করোনাভাইরাসে দেশে আরও ৩০ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Jul 2020 02:39 PM BdST Updated: 11 Jul 2020 03:23 PM BdST
-
করোনাভাইরাস মহামারীর মধ্যে ঢাকার কমলাপুর রেল স্টেশনে বসানো হয়েছে থার্মাল স্ক্যানার। ছবি: মাহমুদ জামান অভি
-
করোনাভাইরাস মহামারীর মধ্যেও স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে ঢাকার উত্তরার রাজলক্ষ্মীর রাস্তার পাশের খোলা খাবার খেতে দেখা যায় অনেককে। ছবি: মাহমুদ জামান অভি
নতুন করোনাভাইরাসে দেশে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় এই মৃতদের নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩০৫।
একদিনে আরও ২ হাজার ৬৮৬ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে শনাক্ত রোগীর সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮১ হাজার ১২৯ জনে।
আইইডিসিআরের ‘অনুমিত’ হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৬২৮ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত ২৪ ঘণ্টায়। তাতে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল মোট ৮৮ হাজার ৩৪।
কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের শনিবারের বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা এই তথ্য জানিয়েছেন।
বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৭৭টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে ১১ হাজার ১৯৩টি।
এই সংখ্যা আগের ২৪ ঘণ্টার চেয়ে ২ হাজার ২৯৫টি কম। নমুনা পরীক্ষা কমে যাওয়ায় দেশে শনাক্ত রোগীর সংখ্যাও কমে যাচ্ছে বলে বিশেষজ্ঞদের অনেকে মত জানিয়ে আসছেন।
শনিবারের বুলেটিনে এ পর্যন্ত দেশে ৯ লাখ ২৯ হাজার ৪৬৫টি নমুনা পরীক্ষার কথা জানানো হয়।
অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৪৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৮ দশমিক ৬০ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ২৭ শতাংশ।
বিশ্বে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ১ কোটি ২৫ লাখে গিয়ে ঠেকেছে, এর মধ্যে মৃত্যু হয়েছে ৫ লাখ ৬০ হাজারের বেশি জনের।
বাংলাদেশে নতুন করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ৮ মার্চ, তা দেড় লাখ পেরিয়ে যায় গত ২ জুলাই। সেদিন ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ।
আর ১৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর খবর নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ৫ জুলাই তা দুই হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।
বুলেটিনে নাসিমা সুলতানা বলেন, শনিবার সকাল থেকে আগের ২৪ ঘণ্টায় দেশে যারা মারা গেছেন, তাদের মধ্যে ২৫ জন পুরুষ এবং ৫ জন নারী।
এদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ জনের মৃত্যু হয়েছে, বাড়িতে থাকা অবস্থায় মারা গেছেন ১১ জন। মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় ১ জনকে।
