সৃজিতের শারীরিক পরিস্থিতি অনেকটাই ‘স্থিতিশীল আছে’।
Published : 19 Apr 2025, 04:50 PM
শ্বাসকষ্ট এবং মাথা ঘোরার সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের সিনেমার পরিচালক সৃজিত মুখার্জি।
শনিবার চিকিৎসকেরা আশ্বস্ত করেছেন, সৃজিত এখন ‘ভালো আছেন’। তার শারীরিক পরিস্থিতি অনেকটাই ‘স্থিতিশীল আছে’ বলে লিখেছে আনন্দবাজার।
অসুস্থ হয়ে পড়ায় শুক্রবার রাতে শহরের বাইপাসের ধারে একটি হাসপাতালে নেওয়া হয় বাংলাদেশের অভিনেত্রী রাফিয়া রশীদ মিথিলার স্বামী সৃজিতকে। সেখানে তাকে ভর্তি করে চিকিৎসকরা নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা করেছেন।
হাসপাতালের চিকিৎসকদের ভাষ্য, এখনও পর্যবেক্ষণে রয়েছেন সৃজিত। ঠিক কত দিন তাকে হাসপাতালে থাকতে হবে, তা এখনও জানা যায়নি।
সম্প্রতি মুক্তি পেয়েছে সৃজিতের পরিচালিত সিনেমা ‘হেমলক সোসাইটির’ সিকুয়েল ‘কিলবিল সোসাইটি’। পরমব্রত চট্টোপাধ্যায় ও কৌশানী মুখোপাধ্যায় অভিনীত এই সিনেমা বক্স অফিসে ভালোই ব্যবসা করছে।
অন্য দিকে পরবর্তী সিনেমা ‘লহ গৌরাঙ্গের নাম রে’ নিয়েও ব্যস্ততা চলছে এই নির্মাতার। এই সিনেমায় নাম ভূমিকায় দেখা যাবে দিব্যজ্যোতি দত্তকে। নটি বিনোদিনীর চরিত্রটি করছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এছাড়া আরো অভিনয় করেছেন দর্শনা বণিক, ইশা সাহা।
মিথিলা সৃজিতকে বিয়ে করেন ২০১৯ সালে। গত কয়েক বছরে ঢাকা ও কলকাতার কয়েকটি সিনেমায় মিথিলা কাজ করলেও সৃজিতের কোনো সিনেমায় এখন পর্যন্ত তার দেখা মেলেনি।