কিছু প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিনামূল্যে পানি দেওয়ার ব্যবস্থা রাখা হলেও ‘ঝামেলা এড়াতে’ অনেকেই এক বদনা পানি দশ টাকা দিয়ে কিনেছেন।
Published : 02 Feb 2024, 08:42 PM
টঙ্গীর বিশ্ব ইজতেমায় জুমার নামাজের আগে ময়দানের বাইরে যারা ছিলেন, তাদের কাছে প্রতি বদনা পানি দশ টাকায় বিক্রি করেছেন কিছু ভ্রাম্যমাণ ব্যবসায়ী।
শুক্রবার জুমার নামাজের আগে ইজতেমা ময়দানের আশপাশে এমন চিত্র দেখা গেছে।
জুমার নামাজ আদায়ের জন্য জমায়েত হয়েছিলেন লাখ লাখ মানুষ; যাদের অনেকেই ইজতেমার মূল ময়দানে প্রবেশ করতে পারেননি। এ সময় অজুর পানি সংকট দেখা দিলে অনেকেই মিনারেল ওয়াটারের বোতল কেনেন।
কিছু প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিনামূল্যে পানি দেওয়ার ব্যবস্থা রাখা হলেও ‘ঝামেলা এড়াতে’ অনেকেই ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের কাছ থেকে এক বদনা পানি দশ টাকা দিয়ে কিনেছেন।
তবে শুধু পানি বিক্রি হচ্ছে দশ টাকা দরে। অজুর পর বদনাগুলো আবার ফেরত দিতে হচ্ছে বলে ইজতেমায় আসা লোকজনদের সঙ্গে কথা বলে জানা গেছে।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্টেশন রোড এলাকায় দশ টাকা দরে বদনার পানি বিক্রি করছিলেন মারফত আলী নামে একজন।
তিনি বলেন, “বছরের অন্য সময় আমি রিকশা চালাই। এই সময়টা টঙ্গী এলাকায় রিকশা চলাচল বন্ধ থাকে। তাই ইজতেমায় আসা লোকজনদের অজুর পানি সরবরাহ্সহ বিভিন্নভাবে সহযোগিতা করে আয় করি।”
পাশেই একটি পানির কল থেকে খোলা পানি এনে বোতলে ভরে বিক্রি করছিলেন সামশুল আলম নামে একজন।
তিনি বলেন, “যারা ময়দানে ঢুকতে পারে নাই, তাদের কাছে খোলা পানি দুই লিটারের বোতল ভরে ২০ টাকা দরে বিক্রি করছি।”
তবে ভিন্ন চিত্রও দেখা গেছে কামারপাড়া সড়কে একটি কারখানার ফটকের সামনে। প্রতিষ্ঠানটির নিরাপত্তাকর্মী ফেরদৌস বালতিতে করে বিনামূল্যে পানি সরবরাহ করছিলেন।
পানি টেনে আনা পরিশ্রমের কাজ হলেও এ কাজে তৃপ্তি ও আনন্দ পান জানিয়ে ফেরদৌস বলেন, গত দুই বছর ধরে তিনি ইজতেমায় অজুর পানি সরববাহ করছেন; এ জন্য তিনি কোনো টাকা নেন না। পানি সরবারহ করতে দুটি নতুন বালতি এবং পাঁচটি মগও কিনেছেন।
এছাড়া জায়নামাজের জন্য পলিথিন শিট, ফয়েল পেপার, কাগজ ও নামাজ পড়ার উপযোগী জিনিসগুলো বিক্রি হচ্ছে ১০ থেকে ২০ টাকা দরে।
শুক্রবার শুরু হওয়া ইজতেমার প্রথম পর্ব আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে। ১১ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।
ইজতেমার ময়দানে এ পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন: