দেশে করোনাভাইরাসে মৃত্যু ২ হাজার ছুঁইছুঁই
নিজস্ব প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Jul 2020 02:53 PM BdST Updated: 04 Jul 2020 04:02 PM BdST
-
করোনাভাইরাস মহামারীর মধ্যে রাজধানীর পোশাকের দোকানেও এখন স্থান করে নিয়েছে পিপিই। ছবি: মাহমুদ জামান অভি
দেশে নতুন করোনাভাইরাসে প্রথম এক হাজার জনের মৃত্যু ঘটতে লেগেছিল প্রায় তিন মাস, এরপর মাত্র ২৪ দিনের মধ্যে তা দুই হাজার ছুঁইছুঁই অবস্থায় পৌঁছেছে।
Related Stories
২৪ ঘণ্টায় আরও ২৯ জনের মৃত্যুতে দেশে মৃতের সংখ্যা শনিবার ২ হাজার কাছে পৌঁছে গেছে।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে দেওয়া তথ্য অনুযায়ী, দেশে কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা এখন ১ হাজার ৯৯৭ জন।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ, তার ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।
প্রায় এক মাস পর মৃতের সংখ্যা ২০ এপ্রিল ১০০ ছাড়িয়েছিল। মৃতের সংখ্যা ৫০০ ছাড়ায় গত ২৫ মে। গত ১০ জুন মৃতের সংখ্যা হাজার ছাড়ায়। দেড় হাজার ছাড়িয়েছিল ২২ জুন।
প্রথম মৃত্যুর ৮৪ দিন পর ৪ জুলাই মৃতের সংখ্যা দুই হাজারের কাছে পৌঁছে গেল।
এই হিসেবে মৃতের সংখ্যা ৫০০ ছাড়াতে সময় লেগেছিল ২ মাস ৭ দিন। পরের ৫০০ জনের মৃত্যু ঘটে ১৬ দিনের মধ্যে। তার পরের ৫০০ জনের মৃত্যু ঘটে ১২ দিনে। মৃতের তালিকায় আরও ৪৯৭ জন যোগ হতে সময় লাগল ১৩ দিন।
গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ২১ জন পুরুষ এবং ৮ জন নারী বলে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে জানানো হয়। নমুনা পরীক্ষা বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ২৫ শতাংশ।
মৃতদের মধ্যে ২৫ জন হাসপাতালে এবং ১ জন বাড়িতে মারা গিয়েছিলেন। তিনজনকে হাসপাতালে আনার পর মৃত ঘোষণা করা হয়।
মৃতদের মধ্যে ৯ জন ঢাকা বিভাগের, ৪ জন চট্টগ্রাম বিভাগের, ৩ জন খুলনা বিভাগের, ৭ জন রাজশাহী বিভাগের, ১ জন ময়মনসিংহ বিভাগের, ৩ জন সিলেট বিভাগের এবং ২ জন বরিশাল বিভাগের বাসিন্দা ছিলেন।
গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে দুজনের বয়স ছিল ৮০ বছরের বেশি। এছাড়া ১ জনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে, ১১ জনের বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে, ৯ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ৪ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, ১ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এবং ১ জনের বয়স ছিল ১১ থেকে ২০ বছরের মধ্যে।
