ইশতেহারে ডালিয়া স্কুল-কলেজের উন্নয়ন, নারীর কাজের সুযোগ বৃদ্ধি এবং বেকারত্ব ঘোচাতে কাজ করার প্রতিশ্রুতি দেন।
Published : 09 Dec 2022, 08:06 PM
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া নগরীর নানা উন্নয়নসহ ২৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে তিনি ইশতেহার ঘোষণা করেন।
তার ঘোষিত ইশতেহারে নগরীতে মাস্টার প্ল্যান করে পরিকল্পিত উন্নয়ন, জলবদ্ধতা নিরসন, বেকারত্ব দূরকরণ, যানজট সমস্যা থেকে উত্তরণ, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনাসহ নানা অগ্রাধিকার পরিকল্পনার কথা বলা হয়েছে।
ইশতেহার ঘোষণার সময় ডালিয়া শ্যামা সুন্দরী খালের দুপাশে মাটি ভরাট করে উঁচু করা জায়গা দিয়ে রিকশা ও অটোরিকশা যাওয়ার জন্য ওয়ানওয়ে রাস্তা তৈরি, স্থানীয় সরকারের আওতায় থাকা স্কুল-কলেজগুলোর উন্নয়ন, নারীদের কাজের সুযোগ বৃদ্ধির চেষ্টা এবং বেকারত্ব ঘোচানোর কাজ করার প্রতিশ্রুতি দেন।
তিনি মেয়র হলে রংপুর সিটি কর্পোরেশনের মধ্যে ৫টি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন, সিটি করপোরেশনের বিদ্যমান কমিউনিটিগুলোতে অ্যাম্বুলেন্স নিয়ে আসা এবং নারীদের কুটির শিল্প বাড়ানোর চেষ্টা করার আশ্বাসও দেন।
আগামী ২৭ ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
এ সময় মহানগর আওয়ামী লীগের সভাপতি সফিয়ার রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, সহ-সভাপতি আবুল কাশেম, দিলশাদ ইসলাম মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক নওশাদ রশিদ, উপ-দপ্তর সম্পাদক আবু সাদাত শাওনসহ দলের নানা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।