“আমরা আখেরি মোনাজাতের জন্য নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজিয়েছি।”
Published : 03 Feb 2024, 03:51 PM
গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমায় প্রথম পর্বের আখেরি মোনাজাত রোববার সকাল ৯টা থেকে সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে বলে পুলিশ জানিয়েছে।
গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মাহবুব আলম শনিবার বলেন, ইজতেমার মুরুব্বিদের সঙ্গে কথা বলে তিনি এই সময় জানতে পেরেছেন।
বিকালে ইজতেমা মাঠ সংলগ্ন পুলিশের নিয়ন্ত্রণ কক্ষের সমানে ব্রিফিংয়ে কমিশনার বলেন, “আমরা আখেরি মোনাজাতের জন্য নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজিয়েছি।
বিশ্ব ইজতেমায় আসা আরও ৩ জনের মৃত্যু
“ভোগড়া বাইপাস থেকে ইজতেমামুখী সাধারণ জনগণের কোনো গাড়ি চলবে না। তারা ড্রাইভার্ট হয়ে ভোগড়া বাইপাস দিয়ে মীরের বাজারের দিকে চলে যাবেন। তবে ইজতেমায় অংশগ্রহণকারীদের গাড়ি আসতে পারবে। মীরের বাজার পর্যন্ত গাড়ি বন্ধ থাকবে। ইজতেমায় আগতদের গাড়ি ছাড়া অন্য কারো গাড়ি আসতে পারবে না।”
কমিশনার বলেন, “ঢাকা মহানগর পুলিশ এলাকায় একইভাবে সাধারণ জনগণের গাড়ি কুড়িল বিশ্বরোড থেকে ড্রাইভার্ট করে তিনশ ফিটের দিকে যাবে। আশুলিয়া সড়কের গাড়ি মিরপুর বেড়িবাঁধের দিকে ড্রাইভার্ট করে দেবে। এদিকে কোনো গাড়ি চলতে পারবে না। এটাই আমাদের ট্রাফিক পরিবর্তন।”
এ ছাড়া যখন আখেরি মোনাজাত শেষ হবে তখন চেষ্টা করা হবে, এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারটি আগে চালু করার জন্য। ফ্লাইওভার চালু হলে আস্তে আস্তে যানবাহনগুলো ভেতরে ঢুকবে, অনেক মানুষ তখন দ্রুত চলে যেতে পারবেন বলে আশা প্রকাশ করেন কমিশনার।
আরও পড়ুন:
টঙ্গীতে ইজতেমায় আসা আরও একজনের মৃত্যু
ইজতেমার ডিউটিতে যাওয়ার পথে বাসের ধাক্কায় পুলিশের মৃত্যু
টঙ্গীতে ইজতেমায় আসা দুইজনের মৃত্যু
তাবলিগ জামাত: ‘জুবায়েরপন্থি নয়, শুরায়ে নিজাম বলুন’
যে যেখানে সম্ভব সেখানেই জুমার নামাজে শরিক হন
বিশ্ব ইজতেমায় কোরিয়ান মেহমানের খোয়া যাওয়া পাসপোর্ট উদ্ধার
আম বয়ানে শুরু বিশ্ব ইজতেমার প্রথম পর্ব
টঙ্গীতে ইজতেমায় আসা আরও একজনের মৃত্যু
ইজতেমায় বৃষ্টির বাগড়ায় দুর্ভোগ, বয়ান বন্ধ
ইজতেমা ময়দানে ঠাঁই নেই, সড়কেই পড়ছে তাঁবু
ইজতেমায় পলিথিন শিট আর প্লাস্টিকের বস্তার কদর, দামও বেশি
ইজতেমা: তুরাগ তীরের ঢল ময়দান ছাপিয়ে ভবনের ছাদে
দাঙ্গা-হাঙ্গামাকারীরা তাবলিগ জামাতের অনুসারী হতে পারে না: ধর্মমন্ত্রী
বিশ্ব ইজতেমা: শুরুর আগেই পূর্ণ ময়দান, মানুষ বসছে সড়কের পাশে
টঙ্গীতে ইজতেমায় আসা দুইজনের মৃত্যু
ইজতেমার প্রথম পর্ব: জোবায়ের পক্ষের অনুসারীরা আসছেন
ইজতেমা ঘিরে নাশকতার আশঙ্কা নেই: র্যাব ডিজি
ইজতেমা ঘিরে গুজবে কান না দেওয়ার আহ্বান আইজিপির
ইজতেমা: গাড়ি পার্কিং ও চলাচলে পুলিশের নির্দেশনা
ইজতেমায় কোনো নিরাপত্তা হুমকি নেই: র্যাব
বিশ্ব ইজতেমা: পুলিশের একগুচ্ছ নির্দেশনা
ইজতেমা: শামিয়ানা অসম্পূর্ণ, আগতদের চট নিয়ে আসার পরামর্শ
এবার ইজতেমায় হকার বসতে পারবে না: পুলিশ
টঙ্গীতে স্বেচ্ছাশ্রমে চলছে বিশ্ব ইজতেমার প্রস্তুতি, প্রায় ৮০ ভাগ কাজ শেষ
ইজতেমায় চলবে ১১ জোড়া বিশেষ ট্রেন