করোনাভাইরাস: মৃত্যু বেড়ে ৩০০০
নিজস্ব প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Jul 2020 02:43 PM BdST Updated: 28 Jul 2020 03:42 PM BdST
দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ার ১৪৩ দিনের মাথায় সরকারি হিসাবে মৃতের সংখ্যা তিন হাজার ছাড়িয়ে গেল, শনাক্ত রোগীর সংখ্যা দুই লাখ ত্রিশ হাজারের ঘর ছুঁই ছুঁই করছে।
Related Stories
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। তাতে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩ হাজার।
গত এক দিনে আরও ২ হাজার ৯৬০ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। দেশে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৯ হাজার ১৮৫ জনে।
আইইডিসিআরের ‘অনুমিত’ হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৭৩১ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ১ লাখ ২৭ হাজার ৪১৪ জন হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা মঙ্গলবার দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ, তার ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।
প্রায় এক মাস পর ২০ এপ্রিল মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছিল। তা ৫০০ ছাড়ায় গত ২৫ মে। এরপর ১০ জুন মৃতের সংখ্যা হাজার ছাড়ায়। দেড় হাজার ছাড়ায় ২২ জুন।
করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ৮৫ দিন পর ৫ জুলাই মৃতের সংখ্যা দুই হাজারের ঘর ছাড়িয়ে যায়। এরপর তা আড়াই হাজারের ঘর ছাড়িয়ে যায় ১৭ জুলাই। মঙ্গলবার সেই সংখ্যা তিন হাজারের ঘর স্পর্শ করল।
এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয় স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।
মৃত্যুর সংখ্যায় বৃদ্ধি | সময় লেগেছে |
০-৫০০ জন | ২ মাস ৭ দিন |
৫০০-১০০০ জন | ১৬ দিন |
১০০০-১৫০০ জন | ১২ দিন |
১৫০০-২০০০ জন | ১৩ দিন |
২০০০-২৫০০ জন | ১২ দিন |
২৫০০-৩০০০ জন | ১১ দিন |
৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ার পর তা দুই লাখ পেরিয়ে যায় ১৮ জুলাই। এর মধ্যে ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ।
ড. নাসিমা সুলতানা বলেন, গত এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে ২৬ জন পুরুষ, ৯ জন নারী। ২৬ জন হাসপাতালে এবং ৮ জন বাড়িতে মারা গেছেন; আর ১ জনকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়।
এই ৩৫ জনের মধ্যে ৪ জনের বয়স ছিল ৮০ বছরের বেশি। এছাড়া ৩ জনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে, ১৩ জনের বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে, ১০ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ৩ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে এবং ২ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ছিল।