মৃতদের মধ্যে ১৩ জন ঢাকা বিভাগের, ১০ জন চট্টগ্রাম বিভাগের, ৩ জন রাজশাহী বিভাগের, ৩ জন খুলনা বিভাগের এবং ১ জন বরিশাল বিভাগের।
এই ৩৭ জনের মধ্যে ১ জনের বয়স ৮১ থেকে ৯০ বছরের মধ্যে। ৩ জনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে, ১২ জনের বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে, ৮ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ৩ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, ৩ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ছিল।
বুলেটিনে নাসিমা সুলতানা জানান, কোভিড-১৯ পরীক্ষা নিয়ে অভিযোগ জানাতে একটি লিঙ্ক চালু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। www.dghs.gov.bd ওয়েবসাইটের করোনা কর্নারে এ বিষয়ক অভিযোগ জানানো যাবে।
পুরনো খবর
করোনাভাইরাস: আরও ৩৭ জনের মৃত্যু, ২৯৪৯ রোগী শনাক্ত
করোনাভাইরাস: শনাক্ত রোগী পৌনে ২ লাখ ছাড়াল
করোনাভাইরাস: আরও ৪৬ জনের মৃত্যু, ৩৪৮৯ নতুন রোগী শনাক্ত
করোনাভাইরাস: আরও ৫৫ জনের মৃত্যু
করোনাভাইরাস: দেশে শনাক্ত রোগী ১ লাখ ৬৫ হাজার ছাড়াল
দেশে করোনাভাইরাসে মৃত্যু বেড়ে ২০৫২
দেশে করোনাভাইরাসে মৃত্যু ২ হাজার ছুঁইছুঁই
করোনাভাইরাস: আরও ৪২ জনের মৃত্যু
করোনাভাইরাস: শনাক্ত রোগী দেড় লাখ ছাড়াল
করোনাভাইরাস: এক দিনে রেকর্ড ৬৪ মৃত্যু
করোনাভাইরাস: এক দিনে রেকর্ড ৪০১৪ রোগী শনাক্ত
করোনাভাইরাস: মৃতের সংখ্যা বেড়ে ১৭৩৮
কোভিড-১৯: দেশে আরও ৩৪ জনের মৃত্যু
করোনাভাইরাস: আরও ৪০ জনের মৃত্যু, ৩৮৬৮ নতুন রোগী শনাক্ত
করোনাভাইরাস: দেশে মৃত্যু ছাড়াল ১৬ শ
করোনাভাইরাস: দেশে শনাক্ত রোগী বেড়ে ১,২২,৬৬০
করোনাভাইরাস: আরও ৪৩ জনের মৃত্যু, ৩৪১২ নতুন রোগী শনাক্ত
কোভিড-১৯: মৃত্যু ছাড়াল দেড় হাজার
করোনাভাইরাস: দেশে মৃত্যু বেড়ে ১৪৬৪
কোভিড-১৯: দেশে আরও ৩২৪০ রোগী শনাক্ত, মৃত্যু ৩৭ জনের
করোনাভাইরাস: আরও ৪৫ জনের মৃত্যু, ৩২৪৩ নতুন রোগী শনাক্ত
করোনাভাইরাস: বাংলাদেশে শনাক্ত রোগী লাখ ছাড়াল
করোনাভাইরাস: এক দিনে ৪ হাজারের বেশি রোগী শনাক্ত
করোনাভাইরাস: এক দিনেই অর্ধশত মৃত্যু
করোনাভাইরাস: শনাক্ত ছাড়াল ৯০ হাজার, মৃত্যু ১২০৯
করোনাভাইরাস: শনাক্ত ছাড়াল ৮৭ হাজার, মৃত্যু ১১৭১
করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় চীনকে ছাড়াল বাংলাদেশ
কোভিড-১৯: এক দিনে সর্বোচ্চ শনাক্ত, সর্বাধিক মৃত্যু
করোনাভাইরাস: শনাক্ত ছাড়াল ৭৮ হাজার, মৃত্যু ১০৪৯
করোনাভাইরাসে মৃত্যু হাজার ছাড়াল
করোনাভাইরাস: রেকর্ড মৃত্যুর দিনে শনাক্ত সর্বাধিক রোগী
করোনাভাইরাস: শনাক্ত ছাড়াল ৬৮ হাজার, মৃত্যু ৯৩০
করোনাভাইরাস: এক দিনে সর্বাধিক মৃত্যু
কোভিড-১৯: দেশে আরও ২৬৩৫ রোগী শনাক্ত, মৃত্যু ৩৫
করোনাভাইরাস: মৃত্যু ছাড়াল ৮০০, শনাক্ত রোগী ৬০৩৯১
কোভিড-১৯: শনাক্ত রোগী ৫৫ হাজার ছাড়াল
কোভিড-১৯: শনাক্ত রোগী অর্ধ লক্ষ ছাড়াল, মৃত্যু বেড়ে ৭০৯
কোভিড-১৯: এক দিনে সর্বাধিক মৃত্যু
