হাসপাতালে চিকিৎসাধীন আসামির পাহারার দায়িত্বে ছিলেন দুই পুলিশ সদস্য।
Published : 17 Apr 2025, 09:21 PM
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক আসামি হাতকড়াসহ পালানের ঘটনায় দুই পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মো. মামুন ও আব্দুল কাদের নামে দুজন হাসপাতালে আসামির পাহারায় ছিলেন। বৃহস্পতিবার তাদের বরখাস্তের তথ্য দেন পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলায়মান।
গত ১৬ মার্চ কক্সবাজারের মহেশখালীর কালারমার ছড়া ইউনিয়নে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার হন রফিকুল ইসলাম (৩২)। অভিযানে তিনি গুলিবিদ্ধ হলে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।
ওসি বলেন, মহেশখালী থানার অস্ত্র মামলার আসামি রফিকুল চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে কোনোভাবে পালিয়ে যান। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।