পুলিশ জানায়, তাকে অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Published : 20 Apr 2025, 06:02 PM
ফেনীর সোনাগাজী উপজেলায় ‘দেশি অস্ত্রসহ’ জাতীয় পার্টির এক নেতাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
রোববার ভোরে উপজেলার দক্ষিণ চরচান্দিয়া গ্রামের লন্ডনিপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে সোনাগাজী মডেল থানার ওসি বায়েজিদ আকন জানান।
গ্রেপ্তার মো. মিজানুর রহমান (৪৩) ওই এলাকার বাসিন্দা। তিনি উপজেলা জাতীয় পার্টির কোষাধ্যক্ষ পদে দায়িত্বে রয়েছেন।
ওসি বায়েজিদ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে হালিম মেম্বার বাড়িতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি পাইপগান ও একটি গুলিসহ মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
“এছাড়া তিনি গত বছরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একটি হত্যাচেষ্টা মামলার এজহারভুক্ত আসামি।”
তিনি আরও বলেন, দুপুরে তাকে অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে মিজানুর স্ত্রী জিনারা খাতুন সুমি বলেন, “আমার স্বামীকে আটকের সময় ঘরের চারপাশে থাকা সিসিটিভি ক্যামেরা আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে যায়। এটা আমাদের কাছে রহস্যজনক বলে মনে হচ্ছে।
“স্থানীয় কয়েকজন প্রভাবশালীর সঙ্গে তার ভূমি সংক্রান্ত বিরোধ রয়েছে। তারাই এ অস্ত্র ঘরে রেখে তাকে ফাঁসিয়েছেন। বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যাচেষ্টা মামলায় তিনি জামিনে ছিলেন।”