মঙ্গলবার রাতে সিলেটের দলদলি চা বাগান এলাকায় তুষার আহমদ চৌধুরী (২১) ছুরিকাঘাতে খুন হন।
Published : 20 Apr 2025, 08:02 PM
সিলেট নগরীর দলদলি চা বাগান এলাকায় ছুরিকাঘাতে তরুণ খুনের ঘটনায় ঢাকা থেকে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (এডিসি-গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম রোববার সন্ধ্যায় বলেন, গাজীপুর জেলার কালিগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার দুই যুবক হলেন- সিলেটের বালাগঞ্জ উপজেলার জালালপুর গ্রামের মো. সুনাফর আলী সানোয়ারের ছেলে পারভেজ (২০) এবং সুনামগঞ্জের দিরাই উপজেলার রন্নারচর গ্রামের সোমলাল দাসের ছেলে রাজু দাস (২৩)।
পারভেজ নগরীর কলবাখানী এলাকায় এবং রাজু বাগবাড়ি এলাকায় বসবাস করতেন।
মঙ্গলবার রাতে সিলেটের দলদলি চা বাগান এলাকায় নগরীর রায়নগর এলাকার বাসিন্দা অ্যাডভোকেট শাহজাহান আহমদ চৌধুরীর ছেলে তুষার আহমদ চৌধুরী (২১) ছুরিকাঘাতে খুন হন। এ ঘটনায় নিহতের বাবা এয়ারপোর্ট থানায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ছয় থেকে সাতজনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন।
পুলিশ কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ঘটনার আড়াই ঘণ্টার মধ্যেই জড়িত সন্দেহে জাবেদকে (২৫) নগরীর মজুমদারী এলাকা হতে গ্রেপ্তার করে পুলিশ। তার দেওয়া তথ্যে মূল আসামিসহ আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান এডিসি সাইফুল।
এদিকে এই মামলায় শনিবার নগরী থেকে পারভেজ (২৬) নামে এক দোকান কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে তিনি এই মামলার সঙ্গে জড়িত নন বলে জানিয়েছে পুলিশ।
এ ব্যাপারে এডিসি সাইফুল বলেন, “ভুলভাবে পারভেজকে গ্রেপ্তার করা হয়েছে। তাই তাকে মুক্তি দেওয়া হবে।”