করোনাভাইরাস: আরও ৩৯ জনের মৃত্যু, ৩০৯৯ রোগী শনাক্ত
জ্যেষ্ঠ প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Jul 2020 02:43 PM BdST Updated: 19 Jul 2020 02:37 PM BdST
-
বোয়ালখালীর বাসিন্দা আনোয়ারা বেগম জ্বর ও পেটের পিড়া নিয়ে পটিয়ার এক হাসপাতালে ভর্তি পর সেখানে তার অবস্থার অবনতি হলে দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির জন্য আনা হয়। ছবি: সুমন বাবু
নতুন করোনাভাইরাসে দেশে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে; এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩৯১ জনে।
একদিনে আরও ৩ হাজার ৯৯ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১ লাখ ৮৬ হাজার ৮৯৪ জন হয়েছে।
আইইডিসিআরের ‘অনুমিত’ হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪ হাজার ৭০৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত ২৪ ঘণ্টায়। তাতে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল মোট ৯৮ হাজার ৩১৭ জনে।
কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সোমবারের বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা এই তথ্য জানান।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ৮ মার্চ, তা দেড় লাখ পেরিয়ে যায় গত ২ জুলাই। সেদিন ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ।
আর ১৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর খবর নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ৫ জুলাই তা দুই হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।
নাসিমা সুলতানা বলেন, গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ৩০ জন পুরুষ এবং ৯ জন নারী। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩৪ জনের এবং বাড়িতে থাকা অবস্থায় ৫ জনের মৃত্যু হয়েছে।
তাদের মধ্যে ১৯ জন ঢাকা বিভাগের, ৫ জন চট্টগ্রাম বিভাগের, ১ জন ময়মনসিংহ বিভাগের, ৭ জন খুলনা বিভাগের, ৩ জন বরিশাল বিভাগের, ২ জন রংপুর বিভাগের এবং ২ জন সিলেট বিভাগের বাসিন্দা ছিলেন।
এই ৩৯ জনের মধ্যে ১ জনের বয়স ১০ বছরের নিচে, ১ জনের বয়স ৮০ বছরের বেশি ছিল।
এছাড়া ৩ জনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে, ১১ জনের বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে, ১৩ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ৬ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, ৩ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে, ১ জনের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে ছিল।
বুলেটিনে জানানো হয়, দেশে ৭৭টি ল্যাবে গত এক দিনে ১২ হাজার ৪২৩টি নমুনা পরীক্ষা হয়েছে; এ পর্যন্ত দেশে পরীক্ষা হয়েছে ৯ লাখ ৫২ হাজার ৯৪৭টি নমুনা।
পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৬১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫২ দশমিক ৬১ শতাংশ, মৃত্যু হার ১ দশমিক ২১ শতাংশ।
বুলেটিনে নাসিমা সুলতানা জানান, কোভিড-১৯ পরীক্ষা নিয়ে অভিযোগ জানাতে একটি লিঙ্ক চালু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। www.dghs.gov.bd ওয়েবসাইটের ‘করোনা কর্নারে’ এ বিষয়ক অভিযোগ জানানো যাবে।
পুরনো খবর
করোনাভাইরাস: দেশে মৃত্যু বেড়ে ২৩৫২
করোনাভাইরাসে দেশে আরও ৩০ জনের মৃত্যু
করোনাভাইরাস: আরও ৩৭ জনের মৃত্যু, ২৯৪৯ রোগী শনাক্ত
করোনাভাইরাস: শনাক্ত রোগী পৌনে ২ লাখ ছাড়াল
করোনাভাইরাস: আরও ৪৬ জনের মৃত্যু, ৩৪৮৯ নতুন রোগী শনাক্ত
করোনাভাইরাস: আরও ৫৫ জনের মৃত্যু
করোনাভাইরাস: দেশে শনাক্ত রোগী ১ লাখ ৬৫ হাজার ছাড়াল
দেশে করোনাভাইরাসে মৃত্যু বেড়ে ২০৫২
দেশে করোনাভাইরাসে মৃত্যু ২ হাজার ছুঁইছুঁই
করোনাভাইরাস: আরও ৪২ জনের মৃত্যু
করোনাভাইরাস: শনাক্ত রোগী দেড় লাখ ছাড়াল
করোনাভাইরাস: এক দিনে রেকর্ড ৬৪ মৃত্যু
করোনাভাইরাস: এক দিনে রেকর্ড ৪০১৪ রোগী শনাক্ত
করোনাভাইরাস: মৃতের সংখ্যা বেড়ে ১৭৩৮
কোভিড-১৯: দেশে আরও ৩৪ জনের মৃত্যু
করোনাভাইরাস: আরও ৪০ জনের মৃত্যু, ৩৮৬৮ নতুন রোগী শনাক্ত
করোনাভাইরাস: দেশে মৃত্যু ছাড়াল ১৬ শ
করোনাভাইরাস: দেশে শনাক্ত রোগী বেড়ে ১,২২,৬৬০
করোনাভাইরাস: আরও ৪৩ জনের মৃত্যু, ৩৪১২ নতুন রোগী শনাক্ত
কোভিড-১৯: মৃত্যু ছাড়াল দেড় হাজার
করোনাভাইরাস: দেশে মৃত্যু বেড়ে ১৪৬৪
কোভিড-১৯: দেশে আরও ৩২৪০ রোগী শনাক্ত, মৃত্যু ৩৭ জনের
করোনাভাইরাস: আরও ৪৫ জনের মৃত্যু, ৩২৪৩ নতুন রোগী শনাক্ত
করোনাভাইরাস: বাংলাদেশে শনাক্ত রোগী লাখ ছাড়াল
করোনাভাইরাস: এক দিনে ৪ হাজারের বেশি রোগী শনাক্ত
করোনাভাইরাস: এক দিনেই অর্ধশত মৃত্যু
করোনাভাইরাস: শনাক্ত ছাড়াল ৯০ হাজার, মৃত্যু ১২০৯
করোনাভাইরাস: শনাক্ত ছাড়াল ৮৭ হাজার, মৃত্যু ১১৭১
করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় চীনকে ছাড়াল বাংলাদেশ
কোভিড-১৯: এক দিনে সর্বোচ্চ শনাক্ত, সর্বাধিক মৃত্যু
করোনাভাইরাস: শনাক্ত ছাড়াল ৭৮ হাজার, মৃত্যু ১০৪৯
করোনাভাইরাসে মৃত্যু হাজার ছাড়াল
করোনাভাইরাস: রেকর্ড মৃত্যুর দিনে শনাক্ত সর্বাধিক রোগী
করোনাভাইরাস: শনাক্ত ছাড়াল ৬৮ হাজার, মৃত্যু ৯৩০
করোনাভাইরাস: এক দিনে সর্বাধিক মৃত্যু
কোভিড-১৯: দেশে আরও ২৬৩৫ রোগী শনাক্ত, মৃত্যু ৩৫
করোনাভাইরাস: মৃত্যু ছাড়াল ৮০০, শনাক্ত রোগী ৬০৩৯১
কোভিড-১৯: শনাক্ত রোগী ৫৫ হাজার ছাড়াল
কোভিড-১৯: শনাক্ত রোগী অর্ধ লক্ষ ছাড়াল, মৃত্যু বেড়ে ৭০৯
কোভিড-১৯: এক দিনে সর্বাধিক মৃত্যু
কোভিড-১৯: এক দিনে রেকর্ড আড়াই হাজার রোগী শনাক্ত
করোনাভাইরাস: এক দিনেই শনাক্ত দুই হাজারের বেশি রোগী
করোনাভাইরাস: দেশে আরও ২২ মৃত্যু, নতুন শনাক্ত দেড় হাজার রোগী
করোনাভাইরাস: মৃত্যু বেড়ে ৫২২, আক্রান্ত ৩৬,৭৫১