তাদের ১২ জন ঢাকা বিভাগের, ৫ জন চট্টগ্রাম বিভাগের, ৪ জন খুলনা বিভাগের, ৪ জন সিলেট বিভাগের, ৩ জন রাজশাহী বিভাগের, ২ জন রংপুর বিভাগের, ২ জন ময়মনসিংহ বিভাগের এবং ৩ জন বরিশাল বিভাগের বাসিন্দা ছিলেন।
নাসিমা সুলতানা জানান, এ পর্যন্ত মারা যাওয়া ৩ হাজার জনের মধ্যে ২ হাজার ৩৫৮ জন পুরুষ এবং ৬৪২ জন নারী।
তাদের মধ্যে এক হাজার ৩৭৪ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি। এছাড়া ৮৬৯ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ৪২৫ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, ২০০ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে, ৮৪ জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে, ৩০ জনের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে এবং ১৮ জনের বয়স ছিল ১০ বছরের কম ছিল।
এক হাজার ৪৪৪ জন ঢাকা বিভাগের, ৭৩১ জন চট্টগ্রাম বিভাগের, ১৭৭ জন রাজশাহী বিভাগের, ২১২ জন খুলনা বিভাগের, ১১৫ জন বরিশাল বিভাগের, ১৪৪ জন সিলেট বিভাগের, ১১৩ জন রংপর বিভাগের এবং ৬৪ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন।
বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৮১টি ল্যাবে ১২ হাজার ৭১৪টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১১ লাখ ৩৭ হাজার ১৩১টি।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৩ দশমিক ২৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৫ দশমিক ৫৯ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩১ শতাংশ।
নাসিমা সুলতানা জানান, করোনাভাইরাসের সেবা নিয়ে কোনো অভিযোগ থাকলে তা স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েব সাইট www.dghs.gov.bd এর CORONA কর্ণারে ‘করোনা বিষয়ক অভিযোগ প্রেরণ’লিংকে অথবা http://app.dghs.gov.bd/covid19-complaint লিংক ব্যবহার করে পাঠানো যাবে।
পুরনো খবর
করোনাভাইরাস: শনাক্ত রোগী সোয়া ২ লাখ ছাড়াল
করোনাভাইরাসে দেশে আরও ৫৪ মৃত্যু
করোনাভাইরাস: শনাক্ত রোগী ২ লাখ ২১ হাজার ছাড়াল
করোনাভাইরাসে দেশে আরও ৩৫ জনের মৃত্যু
করোনাভাইরাস: মৃত্যু ছাড়াল ২৮০০
করোনাভাইরাস: আরও ৪২ জনের মৃত্যু, ২৭৪৪ রোগী শনাক্ত
করোনাভাইরাস: শনাক্ত রোগী ২ লাখ ১০ হাজার ছাড়াল
করোনাভাইরাস: আরও অর্ধশত মৃত্যু
করোনাভাইরাস: আরও ৩৭ জনের মৃত্যু, ২৪৫৯ রোগী শনাক্ত
দেশে এক মাসে আরও এক লাখ কোভিড-১৯ রোগী শনাক্ত
করোনাভাইরাস: মৃত্যু ছাড়াল আড়াই হাজার, শনাক্ত দুই লাখ ছুঁইছুঁই
করোনাভাইরাসে মৃত্যু আড়াই হাজার ছুঁইছুঁই
