এ ছাড়া বাজার সিন্ডিকেট ভেঙে দিয়ে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনার দাবি জানান জোটের নেতারা।
Published : 19 Apr 2025, 05:47 PM
সয়াবিন তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট।
এ ছাড়া গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির পাঁয়তারা বন্ধ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি এবং বাজার সিন্ডিকেট ভেঙে দিয়ে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনার দাবি জানিয়েছে সংগঠনটি।
শনিবার দুপুর ১২টায় শহরের ১ নম্বর রেল গেইট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক ঘুরে আগের স্থানে গিয়ে শেষ হয়।
মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক ও কমিউনিস্ট পার্টির জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল সভাপতিত্ব করেন।
এ সময় গাইবান্ধা জেলা বাসদের (মার্কসবাদী) আহ্বায়ক কমরেড আহসানুল হাবীব সাঈদ, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক রেবতী বর্মন, বাসদ জেলা সদস্যসচিব সুকুমার মোদক, সিপিবির জেলা সহকারী সাধারণ সম্পাদক মুরাদ জামান রব্বানী, বাসদের (মার্কসবাদী) সদস্য নিলুফার ইয়াসমিন শিল্পী, আফরুজা বেগম এবং আব্দুল্লাহ বক্তব্য দেন।
আহসানুল হাবীব সাঈদ বলেন, “যে সময় সাধারণ মানুষের আয় কমেছে, সেই সময় সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত জনজীবনে চরম দুর্ভোগ সৃষ্টি করবে। সেইসঙ্গে শিল্পে গ্যাসের মূল্যবৃদ্ধিতে পণ্যমূল্য বাড়বে; যা জনগণের উপরই পড়বে।
“বর্তমান অন্তর্বর্তী সরকার বিদ্যুতের দাম বৃদ্ধির পাঁয়তারা করছে। পেঁয়াজের দাম ইতোমধ্যে বাড়তে শুরু করেছে। বাজার সিন্ডিকেট ভেঙে দিয়ে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করতে না পারলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে।”
অবিলম্বে সয়াবিন তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানান বাম গণতান্ত্রিক জোটের এই নেতা।