ওই দোকানে খুচরা বিক্রেতাদের কাছে গায়ের দামের চেয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রি করছিল। এছাড়া শিল্পে ব্যবহারের রং খাবারের বলে বিক্রি করছিল।
Published : 11 Mar 2025, 08:36 PM
বেশি দামে সয়াবিন তেল বিক্রি এবং শিল্পে ব্যবহারের রং খাবারের বলে বিক্রি করায় চট্টগ্রামে এক দোকানকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার নগরীর নতুন চাক্তাই এলাকার শহীদ অ্যান্ড ব্রাদার্সকে এ জরিমানা করে অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক ফয়েজ উল্লাহর নেতৃত্বাধীন দল।
অধিদপ্তরের সহকারী পরিচালক আনিছুর রহমান বলেন, ওই দোকানে খুচরা বিক্রেতাদের কাছে গায়ের দামের চেয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রি করছিল। এছাড়া শিল্পে ব্যবহারের রং খাবারের বলে বিক্রি করছিল। এ অপরাধে তাদের ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এছাড়া মজুদ করা এবং বেশি দামে বোতলজাত সয়াবিন তেল বিক্রি করায় মেসার্স এম এস এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে শিল্পে ব্যবহারের রং খাবারের বলে বিক্রি করায় মেসার্স বারো আউলিয়া ট্রেডার্সকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
বেশি দামে সয়াবিন তেল বিক্রি করায় একই এলাকার ভাই ভাই ট্রেডার্সকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।