করোনাভাইরাস: আক্রান্ত বেড়ে ১১,৭১৯

দেশে এক দিনে রেকর্ড ৭৯০ জনের মধ্যে নতুন করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১১ হাজার ৭১৯ জন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2020, 08:52 AM
Updated : 6 May 2020, 11:27 AM

বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যুর মধ্য দিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৮৬ জন হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা বুধবার দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে গত ৮ মার্চ; তার দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু। একদিনে এত বেশি নতুন রোগী আর কখনও বাংলাদেশে শনাক্ত হয়নি।

আক্রান্তদের মধ্যে মোট কতজন গত এক দিনে সুস্থ হয়েছেন, সে তথ্য বুলেটিনে জানানো হয়নি। মঙ্গলবার পর্যন্ত ১ হাজার ৪০২ জনের সুস্থতার তথ্য স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছিল।

অধ্যাপক নাসিমা বলেন, গত এক দিনে যে তিনজন মারা গেছেন, তাদের দুইজন পুরুষ, একজন নারী। দুইজন ঢাকার, একজন ঢাকার বাইরের। দুই জনের বয়স ৬০ বছরের বেশি, একজনের ৪১ থেকে ৫০ বছরের মধ্যে।

গত এক দিনে নতুন করে ১৮৪ জনকে আইসোলেশনে নেওয়া হয়েছে। বর্তমানে আইসোলেশনে আছেন মোট এক হাজার ৭৯৪ জন।

এছাড়া মোট তিন হাজার ৮৮৯ জন হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন বলে বুলেটিনে জানানো হয়।

 

পুরনো খবর