কোভিড-১৯: এক দিনে রেকর্ড আড়াই হাজার রোগী শনাক্ত
করোনাভাইরাস: এক দিনেই শনাক্ত দুই হাজারের বেশি রোগী
করোনাভাইরাস: দেশে আরও ২২ মৃত্যু, নতুন শনাক্ত দেড় হাজার রোগী
করোনাভাইরাস: মৃত্যু বেড়ে ৫২২, আক্রান্ত ৩৬,৭৫১
কোভিড-১৯: ঈদের আগের দিন এল সর্বোচ্চ মৃত্যুর খবর
কোভিড-১৯: দেশে রেকর্ড সংক্রমণের মধ্যে আরও ২০ মৃত্যু
রেকর্ড মৃত্যুর দিনে শনাক্ত রোগীর সংখ্যা ছাড়াল ৩০ হাজার
করোনাভাইরাস: শনাক্ত রোগী বেড়ে ২৬৭৩৮, মৃত্যু ৩৮৬
কোভিড-১৯: শনাক্ত রোগী ২৫ হাজার ছাড়াল
কোভিড-১৯: রেকর্ড রোগী শনাক্তের দিনে মৃত্যুও সর্বাধিক
করোনাভাইরাস: এক দিনে রেকর্ড ১২৭৩ রোগী শনাক্ত
করোনাভাইরাস: মৃত্যু ছাড়ালো তিনশ, আক্রান্ত প্রায় ২১ হাজার
রেকর্ড রোগী শনাক্তের দিনে আক্রান্ত ছাড়াল ২০ হাজার
কোভিড-১৯: রেকর্ড মৃত্যুর দিনে সর্বাধিক রোগী শনাক্ত
কোভিড-১৯: দেশে মৃত্যু বেড়ে ২৫০
কোভিড-১৯: এক দিনেই শনাক্ত হাজারের বেশি রোগী
এক দিনে ১৪ মৃত্যু, রেকর্ড ৮৮৭ রোগী শনাক্ত
করোনাভাইরাস: মৃত্যু বেড়ে ২১৪, আক্রান্ত ১৩৭৭০
আক্রান্ত ছাড়াল ১৩ হাজার, মৃত্যু বেড়ে ২০৬
করোনাভাইরাসে এক দিনেই ১৩ জনের মৃত্যু
করোনাভাইরাস: আক্রান্ত প্রায় সাড়ে ১২ হাজার
করোনাভাইরাস: আক্রান্ত বেড়ে ১১,৭১৯
একদিনেই ৭৮৬ রোগী শনাক্ত, আক্রান্ত প্রায় ১১ হাজার
করোনাভাইরাস: আক্রান্ত ছাড়াল ১০ হাজার
একদিনে রেকর্ড ৬৬৫ রোগী শনাক্ত, আক্রান্ত বেড়ে ৯৪৫৫
করোনাভাইরাস: আক্রান্ত বেড়ে ৮৭৯০, মৃত্যু ১৭৫ জনের
আক্রান্ত আট হাজার ছাড়ালো, মৃত্যু বেড়ে ১৭০
করোনাভাইরাস: আক্রান্ত বেড়ে ৭৬৬৭, মৃত্যু বেড়ে ১৬৮
কোভিড-১৯: রেকর্ড সংক্রমণের দিনে আক্রান্ত ছাড়ালো ৭ হাজার
একদিনে সর্বোচ্চ সংক্রমণ, আক্রান্ত বেড়ে ৬৪৬২
কোভিড-১৯: মৃত্যু ছাড়ালো দেড়শ, আক্রান্ত বেড়ে ৫৯১৩
করোনাভাইরাস: মৃত্যু বেড়ে ১৪৫, আক্রান্ত মোট ৫৪১৬
করোনাভাইরাস: বাংলাদেশে আক্রান্ত প্রায় পাঁচ হাজার
-
টিকা নিয়ে তারা বললেন, ‘ভয় নেই’
-
অ্যান্টিবায়োটিকের নির্বিচার ব্যবহার বন্ধে প্রধানমন্ত্রীর ৬ প্রস্তাব
-
টিকাযজ্ঞের জন্য প্রস্তুত দেশ
-
পরীক্ষা শেষে প্রথম চালানের টিকা প্রয়োগের অনুমতি
-
টিকাদান উদ্বোধনের সময়ই নিবন্ধন শুরুর ভাবনা
-
টিকা থাকছে কোথায়, কারা কীভাবে পাবে?
-
বাংলাদেশে ‘কোভ্যাক্সিনের’ ক্লিনিক্যাল ট্রায়ালের আবেদন
-
দেশে এল টিকা
সর্বাধিক পঠিত
- এইচএসসির ফল প্রকাশ, সনদ বিতরণের ক্ষমতা পেল সব শিক্ষাবোর্ড
- চট্টগ্রামের মেয়র পদে বিজয়ী রেজাউল
- কোভিড-১৯: নার্স রুনুর জয়বাংলা ধ্বনিতে বাংলাদেশে টিকাযজ্ঞ শুরু
- প্রথম ফোনালাপেই পুতিনকে ‘সতর্ক’ করলেন বাইডেন
- অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে চমক তানভির, টেস্টে স্টেকেটি
- নতুন জাতীয় নির্বাচক রাজ্জাক
- কোভিড-১৯: দেশে ২৪ ঘণ্টায় সুস্থের চেয়ে আক্রান্ত বেশি
- চারে মিরাজ, দশে ফিরলেন মুস্তাফিজ
- বিদায়ের আগে কাঁপিয়ে যাবে শীত
- মেসি-ডি ইয়ংয়ের গোলে শেষ আটে বার্সা