“বর্ধিত ওয়ার্ডগুলোতে গত ১০ বছরে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি।”
Published : 23 Dec 2022, 03:58 PM
নির্বাচিত হলে রংপুর সিটি করপোরেশনের সঙ্গে নতুন করে যুক্ত হওয়া ওয়ার্ডগুলোর উন্নয়নে মন দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া।
নৌকা প্রতীকের এই মেয়র পদপ্রার্থী বলেন, “সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত হলেও বর্ধিত ওয়ার্ডগুলোতে গত ১০ বছরে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। বিস্তৃত এলাকার বাসিন্দারা রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থাসহ নানা সেবা থেকেই বঞ্চিত।
“নির্বাচিত হলে আমি নতুন যুক্ত হওয়া ওয়ার্ডের জনগণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ মেগাপ্রকল্প নিয়ে আসব।”
শুক্রবার দুপুরে নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের মীরগঞ্জ বাজারে গণসংযোগকালে সাংবাদিকদের এসব কথা বলেন আওয়ামী লীগের প্রার্থী।
ডালিয়া বলেন, “ভোট চাইতে গিয়ে আমি দেখেছি বর্ধিত ওয়ার্ডগুলোর জরাজীর্ণ অবস্থা। সিটি করপোরেশন হয়েও বর্ধিত ওয়ার্ডের জনগণের কোনো উন্নয়ন হয়নি। তাই আমি নির্বাচিত হলে রংপুর সিটির পরিকল্পিত উন্নয়নের পাশাপাশি বর্ধিত ওয়ার্ডগুলোর জন্য মেগাপ্রকল্প নিয়ে আসব। তাদের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন থেকে শুরু করে নাগরিক অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করব।”
এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আবুল কাশেম, তাজহাট থানা আওয়ামী লীগের সভাপতি ইমাদ মিয়া।
আরও পড়ুন:
সংঘাত করতে চাইলে কেউ মাঠে টিকতে পারবে না: মোস্তফা
সিটি করপোরেশন নির্বাচন: প্রচারে উৎসবমুখর রংপুর নগর
রংপুর সিটি নির্বাচন: উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দেওয়ার আহ্বান কেন্দ্রীয় নেতাদের
রংপুর সিটি নির্বাচনে আইনশৃঙ্খলা ভালো থাকবে, আশ্বাস সিইসির
রংপুরে সুষ্ঠু নির্বাচনের সব ব্যবস্থা নিয়েছে কমিশন: সিইসি
রংপুর সিটি নির্বাচন: সম্পদে আওয়ামী লীগ প্রার্থী জাপার চেয়ে এগিয়ে
রংপুর সিটি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর
রংপুর সিটি: উন্নয়নের জন্য নৌকায় ভোট চাইলেন ডালিয়া
রংপুর সিটি নির্বাচন: আওয়ামী লীগ প্রার্থীর ইশতেহার ঘোষণা
রংপুর সিটি নির্বাচন: প্রতীক পেয়ে প্রচারণা শুরু
রংপুর সিটি নির্বাচন: আপিল নিষ্পত্তি শেষে বৈধ প্রার্থী ২৬২
রংপুরে সিটি নির্বাচন: মেয়র পদে ১০ মনোনয়নপত্র বৈধ
রংপুরে ‘বিদ্রোহীরা সরে যাবেন’, আশা আওয়ামী লীগ প্রার্থীর
“ইভিএমের পিছনের কারিগররা যদি নিরপেক্ষ থাকে তাহলে সুষ্ঠু ভোট সম্ভব”
প্রচার চালিয়েও রংপুর সিটি ভোট থেকে সরে গেলেন জামায়াত নেতা
রংপুর সিটিতে ২৮০ প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ
ইভিএমেও আস্থা আনতে হবে: ইসি রাশিদা
রংপুর সিটি নির্বাচনে মনোনয়নপত্র নিলেন আওয়ামী লীগের ডালিয়া