ল ৫ তলা বাড়ি
-
বিমানবন্দরে চাকরি দেওয়ার নামে প্রতারণায় ৩ জন গ্রেপ্তার
সর্বাধিক পঠিত
- ভারতের সেরাম ইনস্টিটিউটে অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু
- বাইডেনের জন্য ট্রাম্পের চিঠি
- তামিমকে ১ বছর পর বিচার করতে বললেন সাকিব
- ইতিহাসের সর্বোচ্চ গোলের মালিক এখন শুধুই রোনালদো
- তৃতীয় সারির দলের বিপক্ষে হেরে বিদায় রিয়ালের
- ৪৪ বছর বয়সে মাঠে ফিরে দিলশানের চমক
- এমন অভিষেক আগে দেখেনি কেউ
- রেকর্ড গড়া অভিষেকেও আকিল হোসেনের আক্ষেপ
- ‘আসল দল আসছে’ ভারতকে পিটারসেনের হুঁশিয়ারি
- আমেরিকাকে ডুবিয়ে বিদায় হলেন ট্রাম্প