বয়সভিত্তিক দলগুলোতে দুটি প্রিলিমিনারি ও সেকেন্ডারি অনলাইন পরীক্ষার মাধ্যমে বাছাইকৃতদের নিয়ে শনিবার আয়োজিত অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বে অংশ নিয়েছেন দেড়শ জন।
Published : 28 Apr 2024, 11:26 PM
মহাকাশ বিজ্ঞান, স্পেস রোবটিক্স, স্পেস টেকনোলজি ও ইনোভেশন, সোলার সিস্টেম, গ্যালাক্সি, স্পেস প্রোগ্রামিং ও কসমোলজি নিয়ে শিক্ষার্থীদের আগ্রহী করে তুলতে দেশে প্রথমবার অনুষ্ঠিত হল স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াডের ২০২৩ পর্ব।
এর আগে অলিম্পিয়াডকে কেন্দ্র করে সারাদেশের আটটি বিভাগে অ্যাস্ট্রোনট ক্যাম্প, দেড়শটি স্কুল ক্যাম্পেইন, জেলাভিত্তিক ডাটা বুটক্যাম্প হয়েছে বলে জানিয়েছে আয়োজক সংগঠন বাংলাদেশ ইনোভেশন ফোরাম।
এতে ছয় থেকে নয়, ১০ থেকে ১২ ও ১৩ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদেরকে তিনটি দলে ভাগ করা হয়েছিল।
এর পাশাপাশি, আয়োজনে ১২টি ‘স্পেস টক’ প্রশ্নোত্তর পর্ব পরিচালিত হয়েছে, যেখানে শিশুদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন মহাকাশ বিজ্ঞানী ও গবেষকরা। এ ছাড়া, বিভিন্ন অনলাইন কুইজ ও মক টেস্ট সফটওয়্যার দিয়ে প্রতিযোগীদের নিজস্ব মেধা যাচাইয়ের সুযোগও ছিল এতে।
বয়সভিত্তিক দলগুলোতে দুটি প্রিলিমিনারি ও সেকেন্ডারি অনলাইন পরীক্ষার মাধ্যমে বাছাইকৃতদের নিয়ে শনিবার আয়োজিত অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বে অংশ নিয়েছেন দেড়শ জন।
‘আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’তে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রতিযোগিতায় তিনটি গ্রুপ থেকেই চ্যাম্পিয়ন, রানার্সআপ, দ্বিতীয় রানার্সআপ ঘোষিত হয়। পাশাপাশি, একজন পেয়েছেন ‘এক্সেলেন্স অ্যাওয়ার্ড’।
আয়োজনে ছয় থেকে নয় বছরের বিভাগে চ্যাম্পিয়ন, রানার্সআপ, দ্বিতীয় রানার্সআপ হয়েছেন যথাক্রমে চট্টগ্রামের সিডিএ পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী নুসাইব হাসান লাবিব, ঢাকার এসএফএক্স গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের আরহাম মো. নুসায়ের ও মো. সাফওয়ান হাসান।
১০-১২ বছর বিভাগে চ্যাম্পিয়ন, রানার্সআপ, দ্বিতীয় রানার্সআপ হয়েছেন যথাক্রমে ঢাকার এন.আলম মেরিট কেয়ার স্কুলের আমিনুর রাহমান সাজিম, ঢাকার লর্ডস ইন ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী সুবাহ সাফায়েত সিজদা ও ঢাকার প্লে-পেন স্কুলের আদইয়ান ওমাইর ইসলাম।
১৩-১৪ বছর বিভাগে চ্যাম্পিয়ন, রানার্সআপ, দ্বিতীয় রানার্সআপ হয়েছেন যথাক্রমে ঢাকার মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থী লিদিকা রাহমান, ইউনিভার্সেল টিউটোরিয়াল, ঢাকা থেকে ওয়াফিক করিম ও প্লে- পেন স্কুলের কাজী জরজিস নিভান।
এক্সেলেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন কুমিল্লার নওয়াব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জাদেদা জাওয়াদ ত্রানা।
আয়োজনের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্বাহী সেল ও পিইপিজেড-এর মহাপরিচালক শাহিদা সুলতানা বলেন, “বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর পড়াশোনা পরিপূর্ণ আনন্দদায়ক করতে গেলে হাতে-কলমে বিজ্ঞান শিক্ষা খুব গুরুত্বপূর্ণ।”
আয়োজনের সভাপতি ‘আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)’র প্রো ভাইস চ্যান্সেলর ড. মো. আব্দুর রহমান বলেন, “এ ধরনের প্রোগ্রামের মাধ্যমে শিশু-কিশোররা বিভিন্ন নতুন জিনিস শিখতে পারবে, যা তাদের একাডেমিক কার্যক্রমকে আরও গতিশীল করবে।”
আয়োজনটিতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রেসিডেন্ট আরিফুল হাসান অপু ও স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াডের যুক্তরাষ্ট্র অংশের ইউএসএ, কান্ট্রি হেড, মোহাম্মাদ মাহদী উজ জামান।
আয়োজনটির স্পন্সর ছিল ‘এসিআই পিওর সল্ট’।