গত ১৭ মার্চ আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ‘গোলাগুলির পর’ রফিককে গুলিবিদ্ধ অবস্থায় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছিল।
Published : 18 Apr 2025, 12:52 PM
চিকিৎসা ছাড়পত্র নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া এক ‘জলদস্যুকে’ কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কক্সবাজারের পেকুয়া সদর ইউনিয়নের বাইন্যাখালী এলাকা থেকে বৃহস্পতিবার রাতে রফিক উল্লাহ (৩৪) নামের ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
যিনি মহেশখালী এলাকার জলদস্যু বাহিনী ‘রফিক বাহিনী’র প্রধান।
গত ১৭ মার্চ আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ‘গোলাগুলির পর’ রফিককে গুলিবিদ্ধ অবস্থায় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছিল।
পাঁচলাইশ থানার ওসি মো. সোলায়মান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রফিক উল্লাহকে গত ২৩ মার্চ তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ওসির ভাষ্য, নিয়মানুযায়ী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রফিক পুলিশ পাহারায় ছিলেন। বুধবার দুপুরে ছাড়পত্র নিয়ে রফিক কৌশলে হাসপাতাল থেকে পালিয়ে যান। পরে তাকে খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে নগরীর পাঁচলাইশ থানায় মামলা করা হয়।
“পাঁচলাইশ থানা পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে পেকুয়া সদর ইউনিয়নের বাইন্যাখালী ২ নম্বর ওয়ার্ডে তার সৎবোনের শ্বশুড় বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।”
রফিকের বিরুদ্ধে কক্সবাজার মহেশখালী থানায় ১৩টি মামলা আছে বলে পুলিশ জানায়।
স্থানীয়রা জানিয়েছেন, গত ১৭ মার্চ মহেশখালী উপজেলার কালারমার ছড়া ইউনিয়নের সামিরাঘোনা এলাকা থেকে ‘গোলাগুলির পর’ রফিক উল্লাহকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় অস্ত্রসহ গ্রেপ্তার করে কোস্ট গার্ড। এরপর তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।