একজন দুপুরে, আরেকজন সন্ধ্যায় মারা যান বলে ইজতেমার প্রথম পর্বের লাশের জিম্মাদার জানান।
Published : 31 Jan 2024, 10:05 PM
গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমায় এসে দুই ব্যক্তি ‘হৃদরোগে’ আক্রান্ত হয়ে মারা গেছেন।
বুধবার সন্ধ্যায় ময়দানে একজন ও আরেকজন দুপুরে ময়দানে ঢোকার আগেই মারা যান বলে ইজতেমার প্রথম পর্বের লাশের জিম্মাদার, প্রকৌশলী গিয়াস উদ্দিন জানান।
মৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার মো. ইউনুছ মিয়া (৬০) ও চাপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার চৌহদ্দিটোলা গ্রামের সাইফুল ইসলামের ছেলে মো. জামাল উদ্দিন (৪০)।
নিহত জামালের সঙ্গী জনি জানান, মাগরিবের নামাজ আদায়ের পর ইজতেমার ময়দানে রান্নার কাজ করছিলেন জামাল। এ সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক ফারহানা তাসনিম জানান, জামালকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
একইদিন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ধামাউরা এলাকার বুদু মিয়ার ছেলে মো. ইউনুছ মিয়া (৬০) দুপুরে ইজতেমা স্থালের আগে বাস থেকে নামার পরপরই জ্ঞান হারান।
পরে সঙ্গীরা ওই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শাহরিয়ার লুনা তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. তারিক হাসান জানান, দুজনকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। লক্ষণের কথা শুনে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে, দুজনেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।
টঙ্গীর তুরাগ তীরে তাবলিগ জামাতের এ বার্ষিক সম্মিলন হবে আগেরবারের মতই দুই পর্বে। ২, ৩ ও ৪ ফেব্রুয়ারি ইজতেমার প্রথম পর্ব এবং চার দিন বিরতি দিয়ে ৯, ১০ ও ১১ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা হবে।