রাঙ্গুনিয়ায় বাসের ধাক্কায় গত ২২ এপ্রিল প্রাণ হারান চুয়েটের দুই শিক্ষার্থী। এরপর থেকে তার সহপাঠীরা আন্দোলনে নেমেছে।
Published : 28 Apr 2024, 11:37 PM
চট্টগ্রামে বাসের ধাক্কায় প্রাণ হারানো মোটর সাইকেল আরোহী চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রের মাথায় হেলমেট ছিল না বলে জানিয়েছে প্রশাসন।
সেই মোটর সাইকেলে মোট তিনজন আরোহী ছিলেন। এদের মধ্যে হেলমেট ছিল একজনেরই এবং আহত হলেও তিনি বেঁচে গেছেন।
প্রাণঘাতি দুর্ঘটনার ছয় দিন পর চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান মেহবুব রোববার এই তথ্য জানান।
সড়ক পরিবহন খাতের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বিআরটিএর কর্মকর্তারা জানিয়েছেন, মোটরসাইকেল চালকের লাইসেন্স ও মোটর সাইকেলটিও নিবন্ধিন বিষয়ে কোনো তথ্য নেই তাদের কাছে।
তিনি জানান, দুর্ঘটনা ঘটানো বাসটিরও ফিটনেস ছিল না। এর চালকের লাইসেন্স ছিল মেয়াদোত্তীর্ণ।
রোববার চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে জেলা প্রশাসনের বৈঠকে এসব বিষয় উঠে আসে।
গত ২২ এপ্রিল বিকালে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া উপজেলার সেলিনা কাদের চৌধুরী কলেজের কাছে ‘শাহ আমানত' পরিবহনের একটি বাস একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
এতে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের ২০তম ব্যাচের শান্ত সাহা ও ২১তম ব্যাচের তৌফিক হোসেন নিহত হন। গুরুতর আহত হন একজন।
এ ঘটনায় চুয়েট শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে টানা আন্দোলন চালিয়ে আসছে। ঘটনার রাতে একটি এবং পরে আরও দুইটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ২৫ এপ্রিল চুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। পরে অবশ্য হল ছাড়ার সিদ্ধান্ত পাল্টানো হয়।
শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে শনিবার চার দফা দাবিতে চট্টগ্রামসহ ছয় জেলায় ৪৮ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
রোববার সকাল ৬টা থেকে শুরু হওয়া এ ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।
উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে বিকালে নিজ কার্যালয়ে পরিবহন-মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন চট্টগ্রামের ডিসি আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান।
বৈঠকে পরিবহন মালিক নেতা মঞ্জুরুল আলম মঞ্জু বলেন, “ঘটনার পরদিন জেলা প্রশাসকের সঙ্গে আমরা বৈঠকে বসেছিলাম। তার কথা মেনে নিয়ে হতাহত শিক্ষার্থীদের পরিবহন মালিক-শ্রমিকদের পক্ষ থেকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দিয়েছি। চালককে পুলিশের কাছে তুলে দিয়েছি। কিন্তু পরে দুইটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।”
বাস পোড়ানোর ঘটনায় মামলা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করে ক্ষতিপূরণও দাবি করেন তিনি।
দুর্ঘটনাকবলিত মোটর সাইকেলের নিবন্ধন এবং চালকের লাইসেন্স না থাকার কথাও তুলে ধরে পরিবহন নেতারা।
ডিসি আবুল বাশার ফখরুজ্জামান রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান মেহবুবের কাছে মোটর সাইকেল আরোহীদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “তিন মোটর সাইকেল আরোহীর মধ্যে চালক ছাড়া অন্য দুই জনের মাথায় হেলমেট ছিল না। যার মাথায় হেলমেট ছিল তিনি আহত হয়েছেন।”
এরপর বিআরটিএ সহকারী পরিচালক রায়হানা আক্তার উর্থীর কাছে বাস এবং মোটর সাইকেলের নিবন্ধনের বিষয়ে জানতে চান ডিসি।
বিআরটিএ কর্মকর্তা জানান, গত ৮ ফেব্রুয়ারি বাসটির ফিটনেসের মেয়াদ, ২ ফেব্রুয়ারি ট্যাক্স টোকেনের মেয়াদ এবং ৭ মার্চ চালকের লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে।
দুর্ঘটনাকবলিত মোটর সাইকেলের নিবন্ধন এবং চালকের ড্রাইভিং লাইসেন্সের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি বলেও জানান তিনি।
এ সময় শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে আগুনে ক্ষতিগ্রস্ত তিনটি বাস এবং দুর্ঘটনা কবলিত মোটর সাইকেল পুলিশের হেফাজতে নেওয়ার অনুরোধ করেন ডিসি।
বৈঠকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম-সিলেট অঞ্চলের সভাপতি মৃণাল চৌধুরী, চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক অলি আহম্মেদ, সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব মোহাম্মদ মুছা, দক্ষিণাঞ্চলের সদস্য সচিব মো. মহিউদ্দিনসহ মালিক শ্রমিক নেতারা বক্তব্য রাখেন।
আরও পড়ুন...