১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২
মূল্যবৃদ্ধির কারণ হিসেবে কর অব্যাহতি সুবিধা প্রত্যাহারের কথা তুলে ধরেছেন বাণিজ্য উপদেষ্টা।
“সবজি-মশলার এত কম দাম কয়েক বছর দেখিনি।”
“সাড়ে ৬ হাজার টাকার সয়াবিন তেল পাইলাম ১৩ হাজার টাকার মাল কিনে। না হয় মাল দিবে না, কী করুম? এই যে সাড়ে ৬ হাজার টাকার মুদি মাল দিল, আমার চালান তো আইটকা গেল,” বলেন এক দোকানি।
ওই দোকানে খুচরা বিক্রেতাদের কাছে গায়ের দামের চেয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রি করছিল। এছাড়া শিল্পে ব্যবহারের রং খাবারের বলে বিক্রি করছিল।
সদর উপজেলার জগত বাজারের এই অভিযান চালানো হয়।
বাজারে বোতলের সয়াবিন তেলের সংকটের শুরু গত ডিসেম্বরে, তখন দাম বাড়ালেও সরবরাহ স্বাভাবিক হয়নি।
বাধ্য হয়েই স্বাস্থ্যঝুঁকি ও অতৃপ্তি নিয়ে খোলা সয়াবিন তেল কিনে চাহিদা মেটানোর চেষ্টা করছেন গ্রাহকরা।
মেয়র বলেন, “যতই বেশি দামে কিনুক না কেন, যে রেট ধার্য করে দিয়েছি সে রেটে বিক্রি করতে হবে। অন্যথায় আইন নিজস্ব গতিতে চলবে।”