করোনাভাইরাসে দেশে আরও ৩৩ মৃত্যু
করোনাভাইরাস: দেশে শনাক্ত রোগী ১ লাখ ৯০ হাজার ছাড়াল
করোনাভাইরাস: আরও ৩৯ জনের মৃত্যু, ৩০৯৯ রোগী শনাক্ত
করোনাভাইরাস: দেশে মৃত্যু বেড়ে ২৩৫২
করোনাভাইরাসে দেশে আরও ৩০ জনের মৃত্যু
করোনাভাইরাস: আরও ৩৭ জনের মৃত্যু, ২৯৪৯ রোগী শনাক্ত
করোনাভাইরাস: শনাক্ত রোগী পৌনে ২ লাখ ছাড়াল
করোনাভাইরাস: আরও ৪৬ জনের মৃত্যু, ৩৪৮৯ নতুন রোগী শনাক্ত
করোনাভাইরাস: আরও ৫৫ জনের মৃত্যু
করোনাভাইরাস: দেশে শনাক্ত রোগী ১ লাখ ৬৫ হাজার ছাড়াল
দেশে করোনাভাইরাসে মৃত্যু বেড়ে ২০৫২
দেশে করোনাভাইরাসে মৃত্যু ২ হাজার ছুঁইছুঁই
করোনাভাইরাস: আরও ৪২ জনের মৃত্যু
করোনাভাইরাস: শনাক্ত রোগী দেড় লাখ ছাড়াল
করোনাভাইরাস: এক দিনে রেকর্ড ৬৪ মৃত্যু
করোনাভাইরাস: এক দিনে রেকর্ড ৪০১৪ রোগী শনাক্ত
করোনাভাইরাস: মৃতের সংখ্যা বেড়ে ১৭৩৮
কোভিড-১৯: দেশে আরও ৩৪ জনের মৃত্যু
করোনাভাইরাস: আরও ৪০ জনের মৃত্যু, ৩৮৬৮ নতুন রোগী শনাক্ত
করোনাভাইরাস: দেশে মৃত্যু ছাড়াল ১৬ শ
করোনাভাইরাস: দেশে শনাক্ত রোগী বেড়ে ১,২২,৬৬০
করোনাভাইরাস: আরও ৪৩ জনের মৃত্যু, ৩৪১২ নতুন রোগী শনাক্ত
কোভিড-১৯: মৃত্যু ছাড়াল দেড় হাজার
করোনাভাইরাস: দেশে মৃত্যু বেড়ে ১৪৬৪
কোভিড-১৯: দেশে আরও ৩২৪০ রোগী শনাক্ত, মৃত্যু ৩৭ জনের
করোনাভাইরাস: আরও ৪৫ জনের মৃত্যু, ৩২৪৩ নতুন রোগী শনাক্ত
করোনাভাইরাস: বাংলাদেশে শনাক্ত রোগী লাখ ছাড়াল
করোনাভাইরাস: এক দিনে ৪ হাজারের বেশি রোগী শনাক্ত
করোনাভাইরাস: এক দিনেই অর্ধশত মৃত্যু
করোনাভাইরাস: শনাক্ত ছাড়াল ৯০ হাজার, মৃত্যু ১২০৯
করোনাভাইরাস: শনাক্ত ছাড়াল ৮৭ হাজার, মৃত্যু ১১৭১
করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় চীনকে ছাড়াল বাংলাদেশ
কোভিড-১৯: এক দিনে সর্বোচ্চ শনাক্ত, সর্বাধিক মৃত্যু
করোনাভাইরাস: শনাক্ত ছাড়াল ৭৮ হাজার, মৃত্যু ১০৪৯
করোনাভাইরাসে মৃত্যু হাজার ছাড়াল
করোনাভাইরাস: রেকর্ড মৃত্যুর দিনে শনাক্ত সর্বাধিক রোগী
করোনাভাইরাস: শনাক্ত ছাড়াল ৬৮ হাজার, মৃত্যু ৯৩০
করোনাভাইরাস: এক দিনে সর্বাধিক মৃত্যু
কোভিড-১৯: দেশে আরও ২৬৩৫ রোগী শনাক্ত, মৃত্যু ৩৫
করোনাভাইরাস: মৃত্যু ছাড়াল ৮০০, শনাক্ত রোগী ৬০৩৯১
কোভিড-১৯: শনাক্ত রোগী ৫৫ হাজার ছাড়াল
কোভিড-১৯: শনাক্ত রোগী অর্ধ লক্ষ ছাড়াল, মৃত্যু বেড়ে ৭০৯
কোভিড-১৯: এক দিনে সর্বাধিক মৃত্যু
কোভিড-১৯: এক দিনে রেকর্ড আড়াই হাজার রোগী শনাক্ত
করোনাভাইরাস: এক দিনেই শনাক্ত দুই হাজারের বেশি রোগী
করোনাভাইরাস: দেশে আরও ২২ মৃত্যু, নতুন শনাক্ত দেড় হাজার রোগী
করোনাভাইরাস: মৃত্যু বেড়ে ৫২২, আক্রান্ত ৩৬,৭৫১
কোভিড-১৯: ঈদের আগের দিন এল সর্বোচ্চ মৃত্যুর খবর
কোভিড-১৯: দেশে রেকর্ড সংক্রমণের মধ্যে আরও ২০ মৃত্যু
