রংপুর সিটি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর

ফলে ওই ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে কোনো নির্বাচন হবে না।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Dec 2022, 01:49 PM
Updated : 12 Dec 2022, 01:49 PM

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ৩০ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সাবেক এক কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সোমবার দুপুরে রিটার্রিং কর্মকর্তা আব্দুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ওই ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে জাহাঙ্গীর আলম তোতাসহ দু'জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। অপরজন বর্তমান কাউন্সিলর মালেক নিয়াজ আরজু।

“তবে মামলা জটিলতায় আরজুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। পরে বিভাগীয় কমিশনার কার্যালয়ে আপিলেও একই রায় আসে।”

ওই ওয়ার্ডে আর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় জাহাঙ্গীর আলম তোতাকে কাউন্সিলর ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

ফলে ওই ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে কোনো নির্বাচন হবে না।

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ৯ জন মেয়র প্রার্থী, সাধারণ ওয়ার্ডে ১৭৮ জন এবং সংরক্ষিত নারী ওয়ার্ডে ৬৭ জনসহ মোট ২৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ২৭ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

কাউন্সিলর নির্বাচিত হওয়ার চিঠি পেয়েছেন জানিয়ে জাহাঙ্গীর আলম তোতা বলেন, “আমি আগেও কাউন্সিলর ছিলাম। এ ওয়ার্ডে এবারে আমরা দু'জন প্রতিদ্বন্দ্বী ছিলাম। একজনের মনোনয়নপত্র বাতিল হওয়ায় আমাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর ঘোষণা করা হয়েছে।”

কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা অনুযায়ী জাহাঙ্গীর আলম তোতাকে কাউন্সিলর ঘোষণা করা হয় বলে রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন বলেন।