করোনাভাইরাস: বাংলাদেশে আক্রান্ত প্রায় পাঁচ হাজার
জ্যেষ্ঠ প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Apr 2020 02:44 PM BdST Updated: 26 Apr 2020 02:55 PM BdST
-
-
-
ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের বহির্বিভাগে সর্দি, কাশি, হাঁচি ও জ্বর নিয়ে আসা রোগীদের জন্য আলাদা ব্যবস্থা।
বাংলাদেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়ার পর ৪৯তম দিনে এসে নতুন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা পাঁচ হাজারের ঘর স্পর্শ করেছে প্রায়।
শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ৩০৯ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় আক্রান্তের মোট সংখ্যা বেড়ে হয়েছে ৪ হাজার ৯৯৮ জন।
এই সময়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে, বাংলাদেশে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে ১৪০ জন হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে শনিবার দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম তিনজন রোগী শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল গত ৮ মার্চ; তার দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু।
গত এক দিনে নতুন করে একজনের সুস্থ হয়ে ওঠার খবর এসেছে। এ পর্যন্ত মোট ১১৩ জন সুস্থ হয়ে উঠেছেন।
সংবাদ সম্মেলনে নাসিমা সুলতানা জানান, আগের দিন শুক্রবার ছিল বলে দুয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা হয়নি এবং সেই রিপোর্টও স্বাস্থ্য অধিদপ্তর পায়নি।
গত ২৪ ঘণ্টায় ৩৪২২টি নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ৩ হাজার ৩৩৭টি নমুনা পরীক্ষা করে নতুন ৩০৯ জনের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।
যার মারা গেছেন, তাদের মধ্যে ৫ জন নারী এবং ৪ জন পুরুষ। সাতজনের বয়স সত্তরের বেশি। বাকি একজন ষাটোর্ধ্ব এবং একজন পঞ্চাশোর্ধ্ব।
মৃতদের মধ্যে ৩ জন ঢাকার। এছাড়া নারায়ণগঞ্জে ২ জন, টাঙ্গাইলে ১ জন, ময়মনসিংহে ১ জন, মাদারীপুরে ১ জন, জয়পুরহাটে একজন মারা গেছেন মারা গেছেন।
পুরনো খবর
-
গ্রাহকের স্বর্ণ আত্মসাৎ: সমবায় ব্যাংকের দুই কর্মকর্তা কারাগারে
-
‘বঙ্গবন্ধু: সমাজ ও রাষ্ট্রভাবনা’ গ্রন্থের মোড়ক উন্মোচন
-
সম্পদের মিথ্যা তথ্য: এসআইর ছয় বছরের কারাদণ্ড
-
ওয়ারীতে নিজেদের ঘরে শিশুর গলাকাটা লাশ
-
বিমানের ১৭ সিবিএ নেতার বিরুদ্ধে তদন্তের নথি দেখবে হাই কোর্ট
-
কোভিড-১৯: সিএমএইচকে স্বাধীনতা পদক দেওয়ার সুপারিশ
-
আসল দলিলের লেখা মুছে তৈরি হয় জাল দলিল
-
রেলে বড় নিয়োগ আসছে: মন্ত্রী
সর্বাধিক পঠিত
- বদলি করা হল চট্টগ্রামের মানবিক পুলিশ ইউনিটের শওকতকে
- ছক্কার রেকর্ডে রোহিতকে ছাড়িয়ে গাপটিল
- পৃথ্বী ১৫২ বলে ২২৭, রেকর্ডের ছড়াছড়ি
- যেভাবে গ্রাহকের টাকা হাতিয়েছিলেন এক ব্যাংক কর্মকর্তা
- ‘ওভারনাইট বান্দরবান পাঠিয়ে দেব’ বন্ধ চায় সংসদীয় কমিটি
- দেশে ফিরে হুইল চেয়ারে চড়ে গাড়িতে উঠলেন ফখরুল
- পদ্মায় রেল সংযোগ: চীনা ঠিকাদারের কথা উড়িয়ে দিলেন রেলমন্ত্রী
- স্পিন স্বর্গে ২ দিনেই ইংল্যান্ডকে হারাল ভারত
- মেসির সিদ্ধান্তকে স্বাগত জানাব: মাসচেরানো
- ইংল্যান্ড বাদ, ড্র করলেই ফাইনালে ভারত