কয়েক দিন আগেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
Published : 19 Apr 2025, 01:08 PM
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় যুবদল এক নেতার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল ৯টার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের নটাবাড়িয়া এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান বড়াইগ্রাম থানার এসআই আব্দুল জব্বার।
মৃত আয়নাল হক (৪৫) ওই এলাকার প্রয়াত আব্দুলের জলিল আলীর ছেলে। তিনি মাঝগাঁও ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক ছিলেন।
মাঝগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল অলিম বলেন, “আয়নাল বাড়িতে একাই থাকতেন। তার দুই সন্তান নানা বাড়িতে থাকেন। সবশেষ বুধবার সন্ধ্যায় আয়নালকে এলাকায় দেখা গেছে।
“আয়নাল নোটাবাড়িয়ার যুবদলের নেতা ছিলেন। তিনি বনপাড়া বাইপাস কাউন্টারে লোকাল বাসের টিকিট বিক্রি করতেন। সকালে প্রতিবেশীরা আয়নালের বাড়ি থেকে পচা গন্ধ পেয়ে ভেতরে গিয়ে দেখেন ঘরের দরজা খোলা, আর মেঝেতে তার লাশ পড়ে আছে।”
খবর পেয়ে আয়নালের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
এসআই আব্দুল জব্বার বলেন, “আয়নালের বাড়ির ফটক ও দরজা খোলা ছিল। কয়েক দিন আগেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
এ ঘটনায় তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি মাহবুবুর রহমান।