ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে বেলা ১২টা পর্যন্ত ২০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা চলবে।
Published : 26 Apr 2024, 11:06 AM
সরকারি চাকরিতে নিয়োগের ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় বসেছে সোয়া তিন লাখ পরীক্ষার্থী।
শুক্রবার সকাল ১০টায় দেশের আটটি বিভাগীয় শহরের ২১৫টি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়। বেলা ১২টা পর্যন্ত ২০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা চলবে।
তিন হাজার ১৪০ পদের বিপরীতে এই পরীক্ষায় অংশ নিতে ৩ লাখ ২৫ হাজার ৬০৮ জন চাকরিপ্রত্যাশী আবেদন করেছিলেন।
ঢাকার কেন্দ্রগুলোর সামনে সকাল সাড়ে ৮টা থেকেই পরীক্ষার্থীদের ভিড় জমতে দেখা যায়।
রেসিডেন্সিয়াল মডেল কলেজ কেন্দ্রে দেখা যায়, পরীক্ষার্থীদের প্রবেশপত্র ও কলম নিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে।
উত্তরা থেকে এই কেন্দ্রে পরীক্ষা দিতে আসা সবুজ আফ্রাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরীক্ষার টেনশন আর রাস্তার ঝামেলা এড়াতে আগেভাগেই কেন্দ্রে এসেছেন তিনি।
“আজকে রাস্তায় জ্যাম থাকবে, সেটা আগে থেকেই জানতাম। তাই কোনো রিস্ক না নিয়ে আগেভাগে বের হইছি। ৮টায় কেন্দ্রে পৌঁছেছি।”
এ কেন্দ্রের আরেক পরীক্ষার্থী সুমাইয়া ইসলাম জানান, গরমের কারণে এই পরীক্ষা ঠিক সময়ে হবে কিনা তা নিয়ে তিনি সন্দিহান ছিলেন।
“স্কুল-কলেজ বন্ধ করে দেওয়ার পরে ভাবছিলাম পরীক্ষাও পিছাবে। কিন্তু একই সময়ে হচ্ছে। একবার পেছানোর কারণে মনে হয় সময় আর পরিবর্তন করেনি।”
রাজধানীর বকশীবাজারের বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ কেন্দ্রের সামনের রাস্তায় সকাল ৯টার দিকে পরীক্ষার্থীদের লম্বা লাইন দেখা যায়। সোয়া ৯টার দিকে পরীক্ষার্থীদের চাপ কমতে থাকে।
বকশীবাজারের এই কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেবল প্রবেশপত্র ও কলম নিয়ে পরীক্ষার্থীদের কেন্দ্রে ঢুকতে দিয়েছেন। এমনকি স্বচ্ছ ফাইল নিয়েও কাউকে ঢুকতে দেওয়া হয়নি।
যারা ব্যাগ, ফাইল, মোবাইল, ক্যালকুলেটর নিয়ে এসেছেন, তাদের বাইরে এসব জমা রেখে কেন্দ্রে ঢুকতে হয়েছে।
সকাল সাড়ে ৯টায় পর্যন্ত কেন্দ্রে প্রবেশ করতে পেরেছেন পরীক্ষার্থীরা।
শেষ সময়ে কেন্দ্রে প্রবেশ করা ওয়ারীর পাভেল হোসেন জানান, রাস্তায় যানজটে পড়তে হয়েছে।
“হাতে অনেকটা সময় নিয়ে বের হইছি। কিন্তু এই এলাকায় আসার পর গাড়িই নড়ছিল না। পরে হেঁটে আসলাম। কেন্দ্রে ঢুকার লাইনেও অনেক সময় নষ্ট হল। আরেকটু আগে ঢুকতে পারলে স্বস্তি লাগত।”
আগের সিদ্ধান্ত অনুযায়ী, সকাল সাড়ে ৯টার পর কেন্দ্রে কাউকে ঢুকতে দেওয়া হবে না বলে মাইকে ঘোষণা করা হচ্ছিল। সাড়ে ৯টায় কেন্দ্রের গেইট বন্ধ হয়ে যেতে দেখা যায়।
এরপর বেশ কয়েকজন পরীক্ষার্থী কেন্দ্রে আসলেও তারা ঢুকতে পারেননি। তারা গেইট খোলার অনুরোধ জানালেও কেউ তাতে সাড়া দেননি।
যারা দেরিতে এসেছেন তাদের একজন তাসলিমা জাহান জানান, যানজটের কারণে তার পৌঁছাতে দেরি হয়েছে।
“রাস্তায় এত জ্যাম ছিল কিভাবে আসব? ঢাকায় এত জ্যাম থাকে সবাই জানে, সেক্ষেত্রে ৫-৭ মিনিট কি তারা ছাড় দিতে পারত না?”
হতাশ হয়ে তিনি বলছিলেন, “অনেক আশা নিয়ে আসছিলাম। কিন্তু সব মাটি হয়ে গেল। জীবনের একটা বড় পরীক্ষা মিস করলাম।”
প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা যাবে শূন্য দশমিক ৫০ নম্বর
পরীক্ষার্থীদের দুই ঘণ্টায় এমসিকিউ পদ্ধতিতে ২০০ নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য এক নম্বর পাবেন পরীক্ষার্থী এবং প্রতিটি ভুল উত্তরের জন্য মোট প্রাপ্ত নম্বর থেকে শূন্য দশমিক ৫০ নম্বর কাটা যাবে।
দৃষ্টি প্রতিবন্ধী প্রার্থীদের জন্য শ্রুতিলেখকদের ক্ষেত্রে প্রতি ঘণ্টার পরীক্ষার জন্য ১০ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হবে এবং অন্যান্য প্রতিবন্ধীদের ক্ষেত্রে প্রতি ঘণ্টায় পরীক্ষার জন্য ৫ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হবে।
গত ৯ মার্চ ৪৬তম বিসিএসের প্রিলিনারি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করলেও একই দিনে ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন থাকায় এ পরীক্ষা দেড় মাস পিছিয়ে দেওয়া হয়।
সরকারি চাকরিতে তিন হাজার ১৪০ জনকে নিয়োগ দিতে গত বছরের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন।
পরে ১০ ডিসেম্বর আবেদন গ্রহণ শুরু হয়। এবার সোয়া ৩ লাখের বেশি চাকরিপ্রত্যাশী প্রিলিমিনারি পরীক্ষায় বসতে আবেদন করেছেন।
এই বিসিএসের মাধ্যমে সাধারণ ক্যাডারে ৪৮৯ জন, প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারে ২ হাজার ৭৪ জন (সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন, সহকারি ডেন্টাল সার্জন ১৬ জন, সহকারি প্রকৌশলী ৬৫ জন) ও সাধারণ শিক্ষায় ৫২০ জন ও কারিগরি শিক্ষায় ৫৭ জন সরকারি চাকরিতে নিয়োগ পাবেন।