পাকিস্তান ক্রিকেট
এহসান মানির মতে, সাবেক ক্রিকেটাররা নিজেদের লক্ষ্য পূরণের জন্য নানা কথা বলছেন।
Published : 15 Mar 2025, 09:11 PM
পাকিস্তান ক্রিকেট নিয়ে শাহিদ আফ্রিদির মন্তব্য একদমই পছন্দ হয়নি এহসান মানির। আইসিসি ও পিসিবির সাবেক প্রধান একরকম সমালোচনার সুরেই বলেছেন, সাবেক ক্রিকেটাররা নিজেদের লক্ষ্য পূরণের জন্য নানা কথা বলছেন।
চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া পাকিস্তান দল নিয়ে আলোচনা-সমালোচনা চলছেই। সেই ধারাবাহিকতায় সম্প্রতি বিস্ফোরক এক মন্তব্য করে বসেন আফ্রিদি। তার দাবি, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বর্তমান চেয়ারম্যান মহসিন নাকভি ক্রিকেট সম্পর্কে কিছুই জানেন না। আর এটা নাকি নাকভি নিজেই স্বীকার করেছেন আফ্রিদির কাছে।
এরপর পাকিস্তান ক্রিকেটকে মৃত্যুর সঙ্গে লড়াই করা আইসিইউ রোগীদের সঙ্গেও তুলনা করেন আফ্রিদি।
“আমরা সবসময় প্রস্তুতি নিয়ে কথা বলি, আর যখন কোনো আইসিসি আসর আসে, সেখানে বাজে খেলি। এরপর অস্ত্রোপচারের কথা চলে (আলোচনা চলে পুনর্গঠন নিয়ে)। সত্যি কথা হলো, ভুল সিদ্ধান্তের কারণে পাকিস্তান ক্রিকেট এখন আইসিইউতে।”
আফ্রিদির এসব মন্তব্য পছন্দ হয়নি মানির। তার কাছে, এমন সমালোচনার কোনো ভিত্তি নেই।
“শাহিদ আফ্রিদি বা অন্য কেউ কী বলছে, সে সবকে আমি তেমন গুরুত্ব দেই না। তাদের ব্যক্তিগত এজেন্ডা আছে কিংবা অন্য কারণও থাকতে পারে। তাই আমি সেই আলাপে যাব না। এসব নিয়ে আমার কোনো মন্তব্য নেই। আমি শুধু এটুকুই বলব, নেতৃত্ব আসতে হবে পিসিবির চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের কাছ থেকে।”
চ্যাম্পিয়ন্স ট্রফির ‘এলোমেলো’ আয়োজন নিয়ে আইসিসিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন মানি।
“যেভাবে টুর্নামেন্টটি আয়োজন করা হয়েছে, খুবই হতাশাজনক। এর দায় আইসিসির। যখন তারা ভারত ও পাকিস্তানকে টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব দিয়েছিল, দুই দেশের মধ্যে বর্তমান সম্পর্কের কথা জেনেই, তখন টুর্নামেন্ট শুরু হওয়ার অনেক আগেই আসর নিয়ে যে ইস্যুগুলো উঠেছিল, তা ঠিকঠাক করার দায়িত্ব পুরোপুরি আইসিসির ছিল।”
“কিন্তু শেষ মুহূর্তের জন্য এসব ফেলে রাখা হয়েছিল। আরও অনেক আগে এসব নিয়ে আলোচনায় না বসা আইসিসি ভুল ছিল। উভয় বোর্ডের সঙ্গে আলোচনা করে আইসিসির উচিত ছিল সমস্যার সমাধান করা, পিসিবি বা বিসিসিআইয়ের মতো করে সমাধান নয়।”