রাজস্থানের নেতৃত্বে পারাগ, প্রথম তিন ম্যাচে ‘শুধুই ব্যাটসম্যান’ স্যামসন
এবারের আইপিএলের প্রথম তিন ম্যাচে শুধু ব্যাটসম্যান হিসেবেই খেলবেন সাঞ্জু স্যামসন, করবেন না কিপিং বা ফিল্ডিং, ১৪ কোটি রুপিতে ধরে রাখা রিয়ান পারাগ এই সময় নেতৃত্ব রাজস্থান রয়্যালসকে।