বাদ আসর বিশ্ব ইজতেমার মাঠে অনুষ্ঠিত হবে যৌতুক বিহীন বিয়ে।
Published : 03 Feb 2024, 09:35 AM
গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা শুরুর আগের দিনই পরিপূর্ণ হয়ে গিয়েছিল তুরাগ তীরের ময়দান। কিন্তু তাতে থামেনি ইজতেমামুখী মানুষের স্রোত। প্রথম পর্বের দ্বিতীয় দিন শনিবারও দলে দলে তাবলিগ জামাতের অনুসারীরা আসছেন ইজতেমায় অংশ নিতে।
রোববার আখেরি মোনাজাতের আগ পর্যন্ত মানুষের এই ঢল চলবে বলে জানান বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
শনিবার বাদ ফজর থেকেই ইজতেমা মাঠে অবস্থান করা লাখো মানুষের উদ্দেশ্যে কোরআন-হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান শুরু করেন তাবলিগের মরুব্বিরা।
বাদ ফজর বয়ান শুরু করেন ভারতের মাওলানা আব্দুর রহমান, তার বয়ান বাংলায় তরজমা করেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন।
আয়োজকরা জানিয়েছেন, বাদ জোহর বয়ান করবেন মাওলানা ইসমাইল গোদরা, বাদ আসর মাওলানা জুহাইরুল হাসান এবং বাদ মাগরিব মাওলানা ইব্রাহিম দেওলা। তারা সবাই ভারতের মাওলানা।
এছাড়া বাদ আসর ইজতেমার মাঠে অনুষ্ঠিত হবে যৌতুক বিহীন বিয়ে।
সকালের বয়ানে ওলামায়ে কেরাম বলেন, “পরকালের চিরস্থায়ী সুখ শান্তির জন্য আমাদের প্রত্যককে দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় দ্বীনের দাওয়াতের কাজে জানমাল দিয়ে মেহনত করতে হবে। ঈমান-আমলের মেহনত ছাড়া কেউ হাশরের ময়দানে কামিয়াব হতে পারবে না।”
ইজতেমায় মূল বয়ান উর্দুতে হলেও অংশ নেওয়া বিভিন্ন ভাষাভাষী মুসলমানদের জন্য তাৎক্ষণিকভাবে তা বাংলা, ইংরেজি, আরবি, তামিল, মালয়, তুর্কি ও ফরাসিসহ বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়।
ময়দানে থাকা ধর্মপ্রাণ মুসলমানরাও ধুলা, ময়লা, শীত, বৃষ্টিসহ নানা প্রতিকূলতা উপেক্ষা করে মনোযোগ দিয়ে আলেমদের বয়ানের শুনছেন। তাদের ‘আল্লাহু আকবর’ ধ্বনিতে মুখিরত হয়ে উঠছে টঙ্গীর তুরাগ তীর।
বাদ আসর যৌতুকবিহীন বিয়ের আয়োজন
বিশ্ব ইজতেমার অন্যতম আকর্ষণ হলো সম্পূর্ণ শরিয়ত মেনে তাবলিগের রেওয়াজ অনুযায়ী যৌতুকবিহীন বিয়ে।
ইজতেমার দ্বিতীয় দিন শনিবার বাদ আসর বয়ান মঞ্চের পাশেই এই যৌতুকবিহীন বিয়ের আসর বসবে বলে জানিয়েছেন বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
কনের সম্মতিতে ও তার অনুপস্থিতিতে বর এবং কনে পক্ষের লোকজনের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় ওই বিয়ে। অভিভাবকরা দম্পতিদের নাম তালিকাভুক্ত করান। বিয়ের পর বয়ান মঞ্চ থেকেই মোনাজাতের মাধ্যমে নব দম্পতিদের সুখ-সমৃদ্ধিময় জীবন কামনা করা হবে।
বিয়েতে মোহরানা ধার্য করা হয় মোহর ফাতেমীর নিয়মানুযায়ী। এ নিয়ম অনুযায়ী মোহরানার পরিমাণ ধরা হয় দেড়শ তোলা রুপা বা তার সমমূল্য অর্থ।
এবারের ইজতেমায় শতাধিক জোড়া বিয়ে সম্পন্ন হবে বলে জানা গেছে।
তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে বিরোধের কারণে গত কয়েক বছর ধরে বিশ্ব ইজতেমা হচ্ছে দুই পর্বে, দুই পক্ষের অনুসারীদের নিয়ে আলাদাভাবে। এবার প্রথম পর্ব শুরু হয়েছে শুক্রবার। সবকিছু ঠিক থাকলে রোববার ১০টার পরে সাড়ে ১১টার মধ্যে আখেরি মোনাজাত শেষ হবে প্রথম পর্ব।
পরে ৯ তারিখ শুরু হয়ে ১১ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।
আরও পড়ুন
তাবলিগ জামাত: ‘জুবায়েরপন্থি নয়, শুরায়ে নিজাম বলুন’
যে যেখানে সম্ভব সেখানেই জুমার নামাজে শরিক হন
বিশ্ব ইজতেমায় কোরিয়ান মেহমানের খোয়া যাওয়া পাসপোর্ট উদ্ধার
আম বয়ানে শুরু বিশ্ব ইজতেমার প্রথম পর্ব
টঙ্গীতে ইজতেমায় আসা আরও একজনের মৃত্যু
ইজতেমায় বৃষ্টির বাগড়ায় দুর্ভোগ, বয়ান বন্ধ
ইজতেমা ময়দানে ঠাঁই নেই, সড়কেই পড়ছে তাঁবু
ইজতেমায় পলিথিন শিট আর প্লাস্টিকের বস্তার কদর, দামও বেশি
ইজতেমা: তুরাগ তীরের ঢল ময়দান ছাপিয়ে ভবনের ছাদে
দাঙ্গা-হাঙ্গামাকারীরা তাবলিগ জামাতের অনুসারী হতে পারে না: ধর্মমন্ত্রী
বিশ্ব ইজতেমা: শুরুর আগেই পূর্ণ ময়দান, মানুষ বসছে সড়কের পাশে
টঙ্গীতে ইজতেমায় আসা দুইজনের মৃত্যু
ইজতেমার প্রথম পর্ব: জোবায়ের পক্ষের অনুসারীরা আসছেন
ইজতেমা ঘিরে নাশকতার আশঙ্কা নেই: র্যাব ডিজি
ইজতেমা ঘিরে গুজবে কান না দেওয়ার আহ্বান আইজিপির
ইজতেমা: গাড়ি পার্কিং ও চলাচলে পুলিশের নির্দেশনা
ইজতেমায় কোনো নিরাপত্তা হুমকি নেই: র্যাব
বিশ্ব ইজতেমা: পুলিশের একগুচ্ছ নির্দেশনা
ইজতেমা: শামিয়ানা অসম্পূর্ণ, আগতদের চট নিয়ে আসার পরামর্শ
এবার ইজতেমায় হকার বসতে পারবে না: পুলিশ
টঙ্গীতে স্বেচ্ছাশ্রমে চলছে বিশ্ব ইজতেমার প্রস্তুতি, প্রায় ৮০ ভাগ কাজ শেষ
ইজতেমায় চলবে ১১ জোড়া বিশেষ ট্রেন