রংপুর সিটি নির্বাচন: আপিল নিষ্পত্তি শেষে বৈধ প্রার্থী ২৬২

আগে বৈধ হওয়া এক কাউন্সিলর পদপ্রার্থীর বিরুদ্ধে আপিল হওয়ার পর তার মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2022, 05:41 PM
Updated : 7 Dec 2022, 05:41 PM

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে ৩৬ মনোনয়নপত্র বাতিলের আপিলে ২২ জনকে বৈধ ঘোষণা করা হয়েছে। 

একই সঙ্গে আগে বৈধ হওয়া এক কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে আপিল হলে তার মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। 

নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিব আবদুল বাতেন জানান, বর্তমানে মনোনয়নপত্র সংগ্রহকারী ২৭৭ জনের মধ্যে আপিল নিষ্পত্তি শেষে বৈধ হয়েছেন ২৬২ জন। 

আবদুল বাতেন জানান, গত ১ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে ২৭৭ জন প্রার্থীর মধ্যে মেয়র পদ ছাড়া ৩৬ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। মনোনয়নপত্র যথাযথভাবে পূরণ না করা, হলফনামায় ত্রুটি থাকা, মামলা সংক্রান্ত তথ্য, শিক্ষাগত যোগ্যতাসহ কয়েকটি বিষয়ে ত্রুটি থাকায় সংরক্ষিত কাউন্সিলর পদের ৬৯ জনের মধ্যে ৭ প্রার্থীর এবং সাধারণ কাউন্সিলর পদে ১৯৮ প্রার্থীর মধ্যে ২৯ জনের মনোনয়ন বাতিল করা হয়। 

“পরে ওই ৩৬ প্রার্থীর মধ্যে ৩৩ জন সংক্ষুদ্ধ হয়ে আপিল করেন। বুধবার আপিল নিষ্পত্তিতে ৩৩ জনের মধ্য থেকে ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল রাখা হয়। একই দিনে আগে বৈধ হওয়া এক কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে করা আপিলে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।” 

৮ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ৯ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। 

মেয়র পদে বৈধতা পাওয়া প্রার্থীরা হলেন আওয়ামী লীগের হোসনে আরা লুৎফা ডালিয়া, জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) শফিয়ার রহমান, খেলাফত মজলিশের তৌহিদুর রহমান মণ্ডল রাজু, জাকের পার্টির খোরশেদ আলম, বাংলাদেশ কংগ্রেসের আবু রায়হান, স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান বনি, লতিফুর রহমান মিলন  ও আতাউর জামান বাবু। 

এবার তৃতীয়বারের মতো রংপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২৭ ডিসেম্বর ২২৯টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের কথা জানিয়েছে নির্বাচন কমিশন। 

আরও পড়ুন: 

রংপুরে সিটি নির্বাচন: মেয়র পদে ১০ মনোনয়নপত্র বৈধ  

রংপুরে ‘বিদ্রোহীরা সরে যাবেন’, আশা আওয়ামী লীগ প্রার্থীর  

“ইভিএমের পিছনের কারিগররা যদি নিরপেক্ষ থাকে তাহলে সুষ্ঠু ভোট সম্ভব”  

প্রচার চালিয়েও রংপুর সিটি ভোট থেকে সরে গেলেন জামায়াত নেতা  

রংপুর সিটিতে ২৮০ প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ  

ইভিএমেও আস্থা আনতে হবে: ইসি রাশিদা  

রংপুর সিটি নির্বাচনে মনোনয়নপত্র নিলেন আওয়ামী লীগের ডালিয়া