এর মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট ৩৩ জন এবং বিচারিক ম্যাজিস্ট্রেট ১৬ জন।
Published : 21 Dec 2022, 02:09 PM
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণের আগে-পরে পাঁচ দিন দায়িত্ব পালন করবেন ৪৯ ম্যাজিস্ট্রেট।
নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, এর মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট ৩৩ জন এবং বিচারিক ম্যাজিস্ট্রেট ১৬ জন।
তিনি আরও বলেন, বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য রংপুর জেলা প্রশাসককে নির্দেশনা পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, আগামী ২৭ ডিসেম্বর রসিক নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করার জন্য ২৫ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত চার দিন প্রতি ওয়ার্ডে একজন করে মোট ৩৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত দিয়েছে কমিশন। বর্তমানে ১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভোটের মাঠে দায়িত্ব পালন করছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্ট আইন-২০০৯ এবং স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯ ও স্থানীয় সরকার (সিটি করপোরেশন) নির্বাচন বিধিমালা-২০১০ অনুযায়ী নির্বাচনী অপরাধ রোধ, বিজিবির স্ট্রাইকিং ফোর্সের সঙ্গে দায়িত্ব পালন ও আইন-শৃঙ্খলা রক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন।
এদিকে ইসির আইন শাখার উপ-সচিব মো. আব্দুছ সালাম জানিয়েছেন, প্রতি দুই ওয়ার্ডের জন্য একজন করে বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন। তবে ২৯, ৩০ ও ৩১ নম্বর ওয়ার্ডের জন্য থাকবেন একজন বিচারিক ম্যাজিস্ট্রেট। মোট ১৬ জন বিচারিক ম্যাজিন্ট্রেট দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউরের সেকশন-১০ অনুযায়ী সংক্ষিপ্ত বিচার কাজ সম্পন্ন করবেন। তারা ভোটের এলাকায় থাকবেন ২৫ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত।
রংপুর সিটি নির্বাচনে মোট প্রার্থী রয়েছেন ২৭০ জন। এক্ষেত্রে মেয়র পদে নয়জন, সাধারণ কাউন্সিলর পদে ১৯২ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মেয়র পদে নয় প্রার্থী হলেন, জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা, আওয়ামী লীগের অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) শফিয়ার রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল, খেলাফত মজলিশের তৌহিদুর রহমান মণ্ডল রাজু, জাকের পার্টির খোরশেদ আলম খোকন, বাংলাদেশ কংগ্রেসের আবু রায়হান এবং স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান বনি ও লতিফুর রহমান মিলন।
নির্বাচনে দুই লাখ ১২ হাজার ৩০২ পুরুষ এবং দুই লাখ ১৪ হাজার ১৬৭ নারী ভোটার ২২৯টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। নির্বাচনী প্রচার চলবে ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৭ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
২০১৭ সালের ২১ ডিসেম্বর এই সিটিতে সর্বশেষ নির্বাচন হয়েছিল। নির্বাচিত করপোরেশনের প্রথম সভা হয়েছিল ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি।
আরও পড়ুন:
সংঘাত করতে চাইলে কেউ মাঠে টিকতে পারবে না: মোস্তফা
সিটি করপোরেশন নির্বাচন: প্রচারে উৎসবমুখর রংপুর নগর
রংপুর সিটি নির্বাচন: উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দেওয়ার আহ্বান কেন্দ্রীয় নেতাদের
রংপুর সিটি নির্বাচনে আইনশৃঙ্খলা ভালো থাকবে, আশ্বাস সিইসির
রংপুরে সুষ্ঠু নির্বাচনের সব ব্যবস্থা নিয়েছে কমিশন: সিইসি
রংপুর সিটি নির্বাচন: সম্পদে আওয়ামী লীগ প্রার্থী জাপার চেয়ে এগিয়ে
রংপুর সিটি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর
রংপুর সিটি: উন্নয়নের জন্য নৌকায় ভোট চাইলেন ডালিয়া
রংপুর সিটি নির্বাচন: আওয়ামী লীগ প্রার্থীর ইশতেহার ঘোষণা
রংপুর সিটি নির্বাচন: প্রতীক পেয়ে প্রচারণা শুরু
রংপুর সিটি নির্বাচন: আপিল নিষ্পত্তি শেষে বৈধ প্রার্থী ২৬২
রংপুরে সিটি নির্বাচন: মেয়র পদে ১০ মনোনয়নপত্র বৈধ
রংপুরে ‘বিদ্রোহীরা সরে যাবেন’, আশা আওয়ামী লীগ প্রার্থীর
“ইভিএমের পিছনের কারিগররা যদি নিরপেক্ষ থাকে তাহলে সুষ্ঠু ভোট সম্ভব”
প্রচার চালিয়েও রংপুর সিটি ভোট থেকে সরে গেলেন জামায়াত নেতা
রংপুর সিটিতে ২৮০ প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