জাপা প্রার্থী ইভিএমকে বিতর্কিত করার চেষ্টা করছেন: রিটার্নিং কর্মকর্তা

রিটার্নিং কর্মকর্তা বলেন, “তার এমন অভিযোগ জানার পর প্রিসাইডিং কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। ইভিএমের কোনো ত্রুটি ছিল না।”

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Dec 2022, 07:21 AM
Updated : 27 Dec 2022, 07:21 AM

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা ইভিএম ও নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নগরীর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিতে জাতীয় পার্টির মেয়র প্রার্থী মুস্তাফিজুর রহমান মোস্তফা মঙ্গলবার সকাল ৯টায় আলমনগর কলেজ রোড সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আসেন। এ সময় ইভিএমে ত্রুটি দেখা দিলে তাকে অপেক্ষা করতে হয়।

সাড়ে ৯টার দিকে ভোট প্রদান শেষে কেন্দ্রের বাইরে এসে সাংবাদিকদের কাছে ইভিএম নিয়ে হতাশা ও অসন্তোষ প্রকাশ করেন মোস্তফা।

জাতীয় পার্টির প্রার্থীর মোস্তফার অভিযোগের পরিপ্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তা বলেন, “তার এমন অভিযোগ জানার পর প্রিসাইডিং কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। একজন ভোটার ভোট দিচ্ছিলেন। তাকে একটু অপেক্ষা করতে বলা হয়েছিল। কিন্তু তিনি তা না করে ইভিএম ও নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছেন।”

নিজের ভোট দিতে এসে ইভিএমের ত্রুটির কথা জানিয়ে মোস্তফা বলেন, “ইভিএমের ত্রুটির কারণে প্রথম দফায় ভোট দিতে পারিনি। দ্বিতীয়বারের চেষ্টায় ভোট দিয়েছি।

“যারা ইভিএমে ভোট দেয়নি প্রত্যন্ত এলাকায় তাদের কী হবে? এ ক্ষেত্রে ভোট কাস্টিং কম হবে। ভোট কাস্ট কম হলে আমার জন্যই ক্ষতি।”

এ সময় প্রতিটি কেন্দ্রে একজন করে ইভিএম বিশেষজ্ঞ থাকা উচিত বলে উল্লেখ করেন সদ্য সাবেক এই মেয়র।

এ প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা বলেন, “ইভিএমের কোনো ত্রুটি নেই। কিছু ভোটারের হাতের আঙুল পরিষ্কার না থাকায় ফিঙ্গার ছাপ মিলছে না। হাত পরিষ্কার করার নির্দেশ দেওয়া হচ্ছে।”

আরও পড়ুন:

Also Read: ইভিএমে ত্রুটি: জাপার মেয়র প্রার্থীর ভোট দিতে দেরি

Also Read: “ইভিএমের পিছনের কারিগররা যদি নিরপেক্ষ থাকে তাহলে সুষ্ঠু ভোট সম্ভব”

Also Read: রংপুর সিটি নির্বাচন: বেলা বাড়ছে, ভোটের লাইনও

Also Read: ভোট দিচ্ছে রংপুর

Also Read: সিসি ক্যামেরায় রংপুরের ভোট দেখছে ইসি

Also Read: রংপুর সিটি: ইভিএমে ভোট দেবেন যেভাবে

Also Read: রংপুর সিটিতে ভোট: ঝুকিপূর্ণ কেন্দ্রে সিসিটিভিতে ‘নিবিড় পর্যবেক্ষণ’

Also Read: রংপুর সিটি ভোট: ৩৭ শতাংশ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, ৬ স্তরের নিরাপত্তা

Also Read: রংপুর সিটি নির্বাচন: আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ ৫ দিন

Also Read: রংপুর সিটিতে নতুন যুক্ত হওয়া এলাকায় উন্নয়নের প্রতিশ্রুতি ডালিয়ার

Also Read: রংপুর সিটিতে ইভিএমের মক ভোটিং নিয়ে অসন্তোষ জাপা প্রার্থীর

Also Read: ভোটে অনিয়ম হলে ‘তাৎক্ষণিক অ্যাকশন’: মোস্তফা

Also Read: রংপুরে ভোটের মাঠে থাকবেন ৪৯ ম্যাজিস্ট্রেট

Also Read: সংঘাত করতে চাইলে কেউ মাঠে টিকতে পারবে না: মোস্তফা

Also Read: সিটি করপোরেশন নির্বাচন: প্রচারে উৎসবমুখর রংপুর নগর

Also Read: রংপুর সিটি নির্বাচন: উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দেওয়ার আহ্বান কেন্দ্রীয় নেতাদের

Also Read: রংপুর সিটি নির্বাচনে আইনশৃঙ্খলা ভালো থাকবে, আশ্বাস সিইসির

Also Read: রংপুরে সুষ্ঠু নির্বাচনের সব ব্যবস্থা নিয়েছে কমিশন: সিইসি

Also Read: রংপুর সিটি নির্বাচন: সম্পদে আওয়ামী লীগ প্রার্থী জাপার চেয়ে এগিয়ে

Also Read: রংপুর সিটি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর

Also Read: রংপুর সিটি: উন্নয়নের জন্য নৌকায় ভোট চাইলেন ডালিয়া

Also Read: রংপুর সিটি নির্বাচন: আওয়ামী লীগ প্রার্থীর ইশতেহার ঘোষণা

Also Read: রংপুর সিটি নির্বাচন: প্রতীক পেয়ে প্রচারণা শুরু

Also Read: রংপুর সিটি নির্বাচন: আপিল নিষ্পত্তি শেষে বৈধ প্রার্থী ২৬২

Also Read: রংপুরে সিটি নির্বাচন: মেয়র পদে ১০ মনোনয়নপত্র বৈধ

Also Read: রংপুর সিটিতে ২৮০ প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

Also Read: রংপুরে ‘বিদ্রোহীরা সরে যাবেন’, আশা আওয়ামী লীগ প্রার্থীর

Also Read: রংপুর সিটি নির্বাচনে মনোনয়নপত্র নিলেন আওয়ামী লীগের ডালিয়া

Also Read: প্রচার চালিয়েও রংপুর সিটি ভোট থেকে সরে গেলেন জামায়াত নেতা

Also Read: ইভিএমেও আস্থা আনতে হবে: ইসি রাশিদা

Also Read: রংপুরে শেষ মুহূর্তের প্রচারে প্রার্থীরা, মাঠে থাকবে বিজিবি