আগুনে ওই কৃষকের গোয়ালঘরটিও পুড়ে ছাই হয়ে গেছে।
Published : 20 Apr 2025, 01:30 PM
লক্ষ্মীপুরে দুষ্কৃতকারীদের দেওয়া আগুনে এক কৃষকের গোহালঘরসহ তিনটি গরু পুড়ে ছাই হয়ে গেছে।
রোববার ভোরে সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কুশাখালী গ্রামে নূরনবী হেড বাড়িতে এ ঘটনা ঘটে বলে চন্দ্রগঞ্জ থানার ওসি ফয়জুল আজিম নোমান জানান।
এতে তার প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ওই কৃষকের দাবি।
কুশরাখালী গ্রামের কৃষক খলিলুর রহমান ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলমের মেঝো ভাই।
খলিল বলেন, গোয়ালঘরে তিনটি গরুই ছিল। শনিবার রাতে গরুগুলোকে খড় খেতে দিয়ে তিনি ঘুমাতে যান।
ভোরে ঘুম ভেঙে গেলে তিনি গোয়ালঘরে আগুন জ্বলতে দেখেন। তখন চিৎকার দিলে বাড়ির লোকজন জড়ো হয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। যদিও আগুন নেভানোর আগেই তিন গরুসহ গোয়ালঘর পুড়ে ছাই হয়ে যায়।
খলিলুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে, চোরের দল চুরি করতে ব্যর্থ হয়ে গোয়ালে আগুন লাগিয়ে গরুগুলোকে হত্যা করেছে।
চন্দ্রগঞ্জ থানার ওসি ফয়জুল আজিম নোমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।