মোট মৃত ১ হাজার ৯৯৭ জনের বয়সভিত্তিক তথ্য বিশ্লেষণে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান, ষাটোর্ধ্ব রোগীদের মৃত্যুর হার ৪৩ দশমিক ৫২ শতাংশ, ৫১ থেকে ৬০ বছর বয়সী রোগীদের মৃত্যুর হার ২৯ দশমিক ০৪ শতাংশ, ৪১ থেকে ৫০ বছর বয়সী রোগীদের মৃত্যুর হার ১৪ দশমিক ৭২ শতাংশ, ৩১ থেকে ৪০ বছর বয়সী রোগীদের মৃত্যুর হার ৭ দশমিক ৪১ শতাংশ, ২১ থেকে ৩০ বছর বয়সী রোগীদের মৃত্যুর হার ৩ দশমিক ৫৮ শতাংশ, ১১ থেকে ২০ বছর বয়সী রোগীদের মৃত্যুর হার ১ দশমিক ২০ শতাংশ, ১০ বছরের নিচে রোগীদের মৃত্যুর হার শূন্য দশমিক ৬০ শতাংশ।
সারা দেশে মোট মৃত রোগীদের এলাকাভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিভাগের ১ হাজার ৪১ জন, চট্টগ্রামের ৫২১ জন, রাজশাহীর ১০১ জন, খুলনার ৮২ জন, বরিশালের ৬৭ জন, সিলেটের ৮৪ জন, ময়মনসিংহের ৪৮ জন, রংপুর বিভাগের ৫৩ জন।
করোনাভাইরাসে মৃত্যু হাজার ছাড়াল
কোভিড-১৯: মৃত্যু ছাড়াল দেড় হাজার
এদিন বিশ্বে আক্রান্তের সংখ্যা ১ কোটি ১০ লাখ ছাড়িয়েছে, যার মধ্যে শেষ ১০ লাখ রোগী শনাক্ত হয়েছে মাত্র ৬ দিনে।
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ২৮৮ রোগী শনাক্ত হয়েছে বলে শনিবারের বুলেটিনে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।
নতুন রোগীদের নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৯ হাজার ৬৭৯ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২২ দশমিক ৩৩ শতাংশ।
নাসিমা সুলতানা জানান, সারা দেশে ৭১টি পরীক্ষাগার চালু হলেও গত ২৪ ঘণ্টায় ৭টি পরীক্ষাগার থেকে নমুনা সংগ্রহের তথ্য আসেনি।
গত ২৪ ঘণ্টায় মধ্যে ৬৪টি ল্যাবে ১৪ হাজার ৭২৭টি নমুনা পরীক্ষা হয়েছে; এ পর্যন্ত দেশে পরীক্ষা হয়েছে ৮ লাখ ৩২ হাজার ৭৪টি নমুনা।
আইডিসিআরের ‘অনুমিত’ হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ হাজার ৬৭৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত ২৪ ঘণ্টায়। তাতে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল মোট ৭০ হাজার ৭২১ জনে। নমুনা পরীক্ষা বিবেচনায় সুস্থতার হার ৪৪ দশমিক ২৯ শতাংশ।
