কোভিড-১৯: দেশে আরও ২৬৩৫ রোগী শনাক্ত, মৃত্যু ৩৫

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৩৫ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে আরও ৩৫ জনের।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 June 2020, 08:47 AM
Updated : 6 June 2020, 10:52 AM

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা শনিবার নিয়মিত বুলেটিনে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই তথ্য তুলে ধরেন।

গত ২৪ ঘণ্টায় দেশের অর্ধশত পরীক্ষাগারে মোট ১২ হাজার ৪৮৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানান তিনি।

এ নিয়ে দেশে মোট ৩ লাখ ৮৪ হাজার ৮৮১টি নমুনা পরীক্ষা হল।

গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৩৫ জনকে নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ৬৩ হাজার ২৬ জনে।

এই সময়ে সুস্থ হয়েছেন ৫২১ জন। সর্বমোট সুস্থ হয়েছেন ১৩ হাজার ৩২৫ জন।

গত ২৪ ঘণ্টায় ৩৫ জনের ‍মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪৬ জন।

নাসিমা সুলতানা জানান, গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ২৮ জন পুরুষ ও ৭ জন নারী।

এর মধ্যে ২৫ জন হাসপাতালে, ৯ জন বাড়িতে মারা গেছেন। মৃতদের মধ্যে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

মৃতদের ২০ জন ঢাকা বিভাগের, ৮ জন চট্টগ্রাম বিভাগের, ২ জন সিলেট বিভাগের, ৩ জন রাজশাহী বিভাগের এবং ২ জন বরিশাল বিভাগের বাসিন্দা ছিলেন।

এই ৩৫ জনের মধ্যে একজনের বয়স ছিল ৮০ বছরের বেশি।

এছাড়া ৯ জনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে, ৫ জনের বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে, ১০ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে,  ৩ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, ২ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে, ৩ জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে, ২ জনের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে।

বুলেটিনে জানানো হয়, নমুনা পরীক্ষায় নতুন করে যুক্ত হয়েছে বগুড়ার টিএমএনএ মেডিকেল ও রেফাতউল্লাহ কমিউনিটি হাসপাতাল।

পুরনো নমুনা পরীক্ষাগারের মধ্যে কক্সবাজার মেডিকেল কলেজ ও জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজে ‘কারিগরি ত্রুটির’ কারণে নমুনা পরীক্ষা বন্ধ রয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় জীবাণমুক্তকরণের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নমুনা পরীক্ষাগার বন্ধ ছিল।

নাসিমা সুলতানা বলেন, নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ১০ শতাংশ। আর শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ১৪ শতাংশ, মৃত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে আনা হয়েছে ৩১৪ জনকে। বর্তমানে সারা দেশে আইসোলেশনে রয়েছেন ৭ হাজার ১৬৮ জন রোগী।

পুরনো খবর