শিশু দুটির মা ঘুমিয়ে ছিলেন, বাবা ছিলেন বাসার বাইরে।
Published : 18 Apr 2025, 08:07 PM
গাজীপুরের টঙ্গীতে একটি বহুতল ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে দুই ভাই-বোনের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বিকালে টঙ্গীর আরিচপুর রূপবানের টেক এলাকার সানোয়ার মিয়ার আটতলা ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে লাশ দুটি উদ্ধার করা হয় বলে মহানগর পুলিশের টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম জানান।
নিহত ছয় বছর বয়সি মালিহা ও চার বছর বয়সি আব্দুল্লাহ ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্জারামপুর থানাধীন তাতুয়াকান্দি গ্রামের আব্দুল বাতেন মিয়ার ছেলে-মেয়ে বলে জানিয়েছে পুলিশ।
আব্দুল বাতেন পরিবারের সদস্যদের নিয়ে ওই ফ্ল্যাটে ভাড়া থাকেন। তিনি পরিবহন ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় শিশু দুটির বাবা-মাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, শিশুদের বাবা-মা ও দাদি একসঙ্গে দুপুরের খাবার খান। এরপর মা সালেহা বেগম একটি কক্ষে ঘুমিয়ে পড়েন। দাদি উপর তলার ফ্ল্যাটে বেড়াতে ও বাবা শিশুদের ঘরে রেখে বাইরে যান। কিছু সময় পর সালেহা বেগম ঘুম থেকে জেগে ঘরের দরজা খোলা দেখতে পান। অন্য কক্ষের মেঝেতে ছেলে-মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার দেন।
তার চিৎকার শুনে শিশুদের দাদি উপরতলা থেকে নেমে এসে ছেলে বাতেনকে খবর দেন। তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন গিয়ে পুলিশে খবর দেয়। পুলিশ দুই শিশুর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পরিবারের ধারণা, বিকাল ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে দুষ্কৃতকারীরা ফ্ল্যাটে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে শিশু দুটিকে হত্যা করেছে। পুলিশের করা প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে শিশুদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার কথা এসেছে।
টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, “শিশু দুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ জানতে কাজ শুরু করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”