পুরনো খবর
করোনাভাইরাস: আরও ৪২ জনের মৃত্যু
করোনাভাইরাস: শনাক্ত রোগী দেড় লাখ ছাড়াল
করোনাভাইরাস: এক দিনে রেকর্ড ৬৪ মৃত্যু
করোনাভাইরাস: এক দিনে রেকর্ড ৪০১৪ রোগী শনাক্ত
করোনাভাইরাস: মৃতের সংখ্যা বেড়ে ১৭৩৮
কোভিড-১৯: দেশে আরও ৩৪ জনের মৃত্যু
করোনাভাইরাস: আরও ৪০ জনের মৃত্যু, ৩৮৬৮ নতুন রোগী শনাক্ত
করোনাভাইরাস: দেশে মৃত্যু ছাড়াল ১৬ শ
করোনাভাইরাস: দেশে শনাক্ত রোগী বেড়ে ১,২২,৬৬০
করোনাভাইরাস: আরও ৪৩ জনের মৃত্যু, ৩৪১২ নতুন রোগী শনাক্ত
কোভিড-১৯: মৃত্যু ছাড়াল দেড় হাজার
করোনাভাইরাস: দেশে মৃত্যু বেড়ে ১৪৬৪
কোভিড-১৯: দেশে আরও ৩২৪০ রোগী শনাক্ত, মৃত্যু ৩৭ জনের
করোনাভাইরাস: আরও ৪৫ জনের মৃত্যু, ৩২৪৩ নতুন রোগী শনাক্ত
করোনাভাইরাস: বাংলাদেশে শনাক্ত রোগী লাখ ছাড়াল
করোনাভাইরাস: এক দিনে ৪ হাজারের বেশি রোগী শনাক্ত
করোনাভাইরাস: এক দিনেই অর্ধশত মৃত্যু
করোনাভাইরাস: শনাক্ত ছাড়াল ৯০ হাজার, মৃত্যু ১২০৯
করোনাভাইরাস: শনাক্ত ছাড়াল ৮৭ হাজার, মৃত্যু ১১৭১
করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় চীনকে ছাড়াল বাংলাদেশ
কোভিড-১৯: এক দিনে সর্বোচ্চ শনাক্ত, সর্বাধিক মৃত্যু
করোনাভাইরাস: শনাক্ত ছাড়াল ৭৮ হাজার, মৃত্যু ১০৪৯
করোনাভাইরাসে মৃত্যু হাজার ছাড়াল
করোনাভাইরাস: রেকর্ড মৃত্যুর দিনে শনাক্ত সর্বাধিক রোগী
করোনাভাইরাস: শনাক্ত ছাড়াল ৬৮ হাজার, মৃত্যু ৯৩০
করোনাভাইরাস: এক দিনে সর্বাধিক মৃত্যু
কোভিড-১৯: দেশে আরও ২৬৩৫ রোগী শনাক্ত, মৃত্যু ৩৫
করোনাভাইরাস: মৃত্যু ছাড়াল ৮০০, শনাক্ত রোগী ৬০৩৯১
কোভিড-১৯: শনাক্ত রোগী ৫৫ হাজার ছাড়াল
কোভিড-১৯: শনাক্ত রোগী অর্ধ লক্ষ ছাড়াল, মৃত্যু বেড়ে ৭০৯
কোভিড-১৯: এক দিনে সর্বাধিক মৃত্যু
কোভিড-১৯: এক দিনে রেকর্ড আড়াই হাজার রোগী শনাক্ত
করোনাভাইরাস: এক দিনেই শনাক্ত দুই হাজারের বেশি রোগী
করোনাভাইরাস: দেশে আরও ২২ মৃত্যু, নতুন শনাক্ত দেড় হাজার রোগী
করোনাভাইরাস: মৃত্যু বেড়ে ৫২২, আক্রান্ত ৩৬,৭৫১
কোভিড-১৯: ঈদের আগের দিন এল সর্বোচ্চ মৃত্যুর খবর
কোভিড-১৯: দেশে রেকর্ড সংক্রমণের মধ্যে আরও ২০ মৃত্যু
রেকর্ড মৃত্যুর দিনে শনাক্ত রোগীর সংখ্যা ছাড়াল ৩০ হাজার
করোনাভাইরাস: শনাক্ত রোগী বেড়ে ২৬৭৩৮, মৃত্যু ৩৮৬
কোভিড-১৯: শনাক্ত রোগী ২৫ হাজার ছাড়াল
কোভিড-১৯: রেকর্ড রোগী শনাক্তের দিনে মৃত্যুও সর্বাধিক