কোভিড-১৯: ঈদের আগের দিন এল সর্বোচ্চ মৃত্যুর খবর
কোভিড-১৯: দেশে রেকর্ড সংক্রমণের মধ্যে আরও ২০ মৃত্যু
রেকর্ড মৃত্যুর দিনে শনাক্ত রোগীর সংখ্যা ছাড়াল ৩০ হাজার
করোনাভাইরাস: শনাক্ত রোগী বেড়ে ২৬৭৩৮, মৃত্যু ৩৮৬
কোভিড-১৯: শনাক্ত রোগী ২৫ হাজার ছাড়াল
কোভিড-১৯: রেকর্ড রোগী শনাক্তের দিনে মৃত্যুও সর্বাধিক
করোনাভাইরাস: এক দিনে রেকর্ড ১২৭৩ রোগী শনাক্ত
করোনাভাইরাস: মৃত্যু ছাড়ালো তিনশ, আক্রান্ত প্রায় ২১ হাজার
রেকর্ড রোগী শনাক্তের দিনে আক্রান্ত ছাড়াল ২০ হাজার
কোভিড-১৯: রেকর্ড মৃত্যুর দিনে সর্বাধিক রোগী শনাক্ত
কোভিড-১৯: দেশে মৃত্যু বেড়ে ২৫০
কোভিড-১৯: এক দিনেই শনাক্ত হাজারের বেশি রোগী
এক দিনে ১৪ মৃত্যু, রেকর্ড ৮৮৭ রোগী শনাক্ত
করোনাভাইরাস: মৃত্যু বেড়ে ২১৪, আক্রান্ত ১৩৭৭০
আক্রান্ত ছাড়াল ১৩ হাজার, মৃত্যু বেড়ে ২০৬
করোনাভাইরাসে এক দিনেই ১৩ জনের মৃত্যু
করোনাভাইরাস: আক্রান্ত প্রায় সাড়ে ১২ হাজার
করোনাভাইরাস: আক্রান্ত বেড়ে ১১,৭১৯
একদিনেই ৭৮৬ রোগী শনাক্ত, আক্রান্ত প্রায় ১১ হাজার
করোনাভাইরাস: আক্রান্ত ছাড়াল ১০ হাজার
একদিনে রেকর্ড ৬৬৫ রোগী শনাক্ত, আক্রান্ত বেড়ে ৯৪৫৫
করোনাভাইরাস: আক্রান্ত বেড়ে ৮৭৯০, মৃত্যু ১৭৫ জনের
আক্রান্ত আট হাজার ছাড়ালো, মৃত্যু বেড়ে ১৭০
করোনাভাইরাস: আক্রান্ত বেড়ে ৭৬৬৭, মৃত্যু বেড়ে ১৬৮
কোভিড-১৯: রেকর্ড সংক্রমণের দিনে আক্রান্ত ছাড়ালো ৭ হাজার
একদিনে সর্বোচ্চ সংক্রমণ, আক্রান্ত বেড়ে ৬৪৬২
কোভিড-১৯: মৃত্যু ছাড়ালো দেড়শ, আক্রান্ত বেড়ে ৫৯১৩
করোনাভাইরাস: মৃত্যু বেড়ে ১৪৫, আক্রান্ত মোট ৫৪১৬
করোনাভাইরাস: বাংলাদেশে আক্রান্ত প্রায় পাঁচ হাজার
-
বিহারী ক্যাম্পে উচ্ছেদ: আতিকসহ ৭ জনের বিরুদ্ধে আদালতে আবেদন
-
পি কে হালদারের দুই সহযোগী উজ্জ্বল ও রাশেদুল দুদকের রিমান্ডে
-
১০ মাস পর স্বশরীরে মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী
-
কোভিড-১৯ পরবর্তী জটিলতায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
-
বইমেলা শুরু হচ্ছে ১৮ মার্চ: হাবিবুল্লাহ সিরাজী
-
‘ইসির নিয়ন্ত্রণ না থাকলে নির্বাচন ভণ্ডুল হবে’
-
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন যারা
-
মঞ্জুর হত্যা: মৃত এরশাদের নাম বাদ দিয়ে সম্পূরক অভিযোগপত্র গ্রহণ
সর্বাধিক পঠিত
- ক্যারিবিয়ানদের ‘হোয়াইটওয়াশ’ করেই ছাড়ল বাংলাদেশ
- এবারের এসএসসির পুনর্বিন্যস্ত সিলেবাস প্রকাশ
- এলচেকে হারিয়ে তিনে বার্সা
- প্রত্যাশিত জয়ে বাংলাদেশের ‘৩০’
- টিকা আসার আগে যা বললেন বেক্সিমকো ফার্মার এমডি
- ফিরোজ রশীদকে ‘মূর্খ’ বললেন শাহরিয়ার কবির
- আইপিএলে নতুন ভূমিকায় সাঙ্গাকারা
- ‘মেসিকে বোঝানোর চেষ্টা করছে পিএসজি’
- দশম ও দ্বাদশ শ্রেণিতে নিয়মিত ক্লাস, বাকিদের সপ্তাহে ১ দিন
- রোমাঞ্চকর লড়াইয়ে লিভারপুলকে হারিয়ে শেষ ষোলোয় ম্যানইউ