ওই শিশুর মা তার হাতে ধরে রাখলেও ড্রেনের স্রোতের কারণে একপর্যায়ে ছুটে গিয়ে নিখোঁজ হয়েছিল।
Published : 19 Apr 2025, 11:23 AM
চট্টগ্রামে বৃষ্টির মধ্যে রিকশাসহ ড্রেনে পড়ে নিখোঁজ হওয়া সাতমাস বয়সী শিশুর লাশ উদ্ধার করা হয়েছে ১৪ ঘণ্টা বাদে।
শনিবার সকাল ১০টা ১০ মিনিটে নগরীর চাক্তাই চামড়ার গুদাম এলাকার খাল থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে ওই শিশুর লাশ ভেসে থাকতে দেখে স্থানীয় লোকজন উদ্ধার করে পুলিশে দেয়।
শুক্রবার রাত ৮টার দিকে চকবাজার থানার কাপাসগোলা ব্রিজের কাছে নিখোঁজ হয়েছিল সাত মাস বয়সী কন্যাশিশু শেহেরিজ।
ওই শিশুকে নিয়ে তার মা ও নানি কালভার্টের পাশের গলি দিয়ে ব্যাটারি চালিত রিকশায় করে বাসায় ফিরছিলেন। এসময় রিকশাটি যাত্রীদের নিয়ে পাশের ড্রেনে পড়ে যায়। ওই শিশুর মা তার হাতে ধরে রাখলেও ড্রেনের স্রোতের কারণে একপর্যায়ে ছুটে গিয়ে নিখোঁজ হয়।
তার নানি ও মাকে ড্রেন থেকে উদ্ধার করা হয়। ওই শিশুকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করে। পরে শিশুটির লাশ উদ্ধার হলো দুর্ঘটনাস্থল কাপাসগোলা থেকে ৪-৫ কিলোমিটার দূরের খাল থেকে।