“ইভিএমে কীভাবে ভোট দিতে হয় ৯০ ভাগ মানুষই জানে না।”
Published : 23 Dec 2022, 03:24 PM
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটারদের ইভিএমে ভোটাধিকার প্রয়োগের ধারণা দিতে নির্বাচন কমিশনের উদ্যোগে নেওয়া মক ভোটিং নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা।
শুক্রবার সকাল থেকে পাড়া-মহল্লায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট প্রদানের মক ভোটিং আয়োজন করে নির্বাচন কমিশন (ইসি)। রোববার পর্যন্ত ভোটাররা সেখানে গিয়ে ইভিএমে কীভাবে ভোট দিতে হয় তা প্রত্যক্ষ করতে পারবেন।
দুপুরে নগরীর ধাপ এলাকায় গণসংযোগে বেরিয়ে মক ভোটিং নিয়ে অসন্তোষ প্রকাশ করেন সদ্যবিদায়ী মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
লাঙ্গল প্রতীকের প্রার্থী বলেন, “শুরুর দিকে রিটার্নিং কর্মকর্তার কাছে ভোটারদের উদ্বুদ্ধ করতে ডামি ইভিএমে প্রচার চালানোর অনুমতি চাইলে এটাকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন বলে অনুমতি দেয়নি। নির্বাচন কমিশন নিজ উদ্যোগে পাড়ায়-মহল্লায় মক ভোটিংয়ের আয়োজন করতে চেয়েছিল।”
“কিন্তু তাদের এই উদ্যোগ কোনো কাজেই আসছে না, পর্যাপ্ত মানুষের কাছে ইভিএমের বার্তা পৌঁছাচ্ছে না। ইভিএমে কীভাবে ভোট দিতে হয় ৯০ ভাগ মানুষই তা জানেন না।”
মোস্তফা বলেন, “আমি প্রথম থেকেই ধারণা করছিলাম যে, তারা এটা করতে পারবে না। তাদের জনবল, তাদের লজিস্টিক সাপোর্ট এত নাই যে তারা প্রত্যেকটি পাড়া-মহল্লায় গিয়ে ইভিএম সম্পর্কে মানুষকে জানাবে। এই পর্যাপ্ত জনবল তাদের নাই।”
জাপা প্রার্থী আরও বলেন, “কথা বলে অনেকে; কিন্তু বাস্তবতাটা ভিন্ন। তারা বাস্তবতাটা জানেন না, যার কারণে অনেক ভোট নষ্ট হবে। অনেকে ভোট দিতে পারবেন না, অনেক ভোট বাতিল হবে। সেক্ষেত্রে যত ভোট বাতিল হবে তার ৮০ ভাগ ভোট আমার। এখানে মোট যে ভোট হবে সেখান থেকে এই ভোটটা কমে যাবে।”
“ভোটাররা ভোটকেন্দ্রে গেলেও ইভিএমে ভোট দেওয়া নিয়ে তারা জটিলতায় পড়বেন। সিসিটিভি ক্যামেরায় মনিটরিং হওয়ায় কারও কাছ থেকে সাহায্য নেওয়ারও সুযোগ নেই।”
নির্বাচনে জয়ের ব্যাপারে ‘আশাবাদ’ ব্যক্ত করে সাবেক মেয়র বলেন, “সাধারণ মানুষের আবেগ-উচ্ছ্বাস, ভালোবাসা ও সমর্থন দেখে আমি শতভাগ আশাবাদী।”
এ সময় আরও উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জ্যেষ্ঠ সহসভাপতি লোকমান হোসেন, সহসভাপতি জাহেদুল ইসলাম, জেলা জাপার সদস্যসচিব হাজী আব্দুর রাজ্জাক, নির্বাচন পরিচালনা কমিটির আইন সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ ফারুক আলম, জাপার কেন্দ্রীয় কমিটির সদস্য হাসানুজ্জামান নাজিম, মহানগর ছাত্রসমাজের সভাপতি ইয়াসিন আরাফাত আসিফ।
আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশনে তৃতীয়বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে মেয়র পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৩১টি ওয়ার্ডের ২২৯টি ভোটকেন্দ্রে ইভিএমে ভোট হবে। এ ছাড়া ভোট কেন্দ্রগুলো থাকবে সিসি টিভির আওতায়।
আরও পড়ুন:
সংঘাত করতে চাইলে কেউ মাঠে টিকতে পারবে না: মোস্তফা
সিটি করপোরেশন নির্বাচন: প্রচারে উৎসবমুখর রংপুর নগর
রংপুর সিটি নির্বাচন: উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দেওয়ার আহ্বান কেন্দ্রীয় নেতাদের
রংপুর সিটি নির্বাচনে আইনশৃঙ্খলা ভালো থাকবে, আশ্বাস সিইসির
রংপুরে সুষ্ঠু নির্বাচনের সব ব্যবস্থা নিয়েছে কমিশন: সিইসি
রংপুর সিটি নির্বাচন: সম্পদে আওয়ামী লীগ প্রার্থী জাপার চেয়ে এগিয়ে
রংপুর সিটি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর
রংপুর সিটি: উন্নয়নের জন্য নৌকায় ভোট চাইলেন ডালিয়া
রংপুর সিটি নির্বাচন: আওয়ামী লীগ প্রার্থীর ইশতেহার ঘোষণা
রংপুর সিটি নির্বাচন: প্রতীক পেয়ে প্রচারণা শুরু
রংপুর সিটি নির্বাচন: আপিল নিষ্পত্তি শেষে বৈধ প্রার্থী ২৬২
রংপুরে সিটি নির্বাচন: মেয়র পদে ১০ মনোনয়নপত্র বৈধ
রংপুরে ‘বিদ্রোহীরা সরে যাবেন’, আশা আওয়ামী লীগ প্রার্থীর
“ইভিএমের পিছনের কারিগররা যদি নিরপেক্ষ থাকে তাহলে সুষ্ঠু ভোট সম্ভব”
প্রচার চালিয়েও রংপুর সিটি ভোট থেকে সরে গেলেন জামায়াত নেতা
রংপুর সিটিতে ২৮০ প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