নগরীর মেডিকেল মোড় পাকার মাথা এলাকায় নৌকার প্রার্থীর পক্ষে পথ সভায় এসে এ আহ্বান জানান নেতারা।
Published : 18 Dec 2022, 07:59 PM
উন্নয়নের স্বার্থে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে নগরবাসীকে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।
রোববার (১৮ ডিসেম্বর) দুপুরে নগরীর মেডিকেল মোড় পাকার মাথা এলাকায় নৌকার প্রার্থীর পক্ষে পথসভায় এসে এ আহ্বান জানান নেতারা।
দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন বলেন, “আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বার্তা নিয়ে এসেছি। সরকার দলীয় মেয়র না থাকায় রংপুর সিটিবাসী উন্নয়ন থেকে অনেক পিছিয়ে। আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে বিজয় উপহার দিন। তিনি (শেখ হাসিনা) এ অঞ্চলের পুত্রবধূ, এই অঞ্চলের উন্নয়নের দায়িত্ব তিনি নিজে দেখবেন।”
দলটির মেয়র প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া বলেন, “আধুনিক ও মডেল সিটি করপোরেশন গড়তে রংপুরে একজন নৌকার জনপ্রতিনিধি প্রয়োজন। তাই উন্নয়নের স্বার্থে নগরবাসীকে এবার নৌকা মার্কায় ভোট দিতে হবে।”
এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, মহানগর আওয়ামী লীগের সভাপতি সফিয়ার রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডলসহ অন্যান্য নেতারা ছিলেন।