ফেলনা নয় পশুর হাড়
একজনের কাছে যা ফেলনা, অন্যজনের কাছে তা অমূল্য সম্পদ মনে হতে পারে। তেমনই পশুর হাড়। ফেলে দেওয়া পশুর হাড় থেকে তৈরি হচ্ছে ক্যাপসুলের সেল, মুরগির খাবার ও জৈব সার। পশুর হাড় প্রক্রিয়াজাত করার বেশ কয়েকটি কারখানা গড়ে উঠেছে ঢাকার বিভিন্ন এলাকায়।