স্থানীয় বিএনপি নেতা জব্বারের মোবাইল ফোনে একাধিকবার কল করলে সেটি বন্ধ পাওয়া যায়।
Published : 22 Apr 2025, 05:42 PM
নরসিংদী সদর উপজেলায় সাবেক এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
উপজেলার আলোকবালী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য এবং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সস্পাদক আমির হোসেন সরকারকে মঙ্গলবার দুপুরে কুপিয়ে হত্যা করা হয় বলে নরসিংদী সদর থানার ওসি মো. এমদাদুল হক জানান।
আমির (৩০) আলোকবালী গ্রামের আব্দুল হক মিয়ার ছেলে।
নিহতের ভাই সোহরাব মিয়া (২৭) সাংবাদিকদের বলেন, “আমির ভাই ৫ অগাস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন। সোমবার রাতে আমার বড় ভাই রফিকুল ইসলাম নয় বছর পর মালেশিয়া থেকে দেশে আসেন। তাকে ঢাকার বিমানবন্দর থেকে রাতে বাসায় নিয়ে আসেন আমির ভাই।
“দুপুরে আমির ভাই ও রফিকুল ইসলামকে কুপিয়ে জখম করা হয়। স্থানীয় বিএনপি নেতা জব্বার, তারা মিয়া (২৮), আমিরুল (২৬), আলী (২৫), জিহাদ (২২), খোকন মিয়া (২৬) সহ ১০-১২ জন সেখানে ছিলেন।”
পরিবারের সদস্যরা জানান, আহত হওয়ার পর স্পিডবোটে করে আমিরকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হচ্ছিল। নদীতে কচুরিপানার জট থাকায় হাসপাতালে নিতে দেরি হওয়ায় তার অতিরিক্ত রক্তক্ষরণ হয়। হাসপাতালে নেওয়ার পর পরই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ব্যাপারে জানতে স্থানীয় বিএনপি নেতা জব্বারের মোবাইল ফোনে একাধিকবার কল করলে সেটি বন্ধ পাওয়া যায়।
নরসিংদী সদর থানার ওসি মো. এমদাদুল হক বলেন, “আধিপত্য নিয়ে দুই পক্ষের বিরোধের জেরে এ হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।”