পুলিশ জানায়, বুধবার ঝুট ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষের সময় জিয়া দেওয়ান আধিপত্য জানান দিতে পিস্তল বের করে দুইটি গুলি ছুড়েছিলেন।
Published : 20 Apr 2025, 01:46 PM
ঢাকার সাভারে একজনকে আটকের পর তার দেওয়া তথ্য মতে কবরস্থানে লুকিয়ে রাখা বিদেশি পিস্তল উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।
শনিবার বিকালে গাজীপুর থেকে ওই ব্যক্তিকে আটক করা হয় বলে রোববার সকালে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
গ্রেপ্তার মো. জিয়া দেওয়ান (৪০) আশুলিয়ার ছিড়াবো ফুলবাগান এলাকার মো. আলী দেওয়ান নেওয়াজের ছেলে।
জিয়া দেওয়ানকে ‘চিহ্নিত সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করে সংবাদ সম্মলনে অতিরিক্ত পুলিশ সুপার কবির বলেন, “বুধবার আশুলিয়ার জিরাবো ফুলবাগান রোডে অবস্থিত এসএএস প্যাকেজিং কার্টুন ফ্যাক্টরির ওয়েস্টেজ ব্যবসাকে কেন্দ্র করে জিয়া এবং মামুন গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।
“এ সময় সন্ত্রাসী জিয়া দেওয়ান নিজের আধিপত্য জানান দিতে পিস্তল বের করে দুইটি ফাঁকা গুলি ছোড়ে। এরপর থেকে পুলিশ প্রশাসন সোচ্চার হয় এবং জিয়া দেওয়ানকে গ্রেপ্তারে অভিযানে নামে।”
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, পরে গাজীপুর মেট্রোপলিটন সদর থানা ও পূবাইল থানা এলাকায় অভিযান চালিয়ে জিয়া দেওয়ানকে গ্রেপ্তার করা হয়।
“এ সময় তার দেওয়া তথ্য মতে আশুলিয়ার জিরাবো এলাকা নিজ বাড়ির পাশের কবরস্থান থেকে যুক্তরাষ্ট্রে তৈরি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়।
“পিস্তলটি কবরস্থানের কলা গাছের নিচে পলিথিনের ভেতর কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় লুকিয়ে রাখা ছিল।”
এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশ কর্মকর্তা কবির।
সংবাদ সম্মেলনে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি মো. জালাল উদ্দিন উপস্থিত ছিলেন।