মঙ্গলবার রাত থেকেই লোকজন ময়দানে আসতে শুরু করেছেন; বুধবার সকালের দিকে সংখ্যা কিছুটা বেড়েছে।
Published : 31 Jan 2024, 01:35 PM
গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমার প্রথম পর্বের বাকি আর মাত্র এক দিন; এখন চলছে শেষ সময়ের প্রস্তুতি। মাওলানা জোবায়ের পক্ষের অনুসারীরা এরইমধ্যে ময়দানে আসতে শুরু করেছেন।
বুধবার সকাল থেকে বাস, ট্রাক ও পিকআপ ভ্যানে করে তাদের আসতে দেখা যায়।
গাজীপুরের টঙ্গীতে তুরাগ তীরে তাবলিগ জামাতের সবচেয়ে বড় বার্ষিক সম্মিলনের এ আয়োজন আগের বারের মতোই হবে দুই পর্বে। প্রথম পর্ব ২ থেকে ৪ ফেব্রুয়ারি; দ্বিতীয় পর্ব হবে ৯ থেকে ১১ ফেব্রুয়ারি।
প্রথম পর্বের ইজতেমায় মাওলানা জোবায়ের পক্ষের অনুসারীরা এবং দ্বিতীয় পর্বে সাদ কান্ধলভীর অনুসারীরা অংশ নেবেন।
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের মিডিয়া সমন্বয়কারী মুফতি জহির ইবনে মুসলিম জানান, ইজতেমার ময়দানসহ বাকি সব আয়োজন শেষের দিকে। লোকজন মঙ্গলবার রাত থেকেই ময়দানে আসতে শুরু করেছেন; সকালের দিকে সংখ্যা কিছুটা বেড়েছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে মাঠ ভরে যাবে বলে আশা করা হচ্ছে।
নরসিংদী সফিকুল ইসলামের স্থানীয় একটি মসজিদের ২৭ জনের তাবলীগ জামাত দলের সঙ্গে ইজতেমা ময়দানে এসেছেন।
তিনি বলেন, “খুব ভোরে মিনিবাসে করে রওনা দিয়েছিলাম। সময় যত ঘনিয়ে আসবে ভিড় ততই বাড়বে, তাই ভোগান্তি এড়াতে শীত উপেক্ষা করে তাড়াতাড়ি বের হয়েছি।”
ইজতেমা ময়দানে কথা হয় দিনাজপুরের আমজাদ হোসেনের সঙ্গে। ২৩ জনের তাবলীগ জামাত দলের সঙ্গে তিনিও ভোরে এখানে আসেন।
গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম জানান, এবারে ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় বিশুদ্ধ পানি ও খাবার সরবরাহ নিশ্চিত করতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রটের একাধিক টিম কাজ করবে।
গাজীপুর মেট্টোপলিটন পুলিশের কমিশনার মাহবুব আলম বলেন, এবারের ইজতেমায় তাদের সহস্রাধিক সদস্য ছাড়াও র্যাব, ডিএমপি, সাদা পোশাকে ও গোয়েন্দা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য দায়িত্ব পালন করবেন।
ইজতেমা এলাকায় কোনো অবৈধ দোকান এবং হকারদের অবস্থান করতে দেওয়া হবে না বলেও জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।