জয়ের উজ্জ্বল সম্ভাবনা জাগিয়েও ব্যাটিং ধসে পড়ে হেরে গেল শাইনপুকুর ক্রিকেট ক্লাব।
Published : 18 Apr 2025, 05:57 PM
চমৎকার জুটিতে জয়ের সম্ভাবনা জাগালেন রায়ান রাফসান রহমান ও শাহরিয়ার সাকিব। কিন্তু দলের দুইশ পেরিয়ে এই জুটি ভাঙার পর একের পর এক উইকেট হারাল শাইনপুকুর ক্রিকেট ক্লাব। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় নিয়ে মাঠ ছাড়ল পারটেক্স স্পোর্টিং ক্লাব।
শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ১৯ রানে জয় পায় পারটেক্স। ঢাকা প্রিমিয়ার লিগের রেলিগেশন লিগের ম্যাচে ২৬৫ রানের লক্ষ্যে ৭ বল বাকি থাকতে ২৪৫ রানে গুটিয়ে যায় শাইনপুকুর।
এ নিয়ে টানা ১১ ম্যাচ হারল আগেই অবনমন নিশ্চিত হয়ে যাওয়া শাইনপুকুর। ১২ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে টিকে থাকার সম্ভাবনা বাড়াল পারটেক্স। শেষ ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে এক পয়েন্ট পেলেই কাজ হয়ে যাবে তাদের।
পারটেক্সের জয়ের বড় কারিগর রুবেল মিয়া। তিন নম্বরে নেমে দায়িত্বশীল ব্যাটিংয়ে ১০০ রান করেন ৩২ বছর বয়সী ব্যাটসম্যান। স্বীকৃত ক্রিকেটে এটি তার প্রথম সেঞ্চুরি।
টস হেরে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে দুই ওপেনারকে হারায় পারটেক্স। তৃতীয় উইকেটে ১৫২ রানের জুটি গড়েন রুবেল ও মোহাম্মদ রাকিব। ৬ চারে ৭৫ বলে ৪৭ রান করে আউট হন রাকিব।
পরে আহরার আমিনকে নিয়ে এগিয়ে যান রুবেল। ১১৯ বলে পূর্ণ করেন সেঞ্চুরি।
আহরারের ব্যাট থেকে আসে ৪৯ বলে ৩৭ রান। ১৫ বলে ২৭ রানের ক্যামিও ইনিংসে দলকে আড়াইশ পার করান সাব্বির রহমান।
শাইনপুকুরের হয়ে ৩ উইকেট নেন শাহিন আলম।
রান তাড়ায় ঝড়ো শুরু করেন মইনুল ইসলাম। ৪টি করে চার-ছক্কায় ২৭ বলে ৪৫ রান করেন তিনি। আরেক ওপেনার নিওন জামানের ব্যাট থেকে আসে ২৯ রান। তিন নম্বরে নেমে রহিম আহমেদও খেলেন ২৯ রানের ইনিংস।
চতুর্থ উইকেটে ৭৭ রানের জুটি গড়েন রাফসান ও সাকিব। ৫ চার ও ২ ছক্কায় ৮৩ বলে ৫৯ রান করে ফেরেন রাফসান। এরপর আর কোনো জুটি গড়ে ওঠেনি শাইনপুকুর ইনিংসে। মাত্র ৪৪ রানের মধ্যে শেষের ৭ উইকেট হারিয়ে ফেলে তারা।
সংক্ষিপ্ত স্কোর
পারটেক্স স্পোর্টিং ক্লাব: ৫০ ওভারে ২৬৪/৭ (আদিল ১০, মইনুল ৫, রুবেল ১০০, রাকিব ৪৭, আহরার ৩৭, সাব্বির ২৭, আলাউদ্দিন ৮, মুক্তার ১৪*; শাহিন ৭-০-৫৪-৩, রহিম ১০-০-২৩-২, শরিফুল ১০-০-৫৬-২, আনোয়ার ১০-২-৩৭-০, রাফসান ৫-০-২৮-০, কিবরিয়া ৮-০-৬৫-০)
শাইনপুকুর ক্রিকেট ক্লাব: ৪৮.৫ ওভারে ২৪৫ (নিওন ২৯, মইনুল ৪৫, রহিম ২৯, রাফসান ৫৯, সাকিব ৪৯, শরিফুল ১৩, কিবরিয়া ০, শিহাব ০, সাব্বির ৪, আনোয়ার ১, শাহিন ১*; শহিদুল ৭-০-৪৮-০, নাঈম ৯-১-৪৭-১, আলাউদ্দিন ৯-১-৩৩-৩, ইয়াসিন ১০-০-৪৮-৩, মুক্তার ৭.৫-০-৩৯-২, রুবেল ২-০-৯-০, আহরার ৪-০-১৮-০)
ফল: পারটেক্স স্পোর্টিং ক্লাব ১৯ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: রুবেল মিয়া