করোনাভাইরাস: এক দিনে রেকর্ড ১২৭৩ রোগী শনাক্ত
করোনাভাইরাস: মৃত্যু ছাড়ালো তিনশ, আক্রান্ত প্রায় ২১ হাজার
রেকর্ড রোগী শনাক্তের দিনে আক্রান্ত ছাড়াল ২০ হাজার
কোভিড-১৯: রেকর্ড মৃত্যুর দিনে সর্বাধিক রোগী শনাক্ত
কোভিড-১৯: দেশে মৃত্যু বেড়ে ২৫০
কোভিড-১৯: এক দিনেই শনাক্ত হাজারের বেশি রোগী
এক দিনে ১৪ মৃত্যু, রেকর্ড ৮৮৭ রোগী শনাক্ত
করোনাভাইরাস: মৃত্যু বেড়ে ২১৪, আক্রান্ত ১৩৭৭০
আক্রান্ত ছাড়াল ১৩ হাজার, মৃত্যু বেড়ে ২০৬
করোনাভাইরাসে এক দিনেই ১৩ জনের মৃত্যু
করোনাভাইরাস: আক্রান্ত প্রায় সাড়ে ১২ হাজার
করোনাভাইরাস: আক্রান্ত বেড়ে ১১,৭১৯
একদিনেই ৭৮৬ রোগী শনাক্ত, আক্রান্ত প্রায় ১১ হাজার
করোনাভাইরাস: আক্রান্ত ছাড়াল ১০ হাজার
একদিনে রেকর্ড ৬৬৫ রোগী শনাক্ত, আক্রান্ত বেড়ে ৯৪৫৫
করোনাভাইরাস: আক্রান্ত বেড়ে ৮৭৯০, মৃত্যু ১৭৫ জনের
আক্রান্ত আট হাজার ছাড়ালো, মৃত্যু বেড়ে ১৭০
করোনাভাইরাস: আক্রান্ত বেড়ে ৭৬৬৭, মৃত্যু বেড়ে ১৬৮
কোভিড-১৯: রেকর্ড সংক্রমণের দিনে আক্রান্ত ছাড়ালো ৭ হাজার
একদিনে সর্বোচ্চ সংক্রমণ, আক্রান্ত বেড়ে ৬৪৬২
কোভিড-১৯: মৃত্যু ছাড়ালো দেড়শ, আক্রান্ত বেড়ে ৫৯১৩
করোনাভাইরাস: মৃত্যু বেড়ে ১৪৫, আক্রান্ত মোট ৫৪১৬
করোনাভাইরাস: বাংলাদেশে আক্রান্ত প্রায় পাঁচ হাজার
-
প্রথম দিন টিকা পাবেন ২০-২৫ জন
-
প্রতিদিন দেওয়া হবে দুই লাখ ডোজ টিকা: স্বাস্থ্যমন্ত্রী
-
টিকার দুই ডোজের ব্যবধান ২৮ দিনের বেশি হলে ‘কার্যকারিতা বাড়ে’
-
টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে শঙ্কা কতটুকু?
-
করোনাভাইরাস ‘ধ্বংসকারী’ নাকের স্প্রে তৈরির দাবি বাংলাদেশি গবেষকদের
-
টিকা পেলেও ‘হার্ড ইমিউনিটি’ বহুদূর, বলছেন বিশেষজ্ঞরা
-
৫০ লাখ টিকার অর্ধেকই বয়ঃবৃদ্ধদের জন্য
-
২৬ জানুয়ারি থেকে নিবন্ধন, টিকাদান ফেব্রুয়ারির শুরুতে
সর্বাধিক পঠিত
- বোলারদের দাপটে জিতল বাংলাদেশ
- নিজের ফ্ল্যাট থেকে মডেল নাজের লাশ উদ্ধার
- কুষ্টিয়ার এসপিকে হাই কোর্টে তলব, অবমাননার রুল
- মলিন ক্রিকেটের দিনে বাংলাদেশের জয়ের নায়ক সাকিব
- রুল খারিজ, ঢাকায় শুধু সবুজ রঙা সিএনজি অটোরিকশাই চলতে পারবে
- ২ ম্যাচ নিষিদ্ধ মেসি
- যা করতে এসেছিলাম, করেছি: বিদায়ী ভাষণে ট্রাম্প
- নতুন চেহারার দ. আফ্রিকা টি-টোয়েন্টি দল
- বিশ্বকাপের পথে মূল মন্ত্র ‘বাংলাদেশি ব্র্যান্ড’
- বাংলাদেশ ১১১৫, ওয়েস্ট ইন্ডিজ ১০৫