রেকর্ড মৃত্যুর দিনে শনাক্ত রোগীর সংখ্যা ছাড়াল ৩০ হাজার
করোনাভাইরাস: শনাক্ত রোগী বেড়ে ২৬৭৩৮, মৃত্যু ৩৮৬
কোভিড-১৯: শনাক্ত রোগী ২৫ হাজার ছাড়াল
কোভিড-১৯: রেকর্ড রোগী শনাক্তের দিনে মৃত্যুও সর্বাধিক
করোনাভাইরাস: এক দিনে রেকর্ড ১২৭৩ রোগী শনাক্ত
করোনাভাইরাস: মৃত্যু ছাড়ালো তিনশ, আক্রান্ত প্রায় ২১ হাজার
রেকর্ড রোগী শনাক্তের দিনে আক্রান্ত ছাড়াল ২০ হাজার
কোভিড-১৯: রেকর্ড মৃত্যুর দিনে সর্বাধিক রোগী শনাক্ত
কোভিড-১৯: দেশে মৃত্যু বেড়ে ২৫০
কোভিড-১৯: এক দিনেই শনাক্ত হাজারের বেশি রোগী
এক দিনে ১৪ মৃত্যু, রেকর্ড ৮৮৭ রোগী শনাক্ত
করোনাভাইরাস: মৃত্যু বেড়ে ২১৪, আক্রান্ত ১৩৭৭০
আক্রান্ত ছাড়াল ১৩ হাজার, মৃত্যু বেড়ে ২০৬
করোনাভাইরাসে এক দিনেই ১৩ জনের মৃত্যু
করোনাভাইরাস: আক্রান্ত প্রায় সাড়ে ১২ হাজার
করোনাভাইরাস: আক্রান্ত বেড়ে ১১,৭১৯
একদিনেই ৭৮৬ রোগী শনাক্ত, আক্রান্ত প্রায় ১১ হাজার
করোনাভাইরাস: আক্রান্ত ছাড়াল ১০ হাজার
একদিনে রেকর্ড ৬৬৫ রোগী শনাক্ত, আক্রান্ত বেড়ে ৯৪৫৫
করোনাভাইরাস: আক্রান্ত বেড়ে ৮৭৯০, মৃত্যু ১৭৫ জনের
আক্রান্ত আট হাজার ছাড়ালো, মৃত্যু বেড়ে ১৭০
করোনাভাইরাস: আক্রান্ত বেড়ে ৭৬৬৭, মৃত্যু বেড়ে ১৬৮
কোভিড-১৯: রেকর্ড সংক্রমণের দিনে আক্রান্ত ছাড়ালো ৭ হাজার
একদিনে সর্বোচ্চ সংক্রমণ, আক্রান্ত বেড়ে ৬৪৬২
কোভিড-১৯: মৃত্যু ছাড়ালো দেড়শ, আক্রান্ত বেড়ে ৫৯১৩
করোনাভাইরাস: মৃত্যু বেড়ে ১৪৫, আক্রান্ত মোট ৫৪১৬
করোনাভাইরাস: বাংলাদেশে আক্রান্ত প্রায় পাঁচ হাজার
-
ঢাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণে, দাবি এলজিআরডি মন্ত্রীর
-
অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার আলোকে আইসিটি বিভাগের ১২ উদ্যোগ
-
রাজধানীতে ৬ চাঁদাবাজ গ্রেপ্তার
-
দ্বিতীয় ধাপের লড়াই দেখতে প্রস্তুত ৬০ পৌরসভা
-
ঐতিহ্য বজায় রেখে টিএসসি সংস্কারের পরামর্শ
-
জঙ্গিবাদ মুক্তির উপায়: যা ভাবছেন শিক্ষক-শিক্ষার্থীরা
-
মঞ্জুর হত্যা: মৃত এরশাদের নাম বাদ দিয়ে সম্পূরক অভিযোগপত্র
-
রাজধানীতে আইস, হেরোইনসহ গ্রেপ্তার ৪
সর্বাধিক পঠিত
- অভিষেকে অনুজ্জ্বল টেন্ডুলকারের ছেলে
- শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ল ৩০ জানুয়ারি পর্যন্ত
- প্রস্তুত হচ্ছে উইন্ডিজ, উল্টো রথে বাংলাদেশ
- পাকিস্তান টেস্ট দলে ৯ নতুন মুখ
- ‘মুরগির কলিজা দিয়ে ক্রিকেট হয় না’, মিসবাহর দল নিয়ে আফ্রিদি
- চালের বাজারে লাগাম, ‘ছুটছে’ তেলের দাম
- ভারতের ক্যাচ মিসের মহড়ায় লাবুশেনের সেঞ্চুরি
- অস্ট্রেলিয়ার ১০৩৩ উইকেটের বিপক্ষে ভারতের ১৩
- ১৪৫ গানের স্বত্ব বেচে দিলেন শাকিরা
- খেলোয়াড়ি জীবনের ইতি টেনে ডার্বির স্থায়ী কোচ রুনি