অস্ত্রের মুখে ডাকাতরা ঘরের আলমিরা ভেঙে দেড় লাখ টাকা ও ১০ থেকে ১২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে বলে দাবি ভুক্তভোগীর।
Published : 21 Apr 2025, 01:08 PM
গেল কয়েকদিন ঢাকার দোহার উপজেলায় একাধিক ডাকাতির ঘটনা ঘটেছে। আগের ঘটনার ধরনের মতোই এবার নবাবগঞ্জ উপজেলায় এক চিকিৎসকের বাড়িতে ডাকাতি হয়েছে।
ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের আলমিরা ভেঙে প্রায় দেড় লাখ টাকা ও ১০ থেকে ১২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে বলে দাবি ভুক্তভোগীর।
সোমবার ভোরে উপজেলার বাহ্রা ইউনিয়নের বলমন্তচর এলাকায় ডা. রফিকুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানান নবাবগঞ্জ থানার ওসি মো. মমিনুল ইসলাম।
রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোর আনুমানিক ৪টার দিকে সাত থেকে আটজনের ডাকাতদল বাসার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা অস্ত্রের মুখে আমাকেসহ আমার স্ত্রী, ছেলে ও শাশুড়িকে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে ফেলে।
“ডাকাতদের একজন আমার ছেলের গলায় অস্ত্র ধরে ও বিভিন্ন ঘরের আলমিরা ভেঙে নগদ প্রায় দেড় লাখ টাকা ও ১০ থেকে ১২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। তবে কাউকে আঘাত করে নাই।”
ডাকাতরা মুখ ঢেকে শুধু হাফপ্যান্ট পরে আসায় কাউকে চিনতে পারেননি বলে জানান রফিকুল ইসলাম।
স্থানীয়রা জানান, দোহারের মতো নবাবগঞ্জেও দিন দিন ডাকাতি বেড়েই চলছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। প্রত্যেক রাতেই ভয় ও উৎকণ্ঠার মধ্যে থাকতে হয় তাদের।
ওসি মমিনুল ইসলাম বলেন, গেল কয়েকদিনে দোহারে একাধিক ডাকাতির ঘটনা ঘটেছে। দোহারে যেভাবে ডাকাতি হয়েছে, নবাবগঞ্জের ওই চিকিৎসকের বাড়িতেও একইভাবে ডাকাতির হয়েছে।
সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ করেনি।
অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।