লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ আল-হাজ্জার তার দেশে‘স্নো হোয়াইট’ মুক্তিতে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন।
Published : 21 Apr 2025, 12:39 PM
ডিজনির ‘স্নো হোয়াইট’ সিনেমাটি মুক্তির পর দেশে-বিদেশে প্রশংসা কুড়ালেও, এই চলচ্চিত্রটি মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে লেবানন।
কারণ এই সিনেমায় অভিনয় করেছেন ইসরায়েলি অভিনেত্রী গাল গাদত। ‘স্নো হোয়াইটে’ ইভিল কুইনের চরিত্রটি করা গাদত অভিনয় ও মডেলিংয়ে আসার আগে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীতে কাজ করেছেন দুই বছর।
যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র বিষয়ক সংবাদমাধ্যম ডেডলাইন লেবাননের স্থানীয় সংবাদপত্র আন-নাহারের বরাতে এ খবর জানিয়েছে।
ডেডলাইন বলছে, লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ আল-হাজ্জার তার দেশে ‘স্নো হোয়াইট’ মুক্তিতে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন।
তবে এই নিষেধাজ্ঞা খুব নতুন কিছু নয়। বৈরুতভিত্তিক মিডল ইস্ট ডিস্ট্রিবিউশন সংস্থা ইতালিয়ান ফিল্মসও জানিয়েছে, গাদত অনেক আগে থেকেই লেবাননের ‘ইসরায়েল বয়কট তালিকায়’ রয়েছেন। এ কারণে গাদত অভিনীত কোনো সিনেমাই লেবাননে মুক্তি দেওয়া হয়নি।
ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশের তারকাদের সরব হতে দেখা গেলেও গাদত শুরু থেকেই ইসরায়েলকে সমর্থন করে আসছেন।
তিনি হামাসকে নিষিদ্ধ করার দাবিতে বিভিন্ন সময়ে কর্মসূচিও চালিয়েছে। ইহুদি ঐক্য গড়ে তুলতে গাদত গত বছর চালু করেছিলেন ‘ভয়েস অব দ্য পিপল’ নামের একটি উদ্যোগ।
এছাড়া গত বছর একটি সংগীত প্রতিযোগিতায় একজন ইসরায়েলি প্রতিযোগীর পক্ষে ভোট চেয়েও দারুণ সমালোচিত হয়েছিলেন গাদত।
এর আগে ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’ সিনেমার প্রদর্শনীও নিষিদ্ধ করেছিল লেবানন। কারণ, এতে অভিনয় করেছিলেন আরেক ইসরায়েলি অভিনেত্রী শিরা হাস।
১৯০২ সালে ‘স্নো হোয়াইট’ থেকে প্রথম যে সিনেমা হয়, সেটি ছিল নির্বাক। এরপর নির্বাক, সবাক, অ্যানিমেশনসহ নানাভাবে ‘স্নো হোয়াইট’ পর্দায় এসেছে ।
নতুন করে বড় পর্দায় আবার রূপকথাটি নিয়ে এসেছে ডিজনি।